ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিএনপি নেতা মাহিদুর রহমান নেতৃত্বের বিস্ময় Logo স্বৈরাচারের দোসর প্রধান বিচারপতির ধর্ম ছেলে পরিচয়ে মোজাম্মেলের অধর্ম! Logo রাজধানীতে মার্কেট দখল করতে গিয়ে বিএনপি নেতা জাহাঙ্গীর আটক Logo স্কুলের ভেতরে নিয়মিত চলে তাশ ও জুয়া! Logo চাঁদা চাওয়ায় দাকোপে ৫ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে মামলা Logo ভোলা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি আল আমিন সম্পাদক শামসউদ্দিন Logo বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর উদ্যোগে দুমকিতে ক্যারিয়ার সামিট অনুষ্ঠিত Logo সওজ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে প্রচারিত প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo বিপ্লবী গান, আবৃত্তি এবং কাওয়ালী গানে মেতেছে আশা বিশ্ববিদ্যালয় Logo ছত্রিশ টাকার নকলনবীশ প্রভাবশালী কোটিপতি!




ঢাকার ৪ লাখ রিক্সা চালকের আয় ৫ হাজার ৪০ কোটি!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০১৯ ৯০ বার পড়া হয়েছে

হাফিজুর রাহমান শফিকঃ
বর্তমানে ঢাকার দুই সিটি কর্পোরেশনে বৈধ ও অবৈধ মিলিয়ে ২ লক্ষের বেশি রিক্সা আছে। আলোচনার সুবিধার জন্য ধরে নেই ঢাকায় রিক্সার সংখ্যা মোট ২ লক্ষ। ২ শিপ্টের নিচে কোন রিক্সা চলে না এবং কোন রিক্সা বসে থাকেনা। প্রতি দিন একটি রিক্সা (২ শিপ্টে) ২জন রিক্সাচালক চালায়। তাহলে মোট রিক্সাচালক: ২ লক্ষ রিক্সা x ২ জন করে চালক = ৪ লক্ষ জন।
একজন রিক্সা চালক গড়ে ঘন্টায় ১০০টাকা আয় করে। অতএব, সে দিনে (এক শিপ্টে ৮ ঘন্টা) ৮০০ টাকা আয় করে। ৩০০টাকা মালিকের ভাড়া আর প্রতিদিন মেসের থাকা ও খাওয়া বাবদ তার ১৫০ টাকা খরচ হয়। সে হিসেবে প্রতিদিন একজন রিক্সাচালকের হাতে জমা থাকে ৩৫০ টাকা। এক মাসে জমা থাকে (৩৫০ টাকা x ৩০ দিন) ১০,৫০০/- টাকা। রিক্সচালক এই টাকাটা কোথায় পাঠায়? নিশ্চয় সুইচ ব্যাংকে না! তার এ টাকা সে গ্রামে তার পরিবারের কাছে পাঠায়।

এবার আসুন দেখি ঢাকা থেকে রিক্সাচালকরা মাসে মোট কত টাকা গ্রামে পাঠায়:
একজন রিক্সাচালক পাঠায় ১০,৫০০/- টাকা। অতএব, ৪ লক্ষ রিক্সাচালক মাসে গ্রামে পাঠায় (৪,০০,০০০ x ১০,৫০০) ৪,২০,০০,০০,০০০/- টাকা। হ্যা আপনি ঠিক দেখছেন। চার শ’ বিশ কোটি টাকা মাত্র। বছরে ৫হাজার ৪০ কোটি টাকা মাত্র। এ টাকাগুলো পাঠানো হয় বিকাশের মাধ্যমে। আপনি কি জানেন রিক্সাচালকের কাছ থেকে বিকাশের বাৎসরিক আয় কত ? হাজারে ২০টাকা কমিশন হিসেবে মাত্র ১০০ কোটি ৮০ লক্ষ টাকা। অবাক হচ্ছেন ?

আচ্ছা এ টাকা দিয়ে কি কেনা হয় ? বিদেশী পণ্য ? না। এটাকা দিয়ে কেনা হয় তাতের শাড়ি, দেশী সাবান, দেশী প্রসাধনী, দেশী স্যান্ডেল, দেশের মোটা চাল, দেশী লবন, স্থানীয় কৃষকের ফল, ফসল আর গ্রাম্য জেলের মাছ। ঢাকা থেকে পাঠানো ৫হাজার ৪০ কোটি টাকার পুরোটাই পাচ্ছে দেশীয় শিল্প এবং স্থানীয় কৃষক ও গ্রামের ব্যবসায়ীরা। গ্রামীণ অর্থনীতিতে এ টাকার অবদান ১০০% । অর্থনীতির এ চক্রটা আমার দেখানো হিসেবের থেকেও অনেক বড় ও ডায়ভাসিফাইড। অতএব, বিষয়টা মাথায় রাখতে হবে রিক্সা শুধু রিক্সা না; এটা গ্রামীণ অর্থনীতির চাকা। ৬৮ হাজার গ্রাম বাচলে বাচঁবে দেশ…আমি শুধু সংক্ষেপে একটি দিক তুলে ধরলাম…
তাই আধুনিক ঢাকা করার জন্য রিকশা চালকদের বিকল্প রাস্তা/ব্যাবস্থা করে দেয়ার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি…ধন্যবাদ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




ঢাকার ৪ লাখ রিক্সা চালকের আয় ৫ হাজার ৪০ কোটি!

আপডেট সময় : ১০:৫৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০১৯

হাফিজুর রাহমান শফিকঃ
বর্তমানে ঢাকার দুই সিটি কর্পোরেশনে বৈধ ও অবৈধ মিলিয়ে ২ লক্ষের বেশি রিক্সা আছে। আলোচনার সুবিধার জন্য ধরে নেই ঢাকায় রিক্সার সংখ্যা মোট ২ লক্ষ। ২ শিপ্টের নিচে কোন রিক্সা চলে না এবং কোন রিক্সা বসে থাকেনা। প্রতি দিন একটি রিক্সা (২ শিপ্টে) ২জন রিক্সাচালক চালায়। তাহলে মোট রিক্সাচালক: ২ লক্ষ রিক্সা x ২ জন করে চালক = ৪ লক্ষ জন।
একজন রিক্সা চালক গড়ে ঘন্টায় ১০০টাকা আয় করে। অতএব, সে দিনে (এক শিপ্টে ৮ ঘন্টা) ৮০০ টাকা আয় করে। ৩০০টাকা মালিকের ভাড়া আর প্রতিদিন মেসের থাকা ও খাওয়া বাবদ তার ১৫০ টাকা খরচ হয়। সে হিসেবে প্রতিদিন একজন রিক্সাচালকের হাতে জমা থাকে ৩৫০ টাকা। এক মাসে জমা থাকে (৩৫০ টাকা x ৩০ দিন) ১০,৫০০/- টাকা। রিক্সচালক এই টাকাটা কোথায় পাঠায়? নিশ্চয় সুইচ ব্যাংকে না! তার এ টাকা সে গ্রামে তার পরিবারের কাছে পাঠায়।

এবার আসুন দেখি ঢাকা থেকে রিক্সাচালকরা মাসে মোট কত টাকা গ্রামে পাঠায়:
একজন রিক্সাচালক পাঠায় ১০,৫০০/- টাকা। অতএব, ৪ লক্ষ রিক্সাচালক মাসে গ্রামে পাঠায় (৪,০০,০০০ x ১০,৫০০) ৪,২০,০০,০০,০০০/- টাকা। হ্যা আপনি ঠিক দেখছেন। চার শ’ বিশ কোটি টাকা মাত্র। বছরে ৫হাজার ৪০ কোটি টাকা মাত্র। এ টাকাগুলো পাঠানো হয় বিকাশের মাধ্যমে। আপনি কি জানেন রিক্সাচালকের কাছ থেকে বিকাশের বাৎসরিক আয় কত ? হাজারে ২০টাকা কমিশন হিসেবে মাত্র ১০০ কোটি ৮০ লক্ষ টাকা। অবাক হচ্ছেন ?

আচ্ছা এ টাকা দিয়ে কি কেনা হয় ? বিদেশী পণ্য ? না। এটাকা দিয়ে কেনা হয় তাতের শাড়ি, দেশী সাবান, দেশী প্রসাধনী, দেশী স্যান্ডেল, দেশের মোটা চাল, দেশী লবন, স্থানীয় কৃষকের ফল, ফসল আর গ্রাম্য জেলের মাছ। ঢাকা থেকে পাঠানো ৫হাজার ৪০ কোটি টাকার পুরোটাই পাচ্ছে দেশীয় শিল্প এবং স্থানীয় কৃষক ও গ্রামের ব্যবসায়ীরা। গ্রামীণ অর্থনীতিতে এ টাকার অবদান ১০০% । অর্থনীতির এ চক্রটা আমার দেখানো হিসেবের থেকেও অনেক বড় ও ডায়ভাসিফাইড। অতএব, বিষয়টা মাথায় রাখতে হবে রিক্সা শুধু রিক্সা না; এটা গ্রামীণ অর্থনীতির চাকা। ৬৮ হাজার গ্রাম বাচলে বাচঁবে দেশ…আমি শুধু সংক্ষেপে একটি দিক তুলে ধরলাম…
তাই আধুনিক ঢাকা করার জন্য রিকশা চালকদের বিকল্প রাস্তা/ব্যাবস্থা করে দেয়ার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি…ধন্যবাদ