নিখোঁজ নয় প্রেমিকের সাথে পালিয়েছে নিশু
- আপডেট সময় : ০৬:১৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০১৯ ৯৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক;
নগরীর চকবাজারে ভর্তি কোচিং করতে এসে তিন দিন আগে উধাও হয়ে যাওয়া তাহমিনা আক্তার নিশু ও তার প্রেমিককে আটক করেছে চকবাজার থানা পুলিশ । বুধবার (১০ জুলাই) প্রযুক্তির সহায়তায় রাজধানী ঢাকার কেরানীগঞ্জ এবং যাত্রাবাড়ি থেকে তাদের আটক করা হয়।
তাকে আটকের মাধ্যমে অবসান হলো গত তিনদিন ধরে সকল জল্পনা-কল্পনার। নিশু নিখোঁজ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাকে নিয়ে বেশ গুজব রটে। নিশু ও তার প্রেমিককে আটকের বিষয়টি চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন বাংলাধারাকে নিশ্চিত করেছেন।
ওসি বলেন, নিশুকে গত ৮ জুলাই রাত থেকেই চকবাজার থানা পুলিশ সন্ধান শুরু করেন। ৯ জুলাই পুলিশ নিশ্চিত হয় নিশু রাজধানী ঢাকায় অবস্থান করছে। সাথে সাথে পুলিশের একটি চৌকস দল রাজধানী চলে যায়। বুধবার (১০ জুলাই) প্রথম প্রহরেই , নিশু ও তার প্রেমিককে রাজধানী ঢাকার কেরানীগঞ্জ এবং যাত্রাবাড়ি থেকে আটক করেছে পুলিশ।
তিনি বলেন আমাদের পুলিশের বিশেষ দল আটকের পর তাদেরকে চট্টগ্রামে নিয়ে আসছেন। আমাদের টিম এখনো রাস্তায় আছেন। তারা আসলে আরও বিস্তারিত জানতে পারবেন। এদিকে, নগরীর মোহরা এলাকায় ছুরিকাঘাতে নিহত হওয়া রেখা নামে এক কিশোরীর ছবিকে নিশুর ছবি হিসেবে চালিয়ে দিয়ে গুজবও রটানো হয়।
আবার কেউ কেউ নিশুকে পদ্মার সেতুর গুজবের সাথে মিলিয়ে স্ট্যাটাসও দিয়েছেন। পুলিশ এসব গুজব রটিয়ে সরকার বিরোধী প্রচারণাকারীদের খুঁজছে। প্রসঙ্গত, তাহমিনা আক্তার নিশু প্রতিদিনের মতো গত ৮ জুলাই চকবাজারের একটি মেডিকেল ভর্তি কোচিং-এ আসে মায়ের সাথে। তার মা অভিভাবকদের অপেক্ষমান কক্ষে থাকলেও নিশু কোচিং থেকে মায়ের অগোচরে বেরিয়ে যায়।
পরে আত্মীয়-স্বজনদের বাসা বাড়িতে খুঁজে না পেয়ে ওই দিন রাতেই তার পিতা তোফায়েল আহমেদ চকবাজার থানায় সাধারণ ডায়েরি করেন