চলে গেলেন সাংবাদিক মুহাম্মদ জাহাঙ্গীর
- আপডেট সময় : ১১:০৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০১৯ ১৫১ বার পড়া হয়েছে
সকালের সংবাদ;
প্রখ্যাত সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর আর নেই। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে রাজধানীর আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
তিনি দীর্ঘদিন ধরে মাইলো ফাইব্রোসেস (রক্তের ক্যান্সার) আক্রান্ত ছিলেন। গত ৮ জুলাই বেলা ১১টার দিকে তাঁকে আসগর আলী হাসপাতালে লাইফ সার্পোট দেওয়া হয়।
মুহাম্মদ জাহাঙ্গীরের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাঁর ছেলে অর্পূব জাহাঙ্গীর। তিনি জানান, রাত হওয়ায় বাবার মরদেহ হিমঘরে রাখা হয়েছে।
আজ বুধবার সকালে তাঁর মরদেহ রাজধানীর শান্তি নগরের কুলসুম টাওয়ারের বাসায় নেওয়া হয়। সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
মুহাম্মদ জাহাঙ্গীর ১৯৭০ সালের প্রথম দিকে প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকতা শুরু করেন। পরে তিনি ইলেক্ট্রনিক মিডিয় যুক্ত হন। নাচের সংগঠন নৃত্যাঞ্চল ড্যান্স কোম্পানির সমন্বয়ক পাশাপাশি আর্ন্তজাতিক থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) বাংলাদেশ চ্যাপ্টারের নির্বাহী কমিটির সদস্য ছিলেন তিনি।