৮৩ বছরের বয়স্ক হতদরিদ্র কাজী মোকছদের জোটেনি বয়স্ক ভাতা!
- আপডেট সময় : ০৯:৩১:৪৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০১৯ ৮৬ বার পড়া হয়েছে
মোঃ ইউনুছ ভূঞাঁ সুজনঃ
একটি প্রচলিত নিয়ম রয়েছে যার নেই তাঁর কিছু নেই। কাজী মোকছদের রহমান তেমনি এক হতদরিদ্র গরিব অসহায় বৃদ্ধ যার উপার্জন করার অন্য কোন সদস্য নেই পরিবরে ৬ মেয়ের মধ্যে সমাজের সবার কাছ থেকে সহযোগিতা নিয়ে ৪মেয়েকে অনেক কষ্টে বিয়ে দিলেও বিবাহের বাকী রয়েছে ২টি মেয়ের। জীবনের শুরু থেকে শেষ লগ্নে এসেও রাষ্টীয় এতো সব সুযোগ-সুবিধা তাঁর কোপালে জুটেনি। তাঁর পরিবারের কাছে জানতে চাইলে যে ২নং মুন্সীর ইউনিয়ন থেকে কোন সুযোগ সুবিধা পান কিনা তাঁরা জানায় গত ঈদে ১০ কেজি চাউল ছাড়া তাদের ভাগ্যে কিছুই জোটেনী।। পানিনী কখনও বয়স্ক ভাতার কার্ড।
৮৩ বছর বয়সী বৃদ্ধ কাজী মোকছদের প্রশ্ন সরকার বয়স্ক ভাতার ব্যবস্থা চালু করলেও আমারে কি ওয়ার্ডের মেম্বার চেয়ারম্যান দেখেনা? আমি মারা গেলে কি তারা আমাদের বৃদ্ধ বলবে? এমন কথা বলেই বৃদ্ধ হাউ..মাউ করে কাঁন্না কাটি শুরু করেন তিনি। ইউনিয়ন, উপজেলা, জেলার জনপ্রতিনিধি ও উচ্চপদস্থ যে সমস্ত কর্মকর্তা রয়েছন তারা সঠিক ভাবে তাদের উপর সরকার কতৃক অর্পিত দায়িত্ব পালন করার মাধ্যমে মকছেদের মতো অসহায় বৃদ্ধ কর্মহীন মানুষদের কে বয়স্ক ভাতার কার্ড পেতে ভগান্তি পহাতে হবেনা।