সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে ১০৫ জনকে নিয়োগ
- আপডেট সময় : ০৮:৩৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০১৯ ১২২ বার পড়া হয়েছে
সকালের সংবাদ;
সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের জন্য ১০৫ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
রোববার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের উপ-সলিসিটর মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে ‘দ্য বাংলাদেশ ল অফিসার্স অর্ডার ১৯৭২-এর ৩ (১) অনুচ্ছেদ’ অনুযায়ী, সুপ্রিম কোর্টের ১০৫ জন আইনজীবীকে পুনরায় আদেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০১৭ সালের ১২ জুন নিয়োগ পাওয়া ২৭ জন এবং একই বছরের ১৯ অক্টোবর নিয়োগ পাওয়া ২৫ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদে বহাল থাকবেন। এবং পূর্বের সকল নিয়োগপ্রাপ্ত সহকারী অ্যাটর্নি জেনারেলগণের নিয়োগাদেশ বাতিল করা হলো।
ফলে আগের দুই দফার ২৭ ও ২৫ জন নিয়ে সহকারী অ্যাটর্নি জেনারেলের সংখ্যা দাঁড়াল ১৫৭ জনে।