সকালের সংবাদ ডেস্কঃ সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত বর্ণাঢ্য বিজয় উৎসবের উদ্বোধন আজ বৃহস্পতিবার। জাতীয় অধ্যাপক আনিসুজ্জমান, বিশিষ্ট সাংবাদিক কামাল লোহানী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম, লেখক-প্রত্নতত্ত্ববিদ ড. এনামুল হকসহ দেশের শিল্প-সাহিত্যকসহ বিভিন্ন ব্যক্তিবর্গ সম্মিলিতভাবে বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ বিজয় উৎসবের উদ্বোধন করবেন।
প্রতি বছরের মত এবারও ঢাকা মহানগর জুড়ে ৮টি মঞ্চে বিজয় উৎসবের আয়োজন করেছে সংগঠনটি। ১৯৯০ সাল থেকে নিরবিচ্ছিন্নভাবে আয়োজিত বিজয় উৎসব ২৯ বছরে পদার্পন করেছে। এ বছর দিবসটির মর্মবাণী ‘স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদের দিন শেষ, মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাবেই বাংলাদেশ’।
অনুষ্ঠানের শুরুতে ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মিনারের মূলবেদীতে পুষ্পার্ঘ্য নিবেদন, জাতীয় সঙ্গীত ও মুক্তিযুদ্ধের গান পরিবেশিত হবে।
এছাড়া আলোচনা সভা শেষে বিভিন্ন দল ও শিল্পীদের অংশগ্রহণে একক সঙ্গীত, দলীয় সঙ্গীত, একক আবৃতি ও পথনাটক পরিবেশিত হবে।