গৌরীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন পৌর মেয়র

- আপডেট সময় : ১১:২৯:০০ অপরাহ্ন, বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮ ৭১ বার পড়া হয়েছে

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুরে বুধবার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছেন পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম।
২০১৭ সনে দি চাইল্ড ব্লোজম কিন্ডার গার্টেনের প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ১৫ জন কৃতি শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেয়া হয়। এর আগে এ শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠের উদ্বোধন করেন পৌর মেয়র।
এ উপলক্ষে আয়োজিত অভিভাবক সমাবেশে সৈয়দ রফিকুল ইসলাম বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার একটি শিক্ষা বান্ধব সরকার। এ সরকারের আমলে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ের বিকল্প নেই।
দি চাইল্ড ব্লোজম কিন্ডার গার্টেনের অধ্যক্ষ আশরাফুন নাহারের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন স্কুলের পরিচালক মো. রায়হানুর রহমান খান, সহকারী শিক্ষক নিখিল রঞ্জন সরকার প্রমুখ। এতে স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকরা অংশগ্রহণ করেন।