সকালের সংবাদ; জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সহধর্মিনী, জতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা এবং দলের সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ সোমবার দুপুরে প্রায় এক ঘন্টা সিএমএইচে তার শয্যা পাশে কোরআন তিলাওয়াত করেছেন।
তিনি চিকিৎসকদের বরাত দিয়ে বলেছেন, এরশাদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। রওশন এরশাদ তার রোগমুক্তি ও সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করেছেন।