কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি:মৌলভীবাজারের শ্রীমঙ্গল বিএনপির নির্বাচনী সমাবেশে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হচ্ছে দলটির পক্ষ থেকে ৷এদিকে পুলিশ বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সজাগ রয়েছে। তাই এমন ঘটনা ঘটার কোন সুযোগ নেই।
বুধবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পূর্ব বিরাইমপুরে পূর্ব নির্ধারিত কর্মসূচীর অংশ হিসেবে নির্বাচনী সভার প্রাক্বালে এ ঘটনাটি ঘটে বলে জানায় স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। এ সমাবেশে উপস্থিত থাকার কথা ছিল মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান চৌধুরীর।
এ ব্যাপারে বিএনপির প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী জানান, শ্রীমঙ্গল পূর্ব বিরাইমপুরে ধানের শীষের নির্বাচনী সভায় আওয়ামী সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ হামলা চালায়, এসময় তারা সভার ষ্টেজ ও চেয়ার টেবিল ভাংচুর করে। পুলিশের সামনেই দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয় তারা। এ ঘটনায় আমার নেতাকর্মীরা শঙ্কিত৷
এদিকে সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সার্কেল আশরাফুজ্জামান জানান, ওরা (বিএনপি) আমাদের চিঠি দিয়েছিলো রাত সাড়ে সাতটায় সভা করবে বলে। কিন্তু তারা এর আগেই অভিযোগ করছেন কে বা কারা তাদের সমাবেশ স্থলে প্যান্ডেল ও চেয়ার ভাংচুর করেছে ৷
এ ধরনের কোন ঘটনা ঘটার সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না ঘটে সেদিকে আমাদের সার্বক্ষণিক নজর রয়েছে ৷আমাদের পর্যাপ্ত ফোর্স সেখানে মোতায়েন করা আছে এবং রাস্তায়ও আমরা টহল বৃদ্ধি করেছি ৷