৩৮ ইউনিয়ন পরিষদে ভোট হবে ইভিএমে
- আপডেট সময় : ০৪:২০:২৭ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০১৯ ৭২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ
একটি পৌরসভা ও ৩৮টি ইউনিয়ন পরিষদের সাধারণ এবং শূন্য ঘোষিত চেয়ারম্যান/সংরক্ষিত ওয়ার্ডের সদস্য/ সাধারণ ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচনে অনুষ্ঠিত হবে আগামী ২৫ জুলাই। এসব নির্বাচনের সবগুলো কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সূত্র জানায়, ২৭ জুন এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছেন নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভায় এ দিন ভোট হবে।
যে ৩৮টি ইউনিয়ন পরিষদে সাধারণ ও শূন্য পদে উপ-নির্বাচন হবে সেগুলো হলো- নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সনমান্দী ও আড়াইহাজারের বিশনন্দী, রাজশাহীর পুঠিয়া ও কিসমত গনকৈড়, রংপুরের সদ্যপুস্করণী ও দূর্গাপুর, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর, বগুড়ার কাহালু উপজেলার মুরইল ও শাজাহানপুরের খোট্টাপাড়া, জয়পুরহাট সদরের মোহাম্মদাবাদ, টাঙ্গাইলের সখিপুর উপজেলার বহেড়াতৈপ, নীলফামারীর ডিমলা উপজেলার ডিমলা, গাইবান্ধা সদরের দুড়দুড়িয়া, নওগাঁর রাণীনগর উপজেলার কাশিমপুর, পাবনা সদরের মালিগাছা, ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বাঁশাটি, নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার খালিয়াজুরী, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া, মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঘিওর, কিশোরগঞ্জ সদরের যশোদল, পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ও বগা, মাদারীপুরের কালকিনি উপজেলার বালিগ্রাম, খুলনার রূপসা উপজেলার শ্রীফলতলা, যশোরের চৌগাছা উপজেলার নারায়নপুর, নড়াইল সদরের মাইজপাড়া ও মুলিয়া, মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীপুর, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কুচাই, হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বানিয়াচং দক্ষিণ পশ্চিম, মৌলভীবাজার সদরের মোস্তফাপুর, চট্টগ্রামের মীরসরাই উপজেলার মিঠানালা এবং কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল।