ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শিক্ষক-শিক্ষার্থীদের উদ্বোধনী কাজে সর্বদা সাপোর্ট থাকবে; শাবি উপাচার্য Logo জবি শিক্ষককে হেনস্থা, গুরু পাপে লঘু দণ্ড Logo কুবিতে ত্রিমুখী সংঘর্ষ, মারধরের পাল্টাপাল্টি অভিযোগ Logo মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা আমাদের অঙ্গীকারঃ ড. তৌফিক রহমান চৌধুরী  Logo মেট্রোপলিটন ইউনিভার্সিটির নতুন বাসের উদ্বোধন Logo মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের ভূমিকা অগ্রগণ্য: ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক Logo মঙ্গল শোভাযাত্রা – তাসফিয়া ফারহানা ঐশী Logo সাস্টিয়ান ব্রাহ্মণবাড়িয়া এর ইফতার মাহফিল সম্পন্ন Logo কুবির চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার ও পূর্নমিলনী Logo অধ্যাপক জহীর উদ্দিন আহমেদের মায়ের মৃত্যুতে শাবির মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্ত চিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ পরিষদের শোক প্রকাশ




ময়মনসিংহে ছাত্রলীগের দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০১৯ ১১২ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি ময়মনসিংহ;  ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের পদবঞ্চিত নেতাকর্মীরা। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন কমিটির নেতাকর্মীরা জেলা সদর থেকে শোডাউন করে গৌরীপুর উপজেলা সদরে প্রবেশের সময় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ারও ঘটনা ঘটে।

ছাত্রলীগ নেতাকর্মীরা জানান, জেলা ছাত্রলীগের সভাপতি রকিবুল ইসলাম রকিব এবং সাধারণ সম্পাদক সরকার মো. সব্যসাচী স্বাক্ষরিত চিঠিতে আগামী এক বছরের জন্য উপজেলা ও পৌর কমিটি অনুমোদনের কথা জানানো হয়। নতুন কমিটিতে আল মুক্তাদির শাহীনকে উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং ইমতিয়াজ সুলতান জনিকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

একইসঙ্গে আল হোসাইনকে সভাপতি এবং মোফাজ্জল হোসেনকে সাধারণ সম্পাদক করে পৌর ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। দুই কমিটির নেতারাই আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদের অনুসারী বলে জানা গেছে।

এদিকে নতুন কমিটির নেতাদের উপজেলায় সদরে প্রবেশের খবরে বিক্ষুদ্ধরা সদ্য সাবেক কমিটির সভাপতি মিজানুর রহমানের নেতৃত্বে পদবঞ্চিতরা বিকেল থেকেই পৌর শহরের প্রধান সড়কে অবস্থান নেয়। এ সময় তারা নানা স্লোগান দিয়ে একটি মিছিল বের করে।

আর নতুন কমিটির পদধারী নেতারা উপজেলায় প্রবেশ করে স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে অবস্থান নিতে চাইলে দু’পক্ষের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে গৌরীপুর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি জানান, কমিটিতে পদ না পেয়ে মিজানদের মাথা খারাপ হয়ে গেছে। তারা গায়ের জোরে কমিটি বহাল করতে চেয়েছিল। সেটি না পেরে তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের অংশ হিসেবে অস্ত্র নিয়ে মিছিল করে।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

অপরদিকে নতুন কমিটির নেতারা গৌরীপুর উপজেলায় প্রবেশের সময় স্থানীয় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাফেজ আজিজুল ইসলামের মালিকানাধীন কলতাপাড়াস্থ সোয়াদ ফিলিং স্টেশনে বাকিতে তেল আনতে যায়। এ সময় পাম্পের কর্মচারীরা তাদের বাকিতে তেল না দেয়ায় তারা ক্ষুব্ধ হয়ে পেট্রলপাম্পে ভাংচুর চালায় বলে বিএনপি নেতা অভিযোগ করে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া জানান, কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে দু’পক্ষের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। তবে পেট্রোল পাম্প ভাংচুরের কোনো খবর তার জানা নেই বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




ময়মনসিংহে ছাত্রলীগের দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

আপডেট সময় : ১২:০৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০১৯

জেলা প্রতিনিধি ময়মনসিংহ;  ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের পদবঞ্চিত নেতাকর্মীরা। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন কমিটির নেতাকর্মীরা জেলা সদর থেকে শোডাউন করে গৌরীপুর উপজেলা সদরে প্রবেশের সময় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ারও ঘটনা ঘটে।

ছাত্রলীগ নেতাকর্মীরা জানান, জেলা ছাত্রলীগের সভাপতি রকিবুল ইসলাম রকিব এবং সাধারণ সম্পাদক সরকার মো. সব্যসাচী স্বাক্ষরিত চিঠিতে আগামী এক বছরের জন্য উপজেলা ও পৌর কমিটি অনুমোদনের কথা জানানো হয়। নতুন কমিটিতে আল মুক্তাদির শাহীনকে উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং ইমতিয়াজ সুলতান জনিকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

একইসঙ্গে আল হোসাইনকে সভাপতি এবং মোফাজ্জল হোসেনকে সাধারণ সম্পাদক করে পৌর ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। দুই কমিটির নেতারাই আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদের অনুসারী বলে জানা গেছে।

এদিকে নতুন কমিটির নেতাদের উপজেলায় সদরে প্রবেশের খবরে বিক্ষুদ্ধরা সদ্য সাবেক কমিটির সভাপতি মিজানুর রহমানের নেতৃত্বে পদবঞ্চিতরা বিকেল থেকেই পৌর শহরের প্রধান সড়কে অবস্থান নেয়। এ সময় তারা নানা স্লোগান দিয়ে একটি মিছিল বের করে।

আর নতুন কমিটির পদধারী নেতারা উপজেলায় প্রবেশ করে স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে অবস্থান নিতে চাইলে দু’পক্ষের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে গৌরীপুর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি জানান, কমিটিতে পদ না পেয়ে মিজানদের মাথা খারাপ হয়ে গেছে। তারা গায়ের জোরে কমিটি বহাল করতে চেয়েছিল। সেটি না পেরে তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের অংশ হিসেবে অস্ত্র নিয়ে মিছিল করে।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

অপরদিকে নতুন কমিটির নেতারা গৌরীপুর উপজেলায় প্রবেশের সময় স্থানীয় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাফেজ আজিজুল ইসলামের মালিকানাধীন কলতাপাড়াস্থ সোয়াদ ফিলিং স্টেশনে বাকিতে তেল আনতে যায়। এ সময় পাম্পের কর্মচারীরা তাদের বাকিতে তেল না দেয়ায় তারা ক্ষুব্ধ হয়ে পেট্রলপাম্পে ভাংচুর চালায় বলে বিএনপি নেতা অভিযোগ করে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া জানান, কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে দু’পক্ষের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। তবে পেট্রোল পাম্প ভাংচুরের কোনো খবর তার জানা নেই বলেও জানান তিনি।