ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মঙ্গল শোভাযাত্রা – তাসফিয়া ফারহানা ঐশী Logo সাস্টিয়ান ব্রাহ্মণবাড়িয়া এর ইফতার মাহফিল সম্পন্ন Logo কুবির চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার ও পূর্নমিলনী Logo অধ্যাপক জহীর উদ্দিন আহমেদের মায়ের মৃত্যুতে শাবির মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্ত চিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ পরিষদের শোক প্রকাশ Logo শাবির অধ্যাপক জহীর উদ্দিনের মায়ের মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ Logo বিশ কোটিতে গণপূর্তের প্রধান হওয়ার মিশনে ‘ছাত্রদল ক্যাডার প্রকৌশলী’! Logo দূর্নীতির রাক্ষস ফায়ার সার্ভিসের এডি আনোয়ার! Logo ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতি হওয়া শাহজালাল বিশ্ববিদ্যালয়ে অবকাঠামোর সংস্কার শুরু Logo বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির দাবিতে শাবিপ্রবি ছাত্রলীগের মানববন্ধন Logo কুবি উপাচার্যের বক্তব্যের প্রমাণ দিতে শিক্ষক সমিতির সাত দিনের আল্টিমেটাম




১৩ তম মণিপুরী আন্তঃ যুব ক্রীড়া প্রতিযোগীতার শুভ উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৯ ৯০ বার পড়া হয়েছে

সাহাবুদ্দিন, কমলগঞ্জ ( মৌলভীবাজার ) থেকেঃ আগামী কাল ২৫শে ফেব্রুয়ারী মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউপির কালারায় বিল গ্রামে বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সমিতি ঢালুয়া শাখার আয়োজনে বিকাল ০৩ ঘটিকায় মণিপুরী জনগোষ্ঠীর সর্ববৃহৎ ক্রীড়ানুষ্ঠান ১৩ তম মণিপুরী আন্তঃ যুব ক্রীড়া প্রতিযোগীতা ২০১৯ ইং এর শুভ উদ্বোধন অনুষ্ঠান।

জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির পতাকা সহ – অংশগ্রহণকারী বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ১৩ টি শাখা কমিটির পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য মৌলভীবাজার – ৪ ও সভাপতি – অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ,আলহাজ্ব ড. মোঃ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব আশেকুল হক ,মোহাম্মদ আরিফুর রহমান অফিসার ইনচার্জ , কমলগঞ্জ থানা ,মোঃ এম এ হান্নান ইসলামপুর ইউপি চেয়ারম্যান , নিখিল কুমার সিংহ সভাপতি যুব কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটি ,প্রতাপ চন্দ্র সিংহ সভাপতি মণিপুরী সমাজ কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটি ।

২৫ তারিখে শুরু হয়ে রাতদিন ব্যাপী খেলায় আয়োজনে রয়েছে ফুটবল , ভলিবল , ক্রিকেট , ব্যাডমিন্টন , দাবা , তীরন্দাজ ,৫০০ মিটার দৌড় , ম্যারাথন দৌড়।বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সমিতির ১৩ টি সাংগঠনিক শাখা , মাধবপুর , তিলকপুর , বালিগাঁও ,মাধবপুর – ১ ,তেতইগাঁও , গোলেরহাওর , বিষগাঁও চুনারুঘাট , বিছনাকান্দী গোয়াইনঘাট , মাঝেরগাঁও কম্পানীগঞ্জ , ধনীটিলা ছাতক সুনামগঞ্জ মাছিমপুর সিলেট ,স্বাগতিক ঢালুয়া শাখা । প্রতিটি দলের প্রায় শতাধিক খেলোয়ার , সাথে টিম ম্যানেজমেন্ট কমিটির সদস্য সহঃ হাজার হাজার দর্শকদের উপস্থিতিতে এই মহাক্রীড়ানুষ্ঠান হয়ে উঠে মণিপুরী জনগোষ্ঠীর এক মহামিলন মেলা । আয়োজক শাখার সাধারণ সম্পাদক রাজু সিংহ এই প্রতিবেদকের সাথে আলাপ কালে জানান যে এই মহাক্রীড়ানুষ্ঠান আয়োজনের সকল প্রস্তুতি শেষে পথে , ঢালুয়া শাখা একটি সুন্দর খেলার আয়োজন উপহার দেবার চেষ্টা করে চলেছে ও সবার সহযোগীতা কামনা করছি । দুরবর্তী খেলোয়াড় , টিম ম্যানেজমেন্টদের থাকা – খাওয়ার ব্যবস্থা করা হয়ে । কেন্দ্রীয় কমিটির সভাপতি নিখিল কুমার সিংহ জানান যুব কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটি সাধারণ সভায় অনুমোদন ক্রমে কোন শাখা কমিটি কোথায় খেলা আয়োজন করবে তা নির্ধারণ করা হয়। এটি মণিপুরীদের খেলার মহানুষ্ঠান যেখানে খেলোয়াড় ছাড়াও পুরো সমাজের সবার অংশগ্রহণ করে থাকেন । প্রতি দুবছর পর এই মণিপুরী গেইমন্স অনুষ্ঠিত হয় । আয়োজনের সুন্দর সমাপ্তির জন্য কেন্দ্রীয় কমিটি একটি মনিটরিং কমিটি সার্বক্ষণিক খেলা খেয়াল রাখেন। ইসলামপুর ইউপি চেয়ারম্যান মোঃ এম এ হান্নান বলেন মণিপুরী জনগোষ্ঠীর এখেলার আসর সুস্থ ও সুন্দর ভাবে সফল হোক , শুভকামনা জানাই ও আমার ইউপির পক্ষ থেকে সকল প্রকার সহযোগীতা থাকবে ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




১৩ তম মণিপুরী আন্তঃ যুব ক্রীড়া প্রতিযোগীতার শুভ উদ্বোধন

আপডেট সময় : ০৪:১৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৯

সাহাবুদ্দিন, কমলগঞ্জ ( মৌলভীবাজার ) থেকেঃ আগামী কাল ২৫শে ফেব্রুয়ারী মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউপির কালারায় বিল গ্রামে বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সমিতি ঢালুয়া শাখার আয়োজনে বিকাল ০৩ ঘটিকায় মণিপুরী জনগোষ্ঠীর সর্ববৃহৎ ক্রীড়ানুষ্ঠান ১৩ তম মণিপুরী আন্তঃ যুব ক্রীড়া প্রতিযোগীতা ২০১৯ ইং এর শুভ উদ্বোধন অনুষ্ঠান।

জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির পতাকা সহ – অংশগ্রহণকারী বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ১৩ টি শাখা কমিটির পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য মৌলভীবাজার – ৪ ও সভাপতি – অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ,আলহাজ্ব ড. মোঃ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব আশেকুল হক ,মোহাম্মদ আরিফুর রহমান অফিসার ইনচার্জ , কমলগঞ্জ থানা ,মোঃ এম এ হান্নান ইসলামপুর ইউপি চেয়ারম্যান , নিখিল কুমার সিংহ সভাপতি যুব কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটি ,প্রতাপ চন্দ্র সিংহ সভাপতি মণিপুরী সমাজ কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটি ।

২৫ তারিখে শুরু হয়ে রাতদিন ব্যাপী খেলায় আয়োজনে রয়েছে ফুটবল , ভলিবল , ক্রিকেট , ব্যাডমিন্টন , দাবা , তীরন্দাজ ,৫০০ মিটার দৌড় , ম্যারাথন দৌড়।বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সমিতির ১৩ টি সাংগঠনিক শাখা , মাধবপুর , তিলকপুর , বালিগাঁও ,মাধবপুর – ১ ,তেতইগাঁও , গোলেরহাওর , বিষগাঁও চুনারুঘাট , বিছনাকান্দী গোয়াইনঘাট , মাঝেরগাঁও কম্পানীগঞ্জ , ধনীটিলা ছাতক সুনামগঞ্জ মাছিমপুর সিলেট ,স্বাগতিক ঢালুয়া শাখা । প্রতিটি দলের প্রায় শতাধিক খেলোয়ার , সাথে টিম ম্যানেজমেন্ট কমিটির সদস্য সহঃ হাজার হাজার দর্শকদের উপস্থিতিতে এই মহাক্রীড়ানুষ্ঠান হয়ে উঠে মণিপুরী জনগোষ্ঠীর এক মহামিলন মেলা । আয়োজক শাখার সাধারণ সম্পাদক রাজু সিংহ এই প্রতিবেদকের সাথে আলাপ কালে জানান যে এই মহাক্রীড়ানুষ্ঠান আয়োজনের সকল প্রস্তুতি শেষে পথে , ঢালুয়া শাখা একটি সুন্দর খেলার আয়োজন উপহার দেবার চেষ্টা করে চলেছে ও সবার সহযোগীতা কামনা করছি । দুরবর্তী খেলোয়াড় , টিম ম্যানেজমেন্টদের থাকা – খাওয়ার ব্যবস্থা করা হয়ে । কেন্দ্রীয় কমিটির সভাপতি নিখিল কুমার সিংহ জানান যুব কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটি সাধারণ সভায় অনুমোদন ক্রমে কোন শাখা কমিটি কোথায় খেলা আয়োজন করবে তা নির্ধারণ করা হয়। এটি মণিপুরীদের খেলার মহানুষ্ঠান যেখানে খেলোয়াড় ছাড়াও পুরো সমাজের সবার অংশগ্রহণ করে থাকেন । প্রতি দুবছর পর এই মণিপুরী গেইমন্স অনুষ্ঠিত হয় । আয়োজনের সুন্দর সমাপ্তির জন্য কেন্দ্রীয় কমিটি একটি মনিটরিং কমিটি সার্বক্ষণিক খেলা খেয়াল রাখেন। ইসলামপুর ইউপি চেয়ারম্যান মোঃ এম এ হান্নান বলেন মণিপুরী জনগোষ্ঠীর এখেলার আসর সুস্থ ও সুন্দর ভাবে সফল হোক , শুভকামনা জানাই ও আমার ইউপির পক্ষ থেকে সকল প্রকার সহযোগীতা থাকবে ।