ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বুড়িচংয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা ইউএনও’র! Logo ইবি উপাচার্যকে ১০লাখ ঘুষ প্রস্তাব এক তরুনীর! Logo মামলায় জর্জরিত কুলাউড়ার ছাত্রদল নেতা মিতুল পালিয়ে আছেন প্রবাসে Logo ২৫ মার্চ গণহত্যা দিবসে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শাবি ছাত্রলীগের কার্যক্রম শুরু Logo থিয়েটার কুবির ইফতার মাহফিল Logo রাজধানীর শান্তিনগর বাজার নিয়ে শত কোটি টাকার লুটপাট Logo ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমানের মৃত্যুতে শাবি শিক্ষক সমিতির শোক Logo ঢাবি শিক্ষক ড. জিয়া রহমানের মৃত্যুতে শাবি উপাচার্যের শোক প্রকাশ Logo ময়মনসিংহ স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন সভাপতি সজীব, সম্পাদক আশিক Logo পুরান ঢাকায় জুতার কারখানার আগুন




শিক্ষকরা জাতির বিবেক ও শিক্ষার্থীদের অভিভাবক; ড. তৌফিক রহমান চৌধুরী

প্রতিনিধি, সিলেট
  • আপডেট সময় : ০৮:২১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩ ১৫৭ বার পড়া হয়েছে

 

 

শিক্ষকরা জাতির বিবেক ও শিক্ষার্থীদের অভিভাবক। মেট্রোপলিটন ইউনিভার্সিটি বরাবরই মানসম্পন্ন শিক্ষা প্রদানের ব্যাপারে সচেষ্ট। নিয়মিত শিক্ষক প্রশিক্ষণ আমাদের শিক্ষকদের দক্ষ করে তুলবে। নিয়মকানুনের প্রতি একজন শিক্ষকের শ্রদ্ধা, তাঁর নীতিনৈতিকতা, মূল্যবোধ, শিষ্টাচার, বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় তাঁর ধ্যানধারণা শিক্ষার্থীকে দারুণভাবে প্রভাবিত করে। দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত দিনব্যাপি শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব স্ট্রাস্টিজের চেয়ারম্যান বিশিষ্ঠ শিক্ষাবিদ ড. তৌফিক রহমান চৌধুরী এ কথা বলেন।

 

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রফেসর এম হাবিবুর রহমান হলে অনুষ্ঠিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব স্ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান তানভীর এম ও রহমান চৌধুরী। সমাপনি অনুষ্ঠানের শুরুতে মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব স্ট্রাস্টিজের চেয়ারম্যান বিশিষ্ঠ শিক্ষাবিদ ড. তৌফিক রহমান চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।

ড. তৌফিক রহমান চৌধুরী আরো বলেন, নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য ইউনিভার্সিটি আইকিউএসি বছরব্যাপী পরিকল্পনা হাতে নিয়ে এগোচ্ছে। শিক্ষকদের পেশাগত উৎকর্ষ সাধনে নানা পরিকল্পনা রয়েছে ইউনিভার্সিটির।

 

বিশেষ অতিথি মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব স্ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান তানভীর এম ও রহমান চৌধুরী বলেন, কোভিড অতিমারিকালে মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষকরা যে দায়িত্বশীলতা ও প্রতিশ্রুতিবদ্ধতার পরিচয় দিয়েছেন তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কৃতজ্ঞতাচিত্তে স্মরণ করে। যোগ্য ও গুনি শিক্ষকবৃন্দ হলেন আমাদের সম্পদ। যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের তৈরী করতে মেট্রোপলিটন ইউনিভার্সিটি এ ধরনের ওয়ার্কশপ, সেমিনার, সিম্পোজিয়াম নিয়মিতভাবে আয়োজন করবে। আমরা আলোকিত সমাজ গড়ার জন্য আলোকিত প্রজন্ম তৈরী করতে বদ্ধ পরিকর।

 

তিনি আরও বলেন, ‘শুরু থেকেই মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইকিউএসি শিক্ষা, পাঠদান ও শিক্ষকদের মানোন্নয়নে অনেক প্রশংসনীয় কাজ করে যাচ্ছে। শিক্ষক ওরিয়েন্টেশন, আনন্দদায়ক পাঠদানের কার্যকর পদ্ধতি, নীতিনৈতিকতা, গবেষণা পদ্ধতি ও অর্থায়ন, জার্নালে মৌলিক গবেষণাপত্র প্রকাশ, কর্মকর্তাদের জন্য ই-নথি ও অফিস ব্যবস্থাপনার মতো নানা প্রশিক্ষণ আয়োজন করার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই।’

 

সভাপতির বক্তব্যে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, ‘মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে মেট্রোপলিটন ইউনিভার্সিটি বদ্ধপরিকর। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়টিকে সেন্টার অব এক্সেলেন্সে পরিণত করতে সকল প্রচেষ্ঠা অব্যাহত রয়েছে। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের পেশাগত উৎকর্ষ সাধনে আইকিউএসসি নিয়মিতভাবে এ ধরনের ওয়ার্কশপ ও সেমিনারের আয়োজন করবে। শিক্ষার মানের সাথে মেট্রোপলিটন ইউনিভার্সিটি কোনো আপোস করবে না।‘

কর্মশালার শেষ পর্যায়ে ধন্যবাদ জ্ঞাপন করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির রেজিস্ট্রার তারেক ইসলাম। দিনব্যাপি শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানসহ বিভিন্ন বিভাগের সকল শিক্ষক উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ৯ টায় আইকিউএসিএ’র পরিচালক প্রফেসর ড. মোঃ তাহের বিল্লাল খলিফার উপস্থিতিতে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর শীব প্রসাদ সেন ও ট্রেজারার প্রফেসর ড. সুরেশ রঞ্জন বসাক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




শিক্ষকরা জাতির বিবেক ও শিক্ষার্থীদের অভিভাবক; ড. তৌফিক রহমান চৌধুরী

আপডেট সময় : ০৮:২১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩

 

 

শিক্ষকরা জাতির বিবেক ও শিক্ষার্থীদের অভিভাবক। মেট্রোপলিটন ইউনিভার্সিটি বরাবরই মানসম্পন্ন শিক্ষা প্রদানের ব্যাপারে সচেষ্ট। নিয়মিত শিক্ষক প্রশিক্ষণ আমাদের শিক্ষকদের দক্ষ করে তুলবে। নিয়মকানুনের প্রতি একজন শিক্ষকের শ্রদ্ধা, তাঁর নীতিনৈতিকতা, মূল্যবোধ, শিষ্টাচার, বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় তাঁর ধ্যানধারণা শিক্ষার্থীকে দারুণভাবে প্রভাবিত করে। দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত দিনব্যাপি শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব স্ট্রাস্টিজের চেয়ারম্যান বিশিষ্ঠ শিক্ষাবিদ ড. তৌফিক রহমান চৌধুরী এ কথা বলেন।

 

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রফেসর এম হাবিবুর রহমান হলে অনুষ্ঠিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব স্ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান তানভীর এম ও রহমান চৌধুরী। সমাপনি অনুষ্ঠানের শুরুতে মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব স্ট্রাস্টিজের চেয়ারম্যান বিশিষ্ঠ শিক্ষাবিদ ড. তৌফিক রহমান চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।

ড. তৌফিক রহমান চৌধুরী আরো বলেন, নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য ইউনিভার্সিটি আইকিউএসি বছরব্যাপী পরিকল্পনা হাতে নিয়ে এগোচ্ছে। শিক্ষকদের পেশাগত উৎকর্ষ সাধনে নানা পরিকল্পনা রয়েছে ইউনিভার্সিটির।

 

বিশেষ অতিথি মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব স্ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান তানভীর এম ও রহমান চৌধুরী বলেন, কোভিড অতিমারিকালে মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষকরা যে দায়িত্বশীলতা ও প্রতিশ্রুতিবদ্ধতার পরিচয় দিয়েছেন তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কৃতজ্ঞতাচিত্তে স্মরণ করে। যোগ্য ও গুনি শিক্ষকবৃন্দ হলেন আমাদের সম্পদ। যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের তৈরী করতে মেট্রোপলিটন ইউনিভার্সিটি এ ধরনের ওয়ার্কশপ, সেমিনার, সিম্পোজিয়াম নিয়মিতভাবে আয়োজন করবে। আমরা আলোকিত সমাজ গড়ার জন্য আলোকিত প্রজন্ম তৈরী করতে বদ্ধ পরিকর।

 

তিনি আরও বলেন, ‘শুরু থেকেই মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইকিউএসি শিক্ষা, পাঠদান ও শিক্ষকদের মানোন্নয়নে অনেক প্রশংসনীয় কাজ করে যাচ্ছে। শিক্ষক ওরিয়েন্টেশন, আনন্দদায়ক পাঠদানের কার্যকর পদ্ধতি, নীতিনৈতিকতা, গবেষণা পদ্ধতি ও অর্থায়ন, জার্নালে মৌলিক গবেষণাপত্র প্রকাশ, কর্মকর্তাদের জন্য ই-নথি ও অফিস ব্যবস্থাপনার মতো নানা প্রশিক্ষণ আয়োজন করার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই।’

 

সভাপতির বক্তব্যে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, ‘মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে মেট্রোপলিটন ইউনিভার্সিটি বদ্ধপরিকর। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়টিকে সেন্টার অব এক্সেলেন্সে পরিণত করতে সকল প্রচেষ্ঠা অব্যাহত রয়েছে। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের পেশাগত উৎকর্ষ সাধনে আইকিউএসসি নিয়মিতভাবে এ ধরনের ওয়ার্কশপ ও সেমিনারের আয়োজন করবে। শিক্ষার মানের সাথে মেট্রোপলিটন ইউনিভার্সিটি কোনো আপোস করবে না।‘

কর্মশালার শেষ পর্যায়ে ধন্যবাদ জ্ঞাপন করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির রেজিস্ট্রার তারেক ইসলাম। দিনব্যাপি শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানসহ বিভিন্ন বিভাগের সকল শিক্ষক উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ৯ টায় আইকিউএসিএ’র পরিচালক প্রফেসর ড. মোঃ তাহের বিল্লাল খলিফার উপস্থিতিতে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর শীব প্রসাদ সেন ও ট্রেজারার প্রফেসর ড. সুরেশ রঞ্জন বসাক।