ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মঙ্গল শোভাযাত্রা – তাসফিয়া ফারহানা ঐশী Logo সাস্টিয়ান ব্রাহ্মণবাড়িয়া এর ইফতার মাহফিল সম্পন্ন Logo কুবির চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার ও পূর্নমিলনী Logo অধ্যাপক জহীর উদ্দিন আহমেদের মায়ের মৃত্যুতে শাবির মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্ত চিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ পরিষদের শোক প্রকাশ Logo শাবির অধ্যাপক জহীর উদ্দিনের মায়ের মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ Logo বিশ কোটিতে গণপূর্তের প্রধান হওয়ার মিশনে ‘ছাত্রদল ক্যাডার প্রকৌশলী’! Logo দূর্নীতির রাক্ষস ফায়ার সার্ভিসের এডি আনোয়ার! Logo ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতি হওয়া শাহজালাল বিশ্ববিদ্যালয়ে অবকাঠামোর সংস্কার শুরু Logo বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির দাবিতে শাবিপ্রবি ছাত্রলীগের মানববন্ধন Logo কুবি উপাচার্যের বক্তব্যের প্রমাণ দিতে শিক্ষক সমিতির সাত দিনের আল্টিমেটাম




ভোটের আগে সীমান্তে অস্ত্রের ঝনঝনানি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৯ ডিসেম্বর ২০১৮ ১৬২ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর বিভিন্ন সীমান্ত দিয়ে অস্ত্রের চোরাচালান বেড়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে অস্ত্রের চাহিদা বেড়েছে। তাই চোরাপথে অবৈধ অস্ত্রের আমদানিও বেড়েছে। তবে অস্ত্রের চালান জব্দ করতে তারা তৎপর।

শুক্রবার ভোরে রাজশাহীর চারঘাট সীমান্ত থেকে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তার নাম সুজন আলী ওরফে জিল্লুর। চারঘাট উপজেলার টাঙ্গন এলাকা থেকে তাকে আটক করা হয়। জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালায়।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলি কোমরে গুঁজে নিয়ে যাচ্ছিলেন সুজন। তখন ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে। এ নিয়ে থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। সুজনের বাড়ি চারঘাটের কান্দিপাড়া গ্রামে। তার বাবার নাম মহসিন আলী। সুজন একজন অস্ত্র বিক্রেতা।

এর আগে গত বুধবার রাজশাহী মহানগরীর শালবাগান এলাকা থেকে একটি ওয়ান শুটারগানসহ আলম ওরফে কালু নামের এক ব্যক্তিকে আটক করা হয়। চন্দ্রিমা থানার পুলিশ তাকে আটক করে। এরও আগে গেল অক্টোবরে নগরীর সপুরা এলাকায় অভিযান চালিয়ে ছয়টি বিদেশি পিস্তল, নয়টি ম্যাগজিন ও ৭৫ রাউন্ড গুলিসহ ইমরান আলী নামের এক ব্যক্তিকে আটক করে র‌্যাব।

সেদিন র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুবুল আলম জানান, ভারত থেকে দুটি হাতবদলের পর আটক ইমরান অস্ত্রগুলো তার হাতে পান। আসন্ন সংসদ নির্বাচনে নাশকতা চালাতে অস্ত্রগুলো ঢাকার সেলিম হোসেন নামের আরেক ব্যবসায়ীর কাছে পৌঁছানোর দায়িত্ব ছিল তার। ইমরানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর ধোবড়াপাড়া গ্রামে।

এদিকে অস্ত্র ব্যবসায়ীরা প্রতিনিয়ত কৌশল পরিবর্তন করায় তাদের সঙ্গে পেরে ওঠা কঠিন হয়ে পড়ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। সম্প্রতি অভিযানে বিপুলসংখ্যক পিস্তল ও গুলিসহ বেশ কয়েকজন অস্ত্র ব্যবসায়ীকে আটকের পর জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে এমন তথ্য। এ অবস্থায় সীমান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি অবৈধ অস্ত্র চোরাচালান বন্ধে তৎপরতা বাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

কিন্তু সীমান্ত এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, দিনে সুনসান থাকলেও রাত হলেই সীমান্তে কাঁটাতারের বেড়া ঘিরে চোরাকারবারিদের তৎপরতা শুরু হচ্ছে। সীমান্তরক্ষীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশ করছে দেশে। এরপর রাজশাহীর খানপুর, খিদিরপুর, চর মাজারদিয়া ও আলাইপুর সীমান্ত পেরিয়ে ঢুকে পড়ে শহরে। জেলার চারঘাট, বাঘা ও গোদাগাড়ী সীমান্তেও সক্রিয় চোরাকারবারীরা। গোদাগাড়ী সংলগ্ন চাঁপাইনবাবগঞ্জ সদরের চর আলাতুলি, কোদালকাটি, বকচর এবং শিবগঞ্জ ও ভোলাহাটের বিভিন্ন সীমান্তেও চলছে তাদের তৎপরতা। তবে অস্ত্রের কিছু কিছু চালান জব্দ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর মধ্যে গত মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তারাপুর সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আসা তিনটি ওয়ানশুটার পিস্তল উদ্ধার করে বিজিবি। তবে এই অভিযানে কাউকে আটক করা যায়নি। গত ১৭ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত শুধু চাঁপাইনবাবগঞ্জেই ১৭টি আগ্নেয়াস্ত্র, ৫৯ রাউন্ড গুলি ও ১৭টি ম্যাগজিন উদ্ধার হয়। আলাদা আটটি অভিযানে এসব অস্ত্র উদ্ধার করে সীমান্তের এই নিরাপত্তা বাহিনী।

এদিকে গত ছয় মাসে র‌্যাব-৫ এর সদস্যরা ৪০টি আগ্নেয়াস্ত্র ও ৩০০ রাউন্ড গুলিসহ ৩৫ জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। আর রাজশাহী মহানগর ও জেলা পুলিশের অভিযানে ২৭টি পিস্তলসহ গ্রেপ্তার হয় অন্তত ২৩ জন। তারপরেও থেমে নেই অস্ত্রের আমদানি। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে একটি মহল এসব অস্ত্র কিনছে। সম্প্রতি গ্রেপ্তার হওয়া বেশ কয়েকজনের কাছ থেকে এমন চাঞ্চল্যকর তথ্য পায় র‌্যাব।

র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মাহাবুব আলম  বলেন, ‘বিভিন্ন আন্ডারগ্রাউন্ড পার্টি ও সন্ত্রাসী গোষ্ঠীর কাছে যারা অস্ত্র সরবরাহ করে, তাদের ওপর আমাদের কড়া নজরদারি আছে।’

একই কথা পুলিশও বলছে। এমন পরিস্থিতিতে সীমান্তবর্তী থানাগুলোতে তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন জেলা ও নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




ভোটের আগে সীমান্তে অস্ত্রের ঝনঝনানি

আপডেট সময় : ১০:২৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৯ ডিসেম্বর ২০১৮

 

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর বিভিন্ন সীমান্ত দিয়ে অস্ত্রের চোরাচালান বেড়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে অস্ত্রের চাহিদা বেড়েছে। তাই চোরাপথে অবৈধ অস্ত্রের আমদানিও বেড়েছে। তবে অস্ত্রের চালান জব্দ করতে তারা তৎপর।

শুক্রবার ভোরে রাজশাহীর চারঘাট সীমান্ত থেকে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তার নাম সুজন আলী ওরফে জিল্লুর। চারঘাট উপজেলার টাঙ্গন এলাকা থেকে তাকে আটক করা হয়। জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালায়।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলি কোমরে গুঁজে নিয়ে যাচ্ছিলেন সুজন। তখন ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে। এ নিয়ে থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। সুজনের বাড়ি চারঘাটের কান্দিপাড়া গ্রামে। তার বাবার নাম মহসিন আলী। সুজন একজন অস্ত্র বিক্রেতা।

এর আগে গত বুধবার রাজশাহী মহানগরীর শালবাগান এলাকা থেকে একটি ওয়ান শুটারগানসহ আলম ওরফে কালু নামের এক ব্যক্তিকে আটক করা হয়। চন্দ্রিমা থানার পুলিশ তাকে আটক করে। এরও আগে গেল অক্টোবরে নগরীর সপুরা এলাকায় অভিযান চালিয়ে ছয়টি বিদেশি পিস্তল, নয়টি ম্যাগজিন ও ৭৫ রাউন্ড গুলিসহ ইমরান আলী নামের এক ব্যক্তিকে আটক করে র‌্যাব।

সেদিন র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুবুল আলম জানান, ভারত থেকে দুটি হাতবদলের পর আটক ইমরান অস্ত্রগুলো তার হাতে পান। আসন্ন সংসদ নির্বাচনে নাশকতা চালাতে অস্ত্রগুলো ঢাকার সেলিম হোসেন নামের আরেক ব্যবসায়ীর কাছে পৌঁছানোর দায়িত্ব ছিল তার। ইমরানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর ধোবড়াপাড়া গ্রামে।

এদিকে অস্ত্র ব্যবসায়ীরা প্রতিনিয়ত কৌশল পরিবর্তন করায় তাদের সঙ্গে পেরে ওঠা কঠিন হয়ে পড়ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। সম্প্রতি অভিযানে বিপুলসংখ্যক পিস্তল ও গুলিসহ বেশ কয়েকজন অস্ত্র ব্যবসায়ীকে আটকের পর জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে এমন তথ্য। এ অবস্থায় সীমান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি অবৈধ অস্ত্র চোরাচালান বন্ধে তৎপরতা বাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

কিন্তু সীমান্ত এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, দিনে সুনসান থাকলেও রাত হলেই সীমান্তে কাঁটাতারের বেড়া ঘিরে চোরাকারবারিদের তৎপরতা শুরু হচ্ছে। সীমান্তরক্ষীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশ করছে দেশে। এরপর রাজশাহীর খানপুর, খিদিরপুর, চর মাজারদিয়া ও আলাইপুর সীমান্ত পেরিয়ে ঢুকে পড়ে শহরে। জেলার চারঘাট, বাঘা ও গোদাগাড়ী সীমান্তেও সক্রিয় চোরাকারবারীরা। গোদাগাড়ী সংলগ্ন চাঁপাইনবাবগঞ্জ সদরের চর আলাতুলি, কোদালকাটি, বকচর এবং শিবগঞ্জ ও ভোলাহাটের বিভিন্ন সীমান্তেও চলছে তাদের তৎপরতা। তবে অস্ত্রের কিছু কিছু চালান জব্দ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর মধ্যে গত মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তারাপুর সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আসা তিনটি ওয়ানশুটার পিস্তল উদ্ধার করে বিজিবি। তবে এই অভিযানে কাউকে আটক করা যায়নি। গত ১৭ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত শুধু চাঁপাইনবাবগঞ্জেই ১৭টি আগ্নেয়াস্ত্র, ৫৯ রাউন্ড গুলি ও ১৭টি ম্যাগজিন উদ্ধার হয়। আলাদা আটটি অভিযানে এসব অস্ত্র উদ্ধার করে সীমান্তের এই নিরাপত্তা বাহিনী।

এদিকে গত ছয় মাসে র‌্যাব-৫ এর সদস্যরা ৪০টি আগ্নেয়াস্ত্র ও ৩০০ রাউন্ড গুলিসহ ৩৫ জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। আর রাজশাহী মহানগর ও জেলা পুলিশের অভিযানে ২৭টি পিস্তলসহ গ্রেপ্তার হয় অন্তত ২৩ জন। তারপরেও থেমে নেই অস্ত্রের আমদানি। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে একটি মহল এসব অস্ত্র কিনছে। সম্প্রতি গ্রেপ্তার হওয়া বেশ কয়েকজনের কাছ থেকে এমন চাঞ্চল্যকর তথ্য পায় র‌্যাব।

র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মাহাবুব আলম  বলেন, ‘বিভিন্ন আন্ডারগ্রাউন্ড পার্টি ও সন্ত্রাসী গোষ্ঠীর কাছে যারা অস্ত্র সরবরাহ করে, তাদের ওপর আমাদের কড়া নজরদারি আছে।’

একই কথা পুলিশও বলছে। এমন পরিস্থিতিতে সীমান্তবর্তী থানাগুলোতে তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন জেলা ও নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।