ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মঙ্গল শোভাযাত্রা – তাসফিয়া ফারহানা ঐশী Logo সাস্টিয়ান ব্রাহ্মণবাড়িয়া এর ইফতার মাহফিল সম্পন্ন Logo কুবির চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার ও পূর্নমিলনী Logo অধ্যাপক জহীর উদ্দিন আহমেদের মায়ের মৃত্যুতে শাবির মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্ত চিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ পরিষদের শোক প্রকাশ Logo শাবির অধ্যাপক জহীর উদ্দিনের মায়ের মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ Logo বিশ কোটিতে গণপূর্তের প্রধান হওয়ার মিশনে ‘ছাত্রদল ক্যাডার প্রকৌশলী’! Logo দূর্নীতির রাক্ষস ফায়ার সার্ভিসের এডি আনোয়ার! Logo ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতি হওয়া শাহজালাল বিশ্ববিদ্যালয়ে অবকাঠামোর সংস্কার শুরু Logo বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির দাবিতে শাবিপ্রবি ছাত্রলীগের মানববন্ধন Logo কুবি উপাচার্যের বক্তব্যের প্রমাণ দিতে শিক্ষক সমিতির সাত দিনের আল্টিমেটাম




বাংলাদেশে নতুন ধরার প্লাটফর্ম ‘এমএসবি একাডেমী’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০ ৩২৯ বার পড়া হয়েছে

এ আলম শুভঃ বাংলাদেশের একজন মেধাবী ইউটিউবার মাসুক সরকার বাতিস্তা। আহসানউল্লাহ ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং-এ লেখা পড়া করেছে। ইঞ্জিনিয়ারিং পড়ালেখার সময় তথ্য প্রযুক্তির বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করেছেন তিনি। অ্যাপ ডেভেলপমেন্ট থেকে ওয়েব ডেভেলপমেন্ট, মার্কেটিং সব কিছুতেই ভালো দক্ষতা আছে তার । এমনকি Microsoft Bangladesh থেকে বাংলাদেশের মধ্যে সেরা ১০ এর ভিতর নির্বাচিত হয়েছিলো ২০১৪ সালে। এমনকি ১ লাখ টাকা পুরুষ্কারও পায় সেই সময়ে Microsoft Bangladesh থেকে। পড়ালেখা শেষে তার চিন্তা ভাবনা ছিল শুরু থেকেই একটু ভিন্ন আর তখন চাকরীতে না ঢুকে বিভিন্ন স্কিল Word এর সেরা অনলাইন প্লাটফরম Udemy এবং SkillShare প্লাটফরমগুলাতে বিভিন্ন স্কিল উপর কোর্স বানানোর মাধ্যমে শেয়ার করতে থাকে এবং সেখানে বেস্টসেলিং ইন্সট্রাক্টর হয়ে যায়। তাদের আন্ডারে গ্লোবালি এখন ৭০,০০০ এরও বেশি স্টুডেন্ট আছে।

বিভিন্ন মার্কেটপ্লেসে কাজের পাশাপাশি আর অনলাইনে গ্লোবালি টিচিং দেয়ার সময়, বাংলাদেশের অনেকেই তাকে রিকুয়েস্ট করা শুরু করল, যাতে বাংলাদেশে Udemy এর মতো একটা প্লাটফর্ম বানাতে , যাতে করে বাংলা ভাষায় স্টুডেন্টরা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ পেতে পারে। আর তারই ধারাবাহিকতায় তৈরি করেছে মাসুক ও তার টিম MSB Academy প্লাটফর্ম।

এই MSB Academy প্লাটফরম এর বয়স মাত্র ১ বছর ৬ মাস। কিন্তু এই অল্প সময়ে তারা হাজার হাজার স্টুডেন্টদের ভালবাসা এবং ভালো ভালো ফিডব্যাক পেয়েছে। এই MSB Academy প্লাটফর্ম অনেকের মতে বাংলাদেশের সেরা অনলাইন এডুকেশন প্লাটফর্ম। আর এর মূল কারণ হচ্ছে তাদের প্রতিটা কোর্স খুবই মানসম্পন্ন। যে যেই বিষয়ে শিখতে চায় সেই বিষয়ের কোর্স কমপ্লিট করলে সেই বিষয়ে স্টুডেন্টরা একদম এক্সপার্ট হয়ে যায়, আর এই প্লাটফরমের ইন্সট্রাক্টররা কোর্সের প্রাইভেট ফোরামে সব সময় স্টুডেন্টদের সাপোর্ট দেয়। এর কারনেই সল্প সময়ে তারা এতো বেশি এগোতে পেরেছে ।

করোনার এই মুহূর্তে এমএসবি একাডেমি ( MSB Academy) টিম এর পক্ষ থেকে একটা পেইড কোর্স সম্পূর্ণ ফ্রি করে দেয়া হয় এবং ৩০০০ এরও বেশি বাংলাদেশী স্টুডেন্ট ফ্রিতে সেই পেইড কোর্সে অংশগ্রহণ করে। বর্তমানে তার ইউটিউবে নিয়মিত শিক্ষামূলক ভিডিও আপলোড করছে ফ্রিতে ভালো কিছু বাংলাদেশের মানুষকে শিখানোর জন্য।সবার সাপোর্টে মাত্র ২ বছরে ৭৬ হাজার সাবস্ক্রাইবারের মাইলফলক ছুঁয়েছে ।

এই বিষয়ে জানতে চাইলে জানান- ইউটিউবের মাধ্যমে আমি ভালো একটা স্থান তৈরী করতে চাই যেখানে স্টুডেন্টরা সবচেয়ে বেশি উপকৃত হবে৷ আমার প্ল্যান আছে ইউটিউবে আরও ভালো ভালো কন্টেন্ট আপলোড করা যাতে করে সবাই ফ্রিতেই বাংলায় আন্তর্জাতিক মানের শিক্ষা পেতে পারে।

বাংলাদেশে ইউটিউবারের সংখ্যা অনেক তবে ভালো মন মানসিকতা নিয়ে ক’জনই বা কাজ করছে৷ ভালো কাজের মাধ্যমে দেশের জন্য কিছু করতে চাওয়া একজন হলো মাসুক সরকার বাতিস্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




বাংলাদেশে নতুন ধরার প্লাটফর্ম ‘এমএসবি একাডেমী’

আপডেট সময় : ০৩:০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০

এ আলম শুভঃ বাংলাদেশের একজন মেধাবী ইউটিউবার মাসুক সরকার বাতিস্তা। আহসানউল্লাহ ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং-এ লেখা পড়া করেছে। ইঞ্জিনিয়ারিং পড়ালেখার সময় তথ্য প্রযুক্তির বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করেছেন তিনি। অ্যাপ ডেভেলপমেন্ট থেকে ওয়েব ডেভেলপমেন্ট, মার্কেটিং সব কিছুতেই ভালো দক্ষতা আছে তার । এমনকি Microsoft Bangladesh থেকে বাংলাদেশের মধ্যে সেরা ১০ এর ভিতর নির্বাচিত হয়েছিলো ২০১৪ সালে। এমনকি ১ লাখ টাকা পুরুষ্কারও পায় সেই সময়ে Microsoft Bangladesh থেকে। পড়ালেখা শেষে তার চিন্তা ভাবনা ছিল শুরু থেকেই একটু ভিন্ন আর তখন চাকরীতে না ঢুকে বিভিন্ন স্কিল Word এর সেরা অনলাইন প্লাটফরম Udemy এবং SkillShare প্লাটফরমগুলাতে বিভিন্ন স্কিল উপর কোর্স বানানোর মাধ্যমে শেয়ার করতে থাকে এবং সেখানে বেস্টসেলিং ইন্সট্রাক্টর হয়ে যায়। তাদের আন্ডারে গ্লোবালি এখন ৭০,০০০ এরও বেশি স্টুডেন্ট আছে।

বিভিন্ন মার্কেটপ্লেসে কাজের পাশাপাশি আর অনলাইনে গ্লোবালি টিচিং দেয়ার সময়, বাংলাদেশের অনেকেই তাকে রিকুয়েস্ট করা শুরু করল, যাতে বাংলাদেশে Udemy এর মতো একটা প্লাটফর্ম বানাতে , যাতে করে বাংলা ভাষায় স্টুডেন্টরা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ পেতে পারে। আর তারই ধারাবাহিকতায় তৈরি করেছে মাসুক ও তার টিম MSB Academy প্লাটফর্ম।

এই MSB Academy প্লাটফরম এর বয়স মাত্র ১ বছর ৬ মাস। কিন্তু এই অল্প সময়ে তারা হাজার হাজার স্টুডেন্টদের ভালবাসা এবং ভালো ভালো ফিডব্যাক পেয়েছে। এই MSB Academy প্লাটফর্ম অনেকের মতে বাংলাদেশের সেরা অনলাইন এডুকেশন প্লাটফর্ম। আর এর মূল কারণ হচ্ছে তাদের প্রতিটা কোর্স খুবই মানসম্পন্ন। যে যেই বিষয়ে শিখতে চায় সেই বিষয়ের কোর্স কমপ্লিট করলে সেই বিষয়ে স্টুডেন্টরা একদম এক্সপার্ট হয়ে যায়, আর এই প্লাটফরমের ইন্সট্রাক্টররা কোর্সের প্রাইভেট ফোরামে সব সময় স্টুডেন্টদের সাপোর্ট দেয়। এর কারনেই সল্প সময়ে তারা এতো বেশি এগোতে পেরেছে ।

করোনার এই মুহূর্তে এমএসবি একাডেমি ( MSB Academy) টিম এর পক্ষ থেকে একটা পেইড কোর্স সম্পূর্ণ ফ্রি করে দেয়া হয় এবং ৩০০০ এরও বেশি বাংলাদেশী স্টুডেন্ট ফ্রিতে সেই পেইড কোর্সে অংশগ্রহণ করে। বর্তমানে তার ইউটিউবে নিয়মিত শিক্ষামূলক ভিডিও আপলোড করছে ফ্রিতে ভালো কিছু বাংলাদেশের মানুষকে শিখানোর জন্য।সবার সাপোর্টে মাত্র ২ বছরে ৭৬ হাজার সাবস্ক্রাইবারের মাইলফলক ছুঁয়েছে ।

এই বিষয়ে জানতে চাইলে জানান- ইউটিউবের মাধ্যমে আমি ভালো একটা স্থান তৈরী করতে চাই যেখানে স্টুডেন্টরা সবচেয়ে বেশি উপকৃত হবে৷ আমার প্ল্যান আছে ইউটিউবে আরও ভালো ভালো কন্টেন্ট আপলোড করা যাতে করে সবাই ফ্রিতেই বাংলায় আন্তর্জাতিক মানের শিক্ষা পেতে পারে।

বাংলাদেশে ইউটিউবারের সংখ্যা অনেক তবে ভালো মন মানসিকতা নিয়ে ক’জনই বা কাজ করছে৷ ভালো কাজের মাধ্যমে দেশের জন্য কিছু করতে চাওয়া একজন হলো মাসুক সরকার বাতিস্তা।