ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মঙ্গল শোভাযাত্রা – তাসফিয়া ফারহানা ঐশী Logo সাস্টিয়ান ব্রাহ্মণবাড়িয়া এর ইফতার মাহফিল সম্পন্ন Logo কুবির চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার ও পূর্নমিলনী Logo অধ্যাপক জহীর উদ্দিন আহমেদের মায়ের মৃত্যুতে শাবির মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্ত চিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ পরিষদের শোক প্রকাশ Logo শাবির অধ্যাপক জহীর উদ্দিনের মায়ের মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ Logo বিশ কোটিতে গণপূর্তের প্রধান হওয়ার মিশনে ‘ছাত্রদল ক্যাডার প্রকৌশলী’! Logo দূর্নীতির রাক্ষস ফায়ার সার্ভিসের এডি আনোয়ার! Logo ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতি হওয়া শাহজালাল বিশ্ববিদ্যালয়ে অবকাঠামোর সংস্কার শুরু Logo বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির দাবিতে শাবিপ্রবি ছাত্রলীগের মানববন্ধন Logo কুবি উপাচার্যের বক্তব্যের প্রমাণ দিতে শিক্ষক সমিতির সাত দিনের আল্টিমেটাম




আসো আরও একবার পাল্টাই- মেহেদী হাসান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০ ২০৪ বার পড়া হয়েছে

এই দু’চার দিনেই বুঝে গেছি মুক্ত বাতাসের কি গুরুত্ব আর পৃথিবীর মায়া কি জিনিস। কোথাও হঠাৎ এক অদ্ভুত বন্দিদশা ভর করেছে চিন্তাজগতে, কেন যেন পজেটিভ কিছু মাথায়ই আসে না, সেটা হোক স্মৃতিতে বা ভবিষ্যৎ ভাবনায়। কিসের যেন একটা স্থবিরতা পুরো মগজে আর শিরায়। চিরায়ত গতি নেই কোনো সম্পর্কেও।ছন্দপতন হয়েছে অর্থনীতিতে, এমনকি ছেদ পরেছে ঘুমেও। কোথাও থেকে একটা শ্রুতিমধুর খবরও আসেনা, এমনকি লাউডে একটা গান শোনা যায় নি অনেকদিন। অনাহার, অর্ধাহার আর জরাজীর্ণ সব ভিডিও টাইমলাইন জুড়ে। পৃথিবীময় সব মৃত্যু আর সীমাহীন লাশের সমাহার। ইদানিং কেউ আর রিয়াল -বার্সার গোলের স্কোর দেখেনা, ম্যাপে ক্লিক করে সর্বাধিক মৃত্যুর রেকর্ড গোনে। খুব সচেতনতার বানী আওড়ানোর প্রতিযোগিতা চলে সবদিকে, কথা একটাই মৃত্যু আসেছে ধেয়ে, ভাগো, নিজের মায়ায় কত কিছুই না তুচ্ছতায় ঢেকে গেল। ঘরের খিড়কিতেও লেগেছে মাকড়সার জাল, মানুষের হৃদয়েরটানে আর সুর বাজেনা।চারিদিকে আধো আস্ফালন, কার থেকে কে বেশী সচেতন আর সুরক্ষিত।
তবুও অদেখা সকালে আজকের সূর্যও জানান দিয়েছে আরেকটি নতুন দিন, অস্তাচলগামী হয়েছে আগের নিয়মে, শুধু আবীরের লাল রং চোখে পরেনি বহু মানবের, কোথাও রাতের পোকাগুলো জেগে উঠেছে আর কোথাও খালি পাতিলে চলে আরেকটা দিন দেখার সংগ্রাম।
শুধু আমাতেই নেই ঐ ভয়, ঐ শংকা। কেন যেন বারবার মনে বলে, বেচে থাকা মানেই তো শারীরিক উপস্থিতি নয়, কর্মেই বেচে রবো হয়তো তোমার শরীরে, তোমাদের আত্মায় অথবা একান্তেই অশরীরিণী কোনো বালুকাবেলায়।
আসো আরো একবার পাল্টাই।

লেখক: মেহেদি হাসান। তরুণ উদ্যোক্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




আসো আরও একবার পাল্টাই- মেহেদী হাসান

আপডেট সময় : ০৯:২৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০

এই দু’চার দিনেই বুঝে গেছি মুক্ত বাতাসের কি গুরুত্ব আর পৃথিবীর মায়া কি জিনিস। কোথাও হঠাৎ এক অদ্ভুত বন্দিদশা ভর করেছে চিন্তাজগতে, কেন যেন পজেটিভ কিছু মাথায়ই আসে না, সেটা হোক স্মৃতিতে বা ভবিষ্যৎ ভাবনায়। কিসের যেন একটা স্থবিরতা পুরো মগজে আর শিরায়। চিরায়ত গতি নেই কোনো সম্পর্কেও।ছন্দপতন হয়েছে অর্থনীতিতে, এমনকি ছেদ পরেছে ঘুমেও। কোথাও থেকে একটা শ্রুতিমধুর খবরও আসেনা, এমনকি লাউডে একটা গান শোনা যায় নি অনেকদিন। অনাহার, অর্ধাহার আর জরাজীর্ণ সব ভিডিও টাইমলাইন জুড়ে। পৃথিবীময় সব মৃত্যু আর সীমাহীন লাশের সমাহার। ইদানিং কেউ আর রিয়াল -বার্সার গোলের স্কোর দেখেনা, ম্যাপে ক্লিক করে সর্বাধিক মৃত্যুর রেকর্ড গোনে। খুব সচেতনতার বানী আওড়ানোর প্রতিযোগিতা চলে সবদিকে, কথা একটাই মৃত্যু আসেছে ধেয়ে, ভাগো, নিজের মায়ায় কত কিছুই না তুচ্ছতায় ঢেকে গেল। ঘরের খিড়কিতেও লেগেছে মাকড়সার জাল, মানুষের হৃদয়েরটানে আর সুর বাজেনা।চারিদিকে আধো আস্ফালন, কার থেকে কে বেশী সচেতন আর সুরক্ষিত।
তবুও অদেখা সকালে আজকের সূর্যও জানান দিয়েছে আরেকটি নতুন দিন, অস্তাচলগামী হয়েছে আগের নিয়মে, শুধু আবীরের লাল রং চোখে পরেনি বহু মানবের, কোথাও রাতের পোকাগুলো জেগে উঠেছে আর কোথাও খালি পাতিলে চলে আরেকটা দিন দেখার সংগ্রাম।
শুধু আমাতেই নেই ঐ ভয়, ঐ শংকা। কেন যেন বারবার মনে বলে, বেচে থাকা মানেই তো শারীরিক উপস্থিতি নয়, কর্মেই বেচে রবো হয়তো তোমার শরীরে, তোমাদের আত্মায় অথবা একান্তেই অশরীরিণী কোনো বালুকাবেলায়।
আসো আরো একবার পাল্টাই।

লেখক: মেহেদি হাসান। তরুণ উদ্যোক্তা।