ঢাকা ০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা আমাদের অঙ্গীকারঃ ড. তৌফিক রহমান চৌধুরী  Logo মেট্রোপলিটন ইউনিভার্সিটির নতুন বাসের উদ্বোধন Logo মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের ভূমিকা অগ্রগণ্য: ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক Logo মঙ্গল শোভাযাত্রা – তাসফিয়া ফারহানা ঐশী Logo সাস্টিয়ান ব্রাহ্মণবাড়িয়া এর ইফতার মাহফিল সম্পন্ন Logo কুবির চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার ও পূর্নমিলনী Logo অধ্যাপক জহীর উদ্দিন আহমেদের মায়ের মৃত্যুতে শাবির মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্ত চিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ পরিষদের শোক প্রকাশ Logo শাবির অধ্যাপক জহীর উদ্দিনের মায়ের মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ Logo বিশ কোটিতে গণপূর্তের প্রধান হওয়ার মিশনে ‘ছাত্রদল ক্যাডার প্রকৌশলী’! Logo দূর্নীতির রাক্ষস ফায়ার সার্ভিসের এডি আনোয়ার!




সৌরভকে বোর্ডের সভাপতি পদ থেকে সরানো নিয়ে মামলা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩৮:২৬ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২ ২০১ বার পড়া হয়েছে

ভারতীয় ক্রিকেট বোর্ডে (বিসিসিআই) সৌরভ গাঙ্গুলি অধ্যায় শেষ হয়ে শুরু হয়েছে রজার বিনির সময়। সুযোগ না দেওয়ায় পরবর্তী ৩ বছরের জন্য আর সভাপতির পদে বহাল থাকতে পারেননি সৌরভ। অথচ সচিব পদে ঠিকই থেকে গেলেন জয় শাহ।

বিষয়টিকে সামনে এনে এবার ভারতের আদালতে মামলা করেছেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। সৌরভকে বিসিসিআই থেকে বেআইনিভাবে সরিয়ে দেওয়া হয়েছে— অভিযোগ তুলেছেন এ আইনজীবী।

পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টে শুক্রবার জনস্বার্থ মামলাটি করা হয়েছে। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলাটি দায়ের করা হয়।

রমাপ্রসাদ সরকারের দাবি, ‘বিসিসিআইয়ের সভাপতি এবং সচিব পদে নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় রয়েছে। সৌরভকে বাদ দেওয়ার ক্ষেত্রে সেই রায় ঠিক মতো মানা হয়নি। জয় শাহ যদি ফের বোর্ডে থাকতে পারেন, তবে সৌরভ নয় কেন?

রাজনৈতিক কারণে সভাপতি পদ থেকে বাদ দেওয়া হয়েছে সৌরভকে এমনটাই অভিযোগ রমাপ্রসাদের।

ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ বলছে, রাজ্য সংস্থায় ৬ বছর এবং বোর্ডে ৬ বছর দায়িত্বে থাকতে পারবেন একজন কর্মকর্তা। সেই অনুযায়ী, সৌরভের কাছে আরও তিন বছর সময় ছিল বোর্ডের সভাপতি থাকার। কিন্তু জয় শাহ সচিব পদে থেকে গেলেও সৌরভকে রাখা হয়নি।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবর, বিসিসিআই থেকে সরে যেতে বাধ্যই হয়েছিলেন সৌরভ। এমন কী আইসিসিতেও তার নাম পাঠানোর বিষয়ে রাজি হয়নি বোর্ড।

সব রাস্তা বন্ধ হওয়ার পর সৌরভ জানিয়েছিলেন, ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি পদের জন্য তিনি নির্বাচনে লড়বেন। কিন্তু এবার নির্বাচনই হয়নি। তাই সৌরভ নিজের মনোনয়ন জমা দেননি। সৌরভ সিএবি প্রেসিডেন্ট পদে না দাঁড়ানোয়, তার দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় প্রতিষ্ঠানের প্রধান হিসেবে নিযুক্ত হয়ে যান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




সৌরভকে বোর্ডের সভাপতি পদ থেকে সরানো নিয়ে মামলা

আপডেট সময় : ০৩:৩৮:২৬ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২

ভারতীয় ক্রিকেট বোর্ডে (বিসিসিআই) সৌরভ গাঙ্গুলি অধ্যায় শেষ হয়ে শুরু হয়েছে রজার বিনির সময়। সুযোগ না দেওয়ায় পরবর্তী ৩ বছরের জন্য আর সভাপতির পদে বহাল থাকতে পারেননি সৌরভ। অথচ সচিব পদে ঠিকই থেকে গেলেন জয় শাহ।

বিষয়টিকে সামনে এনে এবার ভারতের আদালতে মামলা করেছেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। সৌরভকে বিসিসিআই থেকে বেআইনিভাবে সরিয়ে দেওয়া হয়েছে— অভিযোগ তুলেছেন এ আইনজীবী।

পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টে শুক্রবার জনস্বার্থ মামলাটি করা হয়েছে। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলাটি দায়ের করা হয়।

রমাপ্রসাদ সরকারের দাবি, ‘বিসিসিআইয়ের সভাপতি এবং সচিব পদে নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় রয়েছে। সৌরভকে বাদ দেওয়ার ক্ষেত্রে সেই রায় ঠিক মতো মানা হয়নি। জয় শাহ যদি ফের বোর্ডে থাকতে পারেন, তবে সৌরভ নয় কেন?

রাজনৈতিক কারণে সভাপতি পদ থেকে বাদ দেওয়া হয়েছে সৌরভকে এমনটাই অভিযোগ রমাপ্রসাদের।

ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ বলছে, রাজ্য সংস্থায় ৬ বছর এবং বোর্ডে ৬ বছর দায়িত্বে থাকতে পারবেন একজন কর্মকর্তা। সেই অনুযায়ী, সৌরভের কাছে আরও তিন বছর সময় ছিল বোর্ডের সভাপতি থাকার। কিন্তু জয় শাহ সচিব পদে থেকে গেলেও সৌরভকে রাখা হয়নি।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবর, বিসিসিআই থেকে সরে যেতে বাধ্যই হয়েছিলেন সৌরভ। এমন কী আইসিসিতেও তার নাম পাঠানোর বিষয়ে রাজি হয়নি বোর্ড।

সব রাস্তা বন্ধ হওয়ার পর সৌরভ জানিয়েছিলেন, ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি পদের জন্য তিনি নির্বাচনে লড়বেন। কিন্তু এবার নির্বাচনই হয়নি। তাই সৌরভ নিজের মনোনয়ন জমা দেননি। সৌরভ সিএবি প্রেসিডেন্ট পদে না দাঁড়ানোয়, তার দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় প্রতিষ্ঠানের প্রধান হিসেবে নিযুক্ত হয়ে যান।