ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মঙ্গল শোভাযাত্রা – তাসফিয়া ফারহানা ঐশী Logo সাস্টিয়ান ব্রাহ্মণবাড়িয়া এর ইফতার মাহফিল সম্পন্ন Logo কুবির চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার ও পূর্নমিলনী Logo অধ্যাপক জহীর উদ্দিন আহমেদের মায়ের মৃত্যুতে শাবির মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্ত চিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ পরিষদের শোক প্রকাশ Logo শাবির অধ্যাপক জহীর উদ্দিনের মায়ের মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ Logo বিশ কোটিতে গণপূর্তের প্রধান হওয়ার মিশনে ‘ছাত্রদল ক্যাডার প্রকৌশলী’! Logo দূর্নীতির রাক্ষস ফায়ার সার্ভিসের এডি আনোয়ার! Logo ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতি হওয়া শাহজালাল বিশ্ববিদ্যালয়ে অবকাঠামোর সংস্কার শুরু Logo বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির দাবিতে শাবিপ্রবি ছাত্রলীগের মানববন্ধন Logo কুবি উপাচার্যের বক্তব্যের প্রমাণ দিতে শিক্ষক সমিতির সাত দিনের আল্টিমেটাম




বিশ্বকাপ মিশনে সুজনই টাইগারদের ম্যানেজার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪২:১৩ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০১৯ ১১৬ বার পড়া হয়েছে

বিশেষ সংবাদদাতা; দেখতে দেখতে সময় বয়ে যাচ্ছে। ক্যালেন্ডারের পাতা উল্টে হিসেব কষলে বিশ্বকাপ শুরুর বাকি আর দুই মাস। আর ১৫-১৬ দিন পরই দল ঘোষণা। কোন ১৫ সৌভাগ্যবান হবেন এবারের বিশ্বকাপে টিম বাংলাদেশের স্বপ্ন সারথী?

বাংলা নববর্ষের আনন্দমুখর সময়ের রেশ থাকতে থাকতেই হবে বিশ্বকাপের দল ঘোষণা। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জাগো নিউজের সাথে আলাপে বেশ কবারই বলেছেন, ২২ এপ্রিল যেহেতু প্র্যাকটিস শুরু, এর তিন-চার দিন আগেই আমরা দল চূড়ান্ত করে ফেলবো। কাজেই ধরেই নেয়া যায় ১৮ এপ্রিলের মধ্যে দল ঘোষণা। বিশ্বকাপের দলটি কেমন হবে, ক’জন ব্যাটসম্যান, ক’জন পেস বোলার, ক’জন স্পিনার এবং ব্যাকআপ উইকেট কিপার ক’জন? এসব জানতে উন্মুখ ভক্ত ও সমর্থকরা।

অবশ্য ১৫ জনের অন্তত ১৩ জন কারা? তা কম বেশী অনেকেরই জানা। দু’একটি পজিশনে ক্রিকেটার মনোনয়ন নিয়ে রয়েছে খানিক দ্বিধা। তবে ভিতরের খবর, দল গঠন ও ক্রিকেটার মনোনয়নের পাশাপাশি আরও একটি বিষয় নিয়ে খোদ বোর্ডের অভ্যন্তরেই আছে সংশয়। তাহ লো ম্যানেজার কে হবেন ?

বেশ দীর্ঘদিন ধরে বড় আসরে যিনি জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছেন, ২০১৫ সালে সর্বশেষ বিশ্বকাপেও যিনি ছিলেন ক্রিকেট ম্যানেজার- সেই খালেদ মাহমুদ সুজন এবারো দায়িত্বে থাকবেন? নাকি অন্য কেউ ম্যানেজার হবেন?

তা নিয়েই আছে সংশয়। এর আগে জাগো নিউজের সাথে আলাপে খালেদ মাহমুদ সুজন অপারগতা প্রকাশ করে বলেছিলেন, ‘আয়ারল্যান্ড সফর আর বিশ্বকাপ মিলে প্রায় আড়াই মাসের মত সময় বাইরে কাটানো কঠিন। কাজেই আমি বোধ হয় বিশ্বকাপে ম্যানেজারের দায়িত্ব পালন করবো না। ‘

খালেদ মাহমুদ সুজনের অমন বক্তব্যের পর মনে হচ্ছিলো, নিউজিল্যান্ড সফরে ম্যানেজারের দায়িত্ব পালন করা খালেদ মাসুদ পাইলটই বুঝি দায়িত্ব নেবেন। কিংবা ক্রিকেট অপারেশন্স কমিটি প্রধান আকরাম খানই হয়তো ম্যানেজার হয়ে যাবেন ইংল্যান্ডে।

তবে জাতীয় দল পরিচালনা, পরিচর্যা ও তত্ত্বাবধানসহ যাবতীয় অবকাঠামোগত এবং আনুসাঙ্গিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দায়িত্বে থাকা ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান অবশ্য বারবার বলেছেন, নাহ সুজনই ম্যানেজার।

কিন্তু তিনি তো না যাওয়ার কথা বলেছেন। যত বার আকরাম খানকে এমন কথা বলা হয়েছে, প্রতিবারই একটি উত্তর ঘুরে ফিরে এসেছে আকরামের মুখ থেকে, নাহ দেইখেন শেষ অবধি সুজনই ম্যানেজার হয়ে যাবে।

অবশেষে আজ সকাল গড়িয়ে দুপুর নামার আগে মিলেছে সেই কথার সত্যতা। এ প্রতিবেদকের সঙ্গে ব্যক্তিগত আলাপে খালেদ মাহমুদ সুজন অবশেষে স্বীকার করেছেন, হ্যাঁ, হয়ত আমাকেই ম্যানেজারের দায়িত্ব নিতে হবে।

সেটা যে বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন এবং শীর্ষ কর্তাদের ইচ্ছায়, তা বলতে ভোলেননি। আর তাই মুখে এমন কথা, হ্যাঁ, শেষ পর্যন্ত আমাকে দায়িত্ব নিতে হবে।

তাহলে আপনিই ম্যানেজার বিশ্বকাপে? সুজনের ছোট্ট জবাব, হ্যাঁ, আমিই হয়ত যাব। বোর্ডের ইচ্ছাতেই আমার সিদ্ধান্ত পাল্টাতে হচ্ছে। তবে আমি দায়িত্ব নিলেও শুধ্ইু বিশ্বকাপের সময়টুকু। আয়ারল্যান্ড সফরে যাবো না। আমি শুধু বিশ্বকাপ মিশনেই দলের সঙ্গে কাজ করবো। হয়তো ২৩ কিংবা ২৪ মে মানে আয়ারল্যান্ড থেকে জাতীয় দলের বহর ইংল্যান্ডে ফেরার পর দলের সাথে গিয়ে মিলবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




বিশ্বকাপ মিশনে সুজনই টাইগারদের ম্যানেজার!

আপডেট সময় : ০৪:৪২:১৩ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০১৯

বিশেষ সংবাদদাতা; দেখতে দেখতে সময় বয়ে যাচ্ছে। ক্যালেন্ডারের পাতা উল্টে হিসেব কষলে বিশ্বকাপ শুরুর বাকি আর দুই মাস। আর ১৫-১৬ দিন পরই দল ঘোষণা। কোন ১৫ সৌভাগ্যবান হবেন এবারের বিশ্বকাপে টিম বাংলাদেশের স্বপ্ন সারথী?

বাংলা নববর্ষের আনন্দমুখর সময়ের রেশ থাকতে থাকতেই হবে বিশ্বকাপের দল ঘোষণা। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জাগো নিউজের সাথে আলাপে বেশ কবারই বলেছেন, ২২ এপ্রিল যেহেতু প্র্যাকটিস শুরু, এর তিন-চার দিন আগেই আমরা দল চূড়ান্ত করে ফেলবো। কাজেই ধরেই নেয়া যায় ১৮ এপ্রিলের মধ্যে দল ঘোষণা। বিশ্বকাপের দলটি কেমন হবে, ক’জন ব্যাটসম্যান, ক’জন পেস বোলার, ক’জন স্পিনার এবং ব্যাকআপ উইকেট কিপার ক’জন? এসব জানতে উন্মুখ ভক্ত ও সমর্থকরা।

অবশ্য ১৫ জনের অন্তত ১৩ জন কারা? তা কম বেশী অনেকেরই জানা। দু’একটি পজিশনে ক্রিকেটার মনোনয়ন নিয়ে রয়েছে খানিক দ্বিধা। তবে ভিতরের খবর, দল গঠন ও ক্রিকেটার মনোনয়নের পাশাপাশি আরও একটি বিষয় নিয়ে খোদ বোর্ডের অভ্যন্তরেই আছে সংশয়। তাহ লো ম্যানেজার কে হবেন ?

বেশ দীর্ঘদিন ধরে বড় আসরে যিনি জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছেন, ২০১৫ সালে সর্বশেষ বিশ্বকাপেও যিনি ছিলেন ক্রিকেট ম্যানেজার- সেই খালেদ মাহমুদ সুজন এবারো দায়িত্বে থাকবেন? নাকি অন্য কেউ ম্যানেজার হবেন?

তা নিয়েই আছে সংশয়। এর আগে জাগো নিউজের সাথে আলাপে খালেদ মাহমুদ সুজন অপারগতা প্রকাশ করে বলেছিলেন, ‘আয়ারল্যান্ড সফর আর বিশ্বকাপ মিলে প্রায় আড়াই মাসের মত সময় বাইরে কাটানো কঠিন। কাজেই আমি বোধ হয় বিশ্বকাপে ম্যানেজারের দায়িত্ব পালন করবো না। ‘

খালেদ মাহমুদ সুজনের অমন বক্তব্যের পর মনে হচ্ছিলো, নিউজিল্যান্ড সফরে ম্যানেজারের দায়িত্ব পালন করা খালেদ মাসুদ পাইলটই বুঝি দায়িত্ব নেবেন। কিংবা ক্রিকেট অপারেশন্স কমিটি প্রধান আকরাম খানই হয়তো ম্যানেজার হয়ে যাবেন ইংল্যান্ডে।

তবে জাতীয় দল পরিচালনা, পরিচর্যা ও তত্ত্বাবধানসহ যাবতীয় অবকাঠামোগত এবং আনুসাঙ্গিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দায়িত্বে থাকা ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান অবশ্য বারবার বলেছেন, নাহ সুজনই ম্যানেজার।

কিন্তু তিনি তো না যাওয়ার কথা বলেছেন। যত বার আকরাম খানকে এমন কথা বলা হয়েছে, প্রতিবারই একটি উত্তর ঘুরে ফিরে এসেছে আকরামের মুখ থেকে, নাহ দেইখেন শেষ অবধি সুজনই ম্যানেজার হয়ে যাবে।

অবশেষে আজ সকাল গড়িয়ে দুপুর নামার আগে মিলেছে সেই কথার সত্যতা। এ প্রতিবেদকের সঙ্গে ব্যক্তিগত আলাপে খালেদ মাহমুদ সুজন অবশেষে স্বীকার করেছেন, হ্যাঁ, হয়ত আমাকেই ম্যানেজারের দায়িত্ব নিতে হবে।

সেটা যে বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন এবং শীর্ষ কর্তাদের ইচ্ছায়, তা বলতে ভোলেননি। আর তাই মুখে এমন কথা, হ্যাঁ, শেষ পর্যন্ত আমাকে দায়িত্ব নিতে হবে।

তাহলে আপনিই ম্যানেজার বিশ্বকাপে? সুজনের ছোট্ট জবাব, হ্যাঁ, আমিই হয়ত যাব। বোর্ডের ইচ্ছাতেই আমার সিদ্ধান্ত পাল্টাতে হচ্ছে। তবে আমি দায়িত্ব নিলেও শুধ্ইু বিশ্বকাপের সময়টুকু। আয়ারল্যান্ড সফরে যাবো না। আমি শুধু বিশ্বকাপ মিশনেই দলের সঙ্গে কাজ করবো। হয়তো ২৩ কিংবা ২৪ মে মানে আয়ারল্যান্ড থেকে জাতীয় দলের বহর ইংল্যান্ডে ফেরার পর দলের সাথে গিয়ে মিলবো।