বাংলাদেশকে অনেক সমীহ করি: রাহুল দ্রাবিড়

- আপডেট সময় : ০৫:০১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২ ১০১ বার পড়া হয়েছে

টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে আগামীকাল বুধবার শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। শক্তির দিক দিয়ে দুই দলে এখন আকাশ পাতাল পার্থক্য। ভারত যেমন বিশ্বকাপের ফেবারিট, বাংলাদেশ ঠিক তার উল্টো।
ভাঙ্গা-গড়ার মধ্য দিয়ে যাওয়া একটি নড়বড়ে দল। তবু বাংলাদেশকে সমীহের চোখে দেখছেন ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। তার মতে, এই ফরম্যাটে ফেবারিট ঠিক করা খুব কঠিন।
ম্যাচের আগের দিন আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে ভারতীয় কোচ বলেন, ‘আমরা তাদের অনেক সমীহ করি। তারা খুব ভালো দল। এই বিশ্বকাপ দেখিয়ে দিয়েছে কোন দলকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আয়ারল্যান্ডও দেখিয়েছে ইংল্যান্ডের বিপক্ষে। এই আসরে অনেক খেলায় এমন দেখলাম। এছাড়া ২০ ওভারের খেলা এমনিতেই ছোট সংস্করণ। খেলায় জয় পরাজয়ের ব্যবধানটা অনেক সময়ই ১২ থেকে ১৫ রানের হয়। এটা স্রেফ দুটি শটের ব্যাপার। দুটি শট এদিক-সেদিক হলেই ফল বদলে যায়। ‘
খেলোয়াড়ী জীবনে ‘দ্য ওয়াল’ খ্যাত ভারতীয় কিংবদন্তি আরও বলেন, ‘এটা এমনিতেই সংক্ষিপ্ত উত্তেজনাকর সংস্করণ। এখানে কখনো কখনো কে পরিষ্কার ফেভারিট বলাটা কঠিন। এই কন্ডিশনে খেলাটায় আরও সমতা চলে আসে কারণ অনেক বড় বাউন্ডারি। উপমহাদেশে কিছু শট অনায়াসে ছক্কা হবে, কিন্তু এখানে এরকম কিছু বড় শট এমনটা সহজে হবে না, আউট হয়ে যাবে। আমরা অবশ্যই বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পার্থে যেমন ছিল এই ম্যাচেও আমাদের প্রস্তুতি ঠিক তেমনই আছে। ‘