ঝুপড়ি ঘরে থাকা অসহায় পূর্ণিমা রাণীকে ঘর নির্মাণ করে দিলেন কাউন্সিলর রিপন

- আপডেট সময় : ০৭:০৩:২৪ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১ ৬৩ বার পড়া হয়েছে

উপজেলা প্রতিনিধি: রাজনীতির নামে দেশজুড়ে যখন হিংসা হানাহানি, রাষ্ট্রীয় অর্থ লুটপাট করেছে একশ্রেণীর রাজনীতিক ব্যবসায়ী ঠিক তখন পৌরসভার একজন ওয়ার্ড কাউন্সিলর হয়েও জনসেবায় দৃষ্টান্ত দেখালেন বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার কাউন্সিলর সৈয়দ আমিরুজ্জামান রিপন।
রাস্তা ও ড্রেন এর ব্যবস্থায় জনদুর্ভোগ দেখলেই তিনি নিজ হাতে নিজের শ্রমে সমাধানে লেগে যান। এমন বেশ কিছু দৃষ্টান্ত দেখিয়ে এলাকার মানুষের প্রশংসায় ভাসছেন তিনি।
সম্প্রতি বাকেরগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ড বাড়ি বাজারে সরকারি জমিতে একটি ঝুপড়ি ঘরে থাকা বিধবা প্রতিবন্ধী পূর্নিমা রানী ও তার দুই প্রতিবন্ধী ছেলেকে নিয়ে অসহায় জীবন যাপন করে আসছিলেন । গত ৪ জুন ঝড়ে তার ঝুপড়ি ঘরটিও ভেঙে পড়ে। অসহায় জীবনের মধ্যেও চরম দুর্দশা নেমে আসে পূর্ণিমা রানী দাসের জীবনে।
খবর পেয়ে ছুটে যান ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ আমিরুজ্জামান রিপন। সেদিন থেকে এই অসহায় প্রতিবন্ধী পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়ে তাদের একটি নতুন ঘর নির্মানের প্রতিশ্রতি দেন । গত ২৬ জুন তিনি এই নতুন ঘরটির নির্মাণ কাজ শেষ করে দুই প্রতিবন্ধী ছেলেকে নিয়ে অসহায় পরিবারের কাছে হস্তান্তর করেন ।
একজন সত্তিকারের জনপ্রতিনিধি হিসেবে কাউন্সিলর সৈয়দ আমিরুজ্জামান রিপন এভাবেই অসহায় ও দরিদ্র মানুষের পাশে ত্রাণকর্তা হয় থাকুক সব সময় এমনটাই প্রত্যাশা করেন বাকেরগঞ্জের সর্বস্তরের জনগণ।
ড্রেনেজ ও পানি নিষ্কাশন সহ সাধারন মানুষের পাশে ত্রাণকর্তা হিসেবে কাউন্সিলর রিপনের এমন সেবামূলক কর্মকান্ডের বিষয়ে জানতে চাইলে তিনি সকলের সংবাদকে জানান, নির্বাচনে জনগণকে প্রতিশ্রুতি দিয়েছি তাদের সেবক হব। তাই আমি সত্যিকার অর্থেই একজন সেবক হিসেবে জনগণের পাশে সব সময় থাকতে চাই।