ভুয়া মেজর সেজে প্রতারণা!

- আপডেট সময় : ১২:৪১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২ ১১৭ বার পড়া হয়েছে

রাজবাড়ী প্রতিনিধি: কখনো মেজর আবার কখনো র্্যব কর্মকর্তা সেজে একের পর এক চাঞ্চল্যকর প্রতারণা করেও প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে তৌহিদুল ইসলাম শুভ নামের রাজবাড়ীর এক প্রতারক যুবক।
প্রতারণার শিকার ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, মানুষকে চাকুরী দেয়া সহ বিভিন্ন তদবিরের নামে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয় প্রতারক শুভ। এই প্রতারকের হঠাৎ খোঁজ মেলে রাজবাড়ির গোয়ালন্দ এলাকায়। প্রতারণার শিকার ভুক্তভোগীরা মিলে তাদের টাকা পয়সা ফেরত পাওয়ার উদ্দেশে প্রতারককে আটকে রাখে। সেখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সবার টাকা পয়সা ফেরত দেওয়ার অঙ্গীকার করে ছাড়া পায় প্রতারক।
রাজবাড়ী এলাকা থেকে মুচলেকা প্রদান করে আবারো লাপাত্তা হয়ে যায় ভুয়া মেজর পরিচয়ধারী প্রতারক তৌহিদুল ইসলাম শুভ। এরপর থেকে মুঠোফোনের মাধ্যমে ভুক্তভোগীদের বিভিন্ন হুমকি ধামকি দেয়াসহ নিজেকে মেজার পরিচয় প্রদান করে প্রশাসনকেও বিভ্রান্তিতে ফেলার পায়তারা চালাচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
খোঁজখবর নিয়ে জানা গেছে, ফরিদপুর রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে নিজেকে প্রশাসনিক কর্মকর্তা পরিচয় দিয়ে অসংখ্য মানুষের সাথে প্রতারণা করেছে তৌহিদুল ইসলাম শুভ। প্রতারণার দায়ে রেপিড একশন ব্যাটালিয়ন র্যাবের হাতে গ্রেফতার হওয়ার পরে জামিনে বের হয়ে আবারো ভুক্তভোগীদের বিভিন্ন রকম হুমকি দিচ্ছেন বলে জানা গেছে।