একজন মমতাময়ী মায়ের উদাহরণ শাবির প্রাধ্যক্ষ জোবেদা কনক

- আপডেট সময় : ১১:৩৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩ ৩৮ বার পড়া হয়েছে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের অধীনস্থ সামাদ হাউস-১ এর ছাত্রীদের প্রধান হলে গমন উপলক্ষ্যে ছাত্রীদের মাঝে বিভিন্ন রকমের খাবার বিতরণ করেছে হল কর্তৃপক্ষ। সিলেট নগরীর মদিনামার্কেটে একটি ভাড়া বাসা ছাত্রীদের সাব-হল হিসেবে ব্যবহার করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার(০২ রা ফেব্রুয়ারি) হলের প্রাধ্যক্ষ জোবেদা কনক খান এ তথ্য নিশ্চিত করেন। হল সূত্রে জানা যায়, এদিন সন্ধ্যা থেকে হলের ছাত্রীদের মাঝে খাবার বিতরণ শুরু হয়। এতে প্রায় দেড়শতাধীক ছাত্রীর মাঝে এসব খাবার বিতরণ করা হয়।
সামাদ হাউস-১ এর আবাসিক ছাত্রী মেহরুন জান্নাত জানান, সন্ধ্যায় ম্যাম খাবার নিয়ে সবার কক্ষে বিতরণ করেন। আজ আর কাউকে রান্না করতে হবে না। উনার এমন স্নেহ মমতাময়ী মায়ের দৃষ্টান্ত ফুটিয়ে তোলে।
হল প্রাধ্যক্ষ জোবেদা কনক খান বলেন, “ছাত্রীরা আমার সন্তান। তাদের ভাল মন্দ দেখভালের দায়িত্ব আমাদের কর্তব্য। কাল থেকে এ বাসা থেকে ছাত্রীরা মেইন হলে যাবে। তাই এ উপলক্ষ্যে তাদের রাতের খাবারের আয়োজন করেছি।”
77 total views, 3 views today