ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মঙ্গল শোভাযাত্রা – তাসফিয়া ফারহানা ঐশী Logo সাস্টিয়ান ব্রাহ্মণবাড়িয়া এর ইফতার মাহফিল সম্পন্ন Logo কুবির চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার ও পূর্নমিলনী Logo অধ্যাপক জহীর উদ্দিন আহমেদের মায়ের মৃত্যুতে শাবির মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্ত চিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ পরিষদের শোক প্রকাশ Logo শাবির অধ্যাপক জহীর উদ্দিনের মায়ের মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ Logo বিশ কোটিতে গণপূর্তের প্রধান হওয়ার মিশনে ‘ছাত্রদল ক্যাডার প্রকৌশলী’! Logo দূর্নীতির রাক্ষস ফায়ার সার্ভিসের এডি আনোয়ার! Logo ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতি হওয়া শাহজালাল বিশ্ববিদ্যালয়ে অবকাঠামোর সংস্কার শুরু Logo বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির দাবিতে শাবিপ্রবি ছাত্রলীগের মানববন্ধন Logo কুবি উপাচার্যের বক্তব্যের প্রমাণ দিতে শিক্ষক সমিতির সাত দিনের আল্টিমেটাম




বরফ গলে বেরিয়ে আসছে লাশের পর লাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩১:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০১৯ ১১৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক;
বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের বরফ গলে চোখের সামনে ধরা দিচ্ছে ভয়ঙ্কর এক দৃশ্য। এ পর্বতশৃঙ্গে উঠতে গিয়ে এ পর্যন্ত ৩০০-এর বেশি মানুষের প্রাণ গেছে। এত উঁচু থেকে তাদের মরদেহ নিচে নামিয়ে আনতে প্রচুর সমস্যা রয়েছে। এ কারণে নিহত বেশিরভাগের মরদেহই পড়ে রয়েছে লোকালয় থেকে বহু উঁচুতে বরফের নিচে। আর বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে বরফ গলে ওইসব লাশই এখন বেরিয়ে আসছে পর্বতারোহীদের চোখের সামনে।

হিমাঙ্কের নিচে তাপমাত্রার থাকার কারণে এ লাশগুলো রয়ে গেছে একেবারে অবিকৃত। অপার্থিব স্বাদ পেতে চূড়ায় ওঠার পথে নিথর এ দেহগুলোই দাঁড়িয়ে রয়েছে পথটা কতটা ভয়ঙ্কর হতে পারে তার সতর্কবার্তা হয়ে। অন্য লাশগুলো ঢেকে আছে বরফে, হয়তো কয়েক দশক আগে যেগুলোর এই পরিণতি হয়েছে।

কিন্তু বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে এভারেস্টের হিমবাহগুলো গলে বেরিয়ে আসছে মরদেহগুলো।

নেপাল মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট আং শেরিং শেরপা বিবিসি নিউজকে বলেছেন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে বরফ দ্রুত গলছে, আর এর ফলে বহুবছর এসব বরফের নিচে চাপা পড়ে থাকা মৃতদেহগুলো বেরিয়ে আসছে। সাম্প্রতিক সময়ে মারা যাওয়া অনেকের লাশ আমরা নিচে নামিয়ে এনেছি, কিন্তু পুরনো লাশগুলো এখন সামনে বেরিয়ে আসছে।

একজন এনজিও কর্মকর্তা বিবিসি নিউজকে বলেছেন, গত কয়েকবছরে বেসক্যাম্পেও হঠাৎ করে লাশের হাত-পা বেরিয়ে আসছে। আমরা লক্ষ্য করেছি বেসক্যাম্প ও এর আশপাশে বরফের স্তর নিচের দিকে নামছে আর এ কারণেই এসব লাশ এখন বেরিয়ে আসছে।

আরেকজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে ১০টির মতো লাশ উদ্ধার করেছেন।

তাপমাত্রা বৃদ্ধির কারণে এভাবে লাশগুলো বেরিয়ে আসাটাই এখানে একমাত্র সমস্যা নয়। এত বছরে মানুষ পৃথিবীর পর্বতগুলোতে যত মলমূত্র ফেলে এসেছে সেগুলোও এখন বেরিয়ে আসছে। ইউএসএ টুডের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বত ডেনালিতে প্রায় ৬৬ টন মানববর্জ্য হিমায়িত অবস্থায় রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




বরফ গলে বেরিয়ে আসছে লাশের পর লাশ

আপডেট সময় : ০২:৩১:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০১৯

আন্তর্জাতিক ডেস্ক;
বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের বরফ গলে চোখের সামনে ধরা দিচ্ছে ভয়ঙ্কর এক দৃশ্য। এ পর্বতশৃঙ্গে উঠতে গিয়ে এ পর্যন্ত ৩০০-এর বেশি মানুষের প্রাণ গেছে। এত উঁচু থেকে তাদের মরদেহ নিচে নামিয়ে আনতে প্রচুর সমস্যা রয়েছে। এ কারণে নিহত বেশিরভাগের মরদেহই পড়ে রয়েছে লোকালয় থেকে বহু উঁচুতে বরফের নিচে। আর বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে বরফ গলে ওইসব লাশই এখন বেরিয়ে আসছে পর্বতারোহীদের চোখের সামনে।

হিমাঙ্কের নিচে তাপমাত্রার থাকার কারণে এ লাশগুলো রয়ে গেছে একেবারে অবিকৃত। অপার্থিব স্বাদ পেতে চূড়ায় ওঠার পথে নিথর এ দেহগুলোই দাঁড়িয়ে রয়েছে পথটা কতটা ভয়ঙ্কর হতে পারে তার সতর্কবার্তা হয়ে। অন্য লাশগুলো ঢেকে আছে বরফে, হয়তো কয়েক দশক আগে যেগুলোর এই পরিণতি হয়েছে।

কিন্তু বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে এভারেস্টের হিমবাহগুলো গলে বেরিয়ে আসছে মরদেহগুলো।

নেপাল মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট আং শেরিং শেরপা বিবিসি নিউজকে বলেছেন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে বরফ দ্রুত গলছে, আর এর ফলে বহুবছর এসব বরফের নিচে চাপা পড়ে থাকা মৃতদেহগুলো বেরিয়ে আসছে। সাম্প্রতিক সময়ে মারা যাওয়া অনেকের লাশ আমরা নিচে নামিয়ে এনেছি, কিন্তু পুরনো লাশগুলো এখন সামনে বেরিয়ে আসছে।

একজন এনজিও কর্মকর্তা বিবিসি নিউজকে বলেছেন, গত কয়েকবছরে বেসক্যাম্পেও হঠাৎ করে লাশের হাত-পা বেরিয়ে আসছে। আমরা লক্ষ্য করেছি বেসক্যাম্প ও এর আশপাশে বরফের স্তর নিচের দিকে নামছে আর এ কারণেই এসব লাশ এখন বেরিয়ে আসছে।

আরেকজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে ১০টির মতো লাশ উদ্ধার করেছেন।

তাপমাত্রা বৃদ্ধির কারণে এভাবে লাশগুলো বেরিয়ে আসাটাই এখানে একমাত্র সমস্যা নয়। এত বছরে মানুষ পৃথিবীর পর্বতগুলোতে যত মলমূত্র ফেলে এসেছে সেগুলোও এখন বেরিয়ে আসছে। ইউএসএ টুডের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বত ডেনালিতে প্রায় ৬৬ টন মানববর্জ্য হিমায়িত অবস্থায় রয়েছে।