ঢাকা ১০:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বুড়িচংয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা ইউএনও’র! Logo ইবি উপাচার্যকে ১০লাখ ঘুষ প্রস্তাব এক তরুনীর! Logo মামলায় জর্জরিত কুলাউড়ার ছাত্রদল নেতা মিতুল পালিয়ে আছেন প্রবাসে Logo ২৫ মার্চ গণহত্যা দিবসে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শাবি ছাত্রলীগের কার্যক্রম শুরু Logo থিয়েটার কুবির ইফতার মাহফিল Logo রাজধানীর শান্তিনগর বাজার নিয়ে শত কোটি টাকার লুটপাট Logo ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমানের মৃত্যুতে শাবি শিক্ষক সমিতির শোক Logo ঢাবি শিক্ষক ড. জিয়া রহমানের মৃত্যুতে শাবি উপাচার্যের শোক প্রকাশ Logo ময়মনসিংহ স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন সভাপতি সজীব, সম্পাদক আশিক Logo পুরান ঢাকায় জুতার কারখানার আগুন




বাগেরহাটে আশ্রয়কেন্দ্র ছাড়ছে মানুষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৬:০৫ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০১৯ ৫৫ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;
শনিবার দুপুরের পর থেকে উপকূলীয় জেলা বাগেরহাটের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। মোংলা বন্দরের ৭ নম্বর বিপদ সংকেত নামিয়ে ফেলা হয়েছে। উপকূলীয় এলাকা বিশেষ করে শরণখোলা ও মোংলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে শুক্রবার রাতে আশ্রয় নেয়া শত শত পরিবার বাড়ি ফিরেছে। রাত থেকে বন্ধ থাকা বিদ্যুৎ সংযোগও দেয়া হচ্ছে অনেক এলাকায়।

তবে শরণখোলা উপজেলার ৩৫/৩ বেড়িবাঁধ দিয়ে শুক্রবার ও শনিবার জোয়ারের পানি ঢোকা অব্যাহত থাকায় সেখানকার তিন গ্রামের মানুষ দুর্ভোগে পড়েছে। নদীতে ভাটা হলে জোয়ারের পানির চাপ খানিকটা কমে যাবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

মোংলা বন্দরের হারবার মাস্টার মো. নুরুল হুদা শনিবার বিকেলে জানান, ঘূর্ণিঝড় ফণীর প্রভাব কেটে যাওয়ায় বন্দরের ৭ নম্বর বিপদ সংকেত নামানো হয়েছে। তবে এখনও ৩ নম্বর সংকেত জারি রয়েছে। ছোট ছোট জাহাজ থেকে পণ্য ওঠানামার কাজও শুরু হয়েছে। বন্দরের কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে।

বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার জানান, প্রাকৃতিক দুর্যোগ কেটে গেছে। এখন স্বাভাবিক অবস্থা বিরাজ করছে বাগেরহাটে। শরণখোলায় ভেঙে যাওয়া বেড়িবাঁধের ক্ষতিগ্রস্ত স্থান দ্রুত মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেয়া হয়েছে । তার যত দ্রুত সম্ভব সেটি মেরামত করবে।

এদিকে ঘূর্ণিঝড় ফণীর প্রভাব কেটে গেলেও বাগেরহাটের আকাশ জুড়ে মেঘ রয়েছে। থেমে থেমে বৃষ্টি হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। তবে গোবরদিয়া ডেমা এলাকার কিছু অংশ এখনও অন্ধকারে রয়েছে।

এ বিষয়ে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. এর নির্বাহী প্রকৌশলী পলাশ কান্তি ঘোষ জানান, দুপুরের আগেই বাগেরহাটের অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। এছাড়া গোবরদিয়া ও ডেমা এলাকার বেশ কিছু এলাকায় তার ছিঁড়ে যাওয়ায় সেগুলো মেরামত করে বিদ্যুৎ লাইন সচল করতে কাজ করা হচ্ছে। সন্ধ্যার আগেই ওই সব এলাকায় বিদ্যুৎ স্বাভাবিক হয়ে আসবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




বাগেরহাটে আশ্রয়কেন্দ্র ছাড়ছে মানুষ

আপডেট সময় : ০৫:৩৬:০৫ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০১৯

জেলা প্রতিনিধি;
শনিবার দুপুরের পর থেকে উপকূলীয় জেলা বাগেরহাটের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। মোংলা বন্দরের ৭ নম্বর বিপদ সংকেত নামিয়ে ফেলা হয়েছে। উপকূলীয় এলাকা বিশেষ করে শরণখোলা ও মোংলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে শুক্রবার রাতে আশ্রয় নেয়া শত শত পরিবার বাড়ি ফিরেছে। রাত থেকে বন্ধ থাকা বিদ্যুৎ সংযোগও দেয়া হচ্ছে অনেক এলাকায়।

তবে শরণখোলা উপজেলার ৩৫/৩ বেড়িবাঁধ দিয়ে শুক্রবার ও শনিবার জোয়ারের পানি ঢোকা অব্যাহত থাকায় সেখানকার তিন গ্রামের মানুষ দুর্ভোগে পড়েছে। নদীতে ভাটা হলে জোয়ারের পানির চাপ খানিকটা কমে যাবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

মোংলা বন্দরের হারবার মাস্টার মো. নুরুল হুদা শনিবার বিকেলে জানান, ঘূর্ণিঝড় ফণীর প্রভাব কেটে যাওয়ায় বন্দরের ৭ নম্বর বিপদ সংকেত নামানো হয়েছে। তবে এখনও ৩ নম্বর সংকেত জারি রয়েছে। ছোট ছোট জাহাজ থেকে পণ্য ওঠানামার কাজও শুরু হয়েছে। বন্দরের কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে।

বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার জানান, প্রাকৃতিক দুর্যোগ কেটে গেছে। এখন স্বাভাবিক অবস্থা বিরাজ করছে বাগেরহাটে। শরণখোলায় ভেঙে যাওয়া বেড়িবাঁধের ক্ষতিগ্রস্ত স্থান দ্রুত মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেয়া হয়েছে । তার যত দ্রুত সম্ভব সেটি মেরামত করবে।

এদিকে ঘূর্ণিঝড় ফণীর প্রভাব কেটে গেলেও বাগেরহাটের আকাশ জুড়ে মেঘ রয়েছে। থেমে থেমে বৃষ্টি হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। তবে গোবরদিয়া ডেমা এলাকার কিছু অংশ এখনও অন্ধকারে রয়েছে।

এ বিষয়ে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. এর নির্বাহী প্রকৌশলী পলাশ কান্তি ঘোষ জানান, দুপুরের আগেই বাগেরহাটের অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। এছাড়া গোবরদিয়া ও ডেমা এলাকার বেশ কিছু এলাকায় তার ছিঁড়ে যাওয়ায় সেগুলো মেরামত করে বিদ্যুৎ লাইন সচল করতে কাজ করা হচ্ছে। সন্ধ্যার আগেই ওই সব এলাকায় বিদ্যুৎ স্বাভাবিক হয়ে আসবে বলে জানান তিনি।