ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা আমাদের অঙ্গীকারঃ ড. তৌফিক রহমান চৌধুরী  Logo মেট্রোপলিটন ইউনিভার্সিটির নতুন বাসের উদ্বোধন Logo মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের ভূমিকা অগ্রগণ্য: ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক Logo মঙ্গল শোভাযাত্রা – তাসফিয়া ফারহানা ঐশী Logo সাস্টিয়ান ব্রাহ্মণবাড়িয়া এর ইফতার মাহফিল সম্পন্ন Logo কুবির চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার ও পূর্নমিলনী Logo অধ্যাপক জহীর উদ্দিন আহমেদের মায়ের মৃত্যুতে শাবির মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্ত চিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ পরিষদের শোক প্রকাশ Logo শাবির অধ্যাপক জহীর উদ্দিনের মায়ের মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ Logo বিশ কোটিতে গণপূর্তের প্রধান হওয়ার মিশনে ‘ছাত্রদল ক্যাডার প্রকৌশলী’! Logo দূর্নীতির রাক্ষস ফায়ার সার্ভিসের এডি আনোয়ার!




কুলাউড়ায় শ্বশুর বাড়ির নির্মম নির্যাতনের শিকার গৃহবধূ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯ ৫৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি:: কুলাউড়ায় যৌতুক লোভী স্বামী ও শ্বশুরবাড়ীর অমানুষিক নির্যাতনের স্বীকার হয়েছে অসহায় এক গৃহবধূ। যৌতুকের দাবী মিটাতে না পেরে তাদের ধারা নির্যাতীত হয়ে মৌলভীবাজার আদালতে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যূনালে একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজহার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জয়পুর(বেরিগাঁও) গ্রামের আব্দুল মতিনের কন্যা আকলিমা বেগম(২৫) এর সাথে একই ইউনিয়নের কালারয়ের চক নিশ্চিতপুর গ্রামের সোনা মিয়ার পুত্র দুবাই প্রবাসী মখলিছ মিয়ার সাথে ২০১৪ সালের ০১ মে বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর তাদের সংসার সুন্দরমতো চললেও স্বামী মখলিছ মিয়া প্রবাসে ফিরে যাওয়ার পর যৌতুকের বিভিন্ন দাবীতে গৃহবধূ আকলিমার উপর লোমহর্ষক নির্যাতন শুরু হয়। নগদ ৫ লক্ষ টাকাসহ নানা অজুহাতে শ্বশুর,চাচা শ্বশুর,চাচী শ্বাশুড়ী ও দেবররা মিলে তাকে যৌতুকের জন্য প্রায় সময় মারধর এবং শারীরিক লাঞ্চিত করে।

এক পর্যায়ে গৃহবধূ নির্যাতন সইতে না পেরে তার নিজ পিত্রালয়ে চলে আসে। পরে আকলিমার বাবার বাড়িতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্বামীর বাড়ির লোকজনকে নিয়ে এক সালিশী বৈঠক অুষ্টিত হয়। ঐ বৈঠকে শ্বশুর সোনা মিয়া ও তার পরিবারের লোকজন যৌতুকের কথা অস্বীকার করে বলেন তার ছেলে মখলিছ মিয়া দুবাই থেকে কানাডা যাওয়ার ব্যবস্থা করছে। এজন্য তারা ৫ লক্ষ টাকা আকলিমার পরিবারের কাছে দাবী করে। স্বামী মখলিছ প্রবাস থেকে মোবাইল ফোনে জানায় যদি এ টাকা তারা দিতে না পারে তাহলে আকলিমাকে কখনো শ্বশুরালয়ে ফিরিয়ে না নেয়া হুমকী দেয়। এরপর তারা বৈঠক থেকে চলে যায়। তারপরও গৃহবধূ স্বামীর সংসার আসল সংসার ভেবে শ্বশুর বাড়িতে ফিরে যায়। কিন্তু সেখানে যাওয়ার পর ঐ টাকার জন্য আবার তার উপর নির্যাত শুরু হলে, খবর পেয়ে তার পরিবারের লোকজন গত ২৫ এপ্রিল বিকালে সেখান থেকে উদ্ধার করে অসুস্থ অবস্থায় কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর নির্যাতিতা গৃহবধূ আকলিমা বাদী হয়ে স্বামী মখলিছ, শ্বশুর সোনা মিয়াসহ ৬ জনের বিরুদ্ধে মৌলভীবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যূনালে ২৯ এপ্রিল সোমবার একটি মামলা (নং-১২৬/১৯) দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




কুলাউড়ায় শ্বশুর বাড়ির নির্মম নির্যাতনের শিকার গৃহবধূ

আপডেট সময় : ০৬:৫৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯

মৌলভীবাজার প্রতিনিধি:: কুলাউড়ায় যৌতুক লোভী স্বামী ও শ্বশুরবাড়ীর অমানুষিক নির্যাতনের স্বীকার হয়েছে অসহায় এক গৃহবধূ। যৌতুকের দাবী মিটাতে না পেরে তাদের ধারা নির্যাতীত হয়ে মৌলভীবাজার আদালতে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যূনালে একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজহার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জয়পুর(বেরিগাঁও) গ্রামের আব্দুল মতিনের কন্যা আকলিমা বেগম(২৫) এর সাথে একই ইউনিয়নের কালারয়ের চক নিশ্চিতপুর গ্রামের সোনা মিয়ার পুত্র দুবাই প্রবাসী মখলিছ মিয়ার সাথে ২০১৪ সালের ০১ মে বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর তাদের সংসার সুন্দরমতো চললেও স্বামী মখলিছ মিয়া প্রবাসে ফিরে যাওয়ার পর যৌতুকের বিভিন্ন দাবীতে গৃহবধূ আকলিমার উপর লোমহর্ষক নির্যাতন শুরু হয়। নগদ ৫ লক্ষ টাকাসহ নানা অজুহাতে শ্বশুর,চাচা শ্বশুর,চাচী শ্বাশুড়ী ও দেবররা মিলে তাকে যৌতুকের জন্য প্রায় সময় মারধর এবং শারীরিক লাঞ্চিত করে।

এক পর্যায়ে গৃহবধূ নির্যাতন সইতে না পেরে তার নিজ পিত্রালয়ে চলে আসে। পরে আকলিমার বাবার বাড়িতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্বামীর বাড়ির লোকজনকে নিয়ে এক সালিশী বৈঠক অুষ্টিত হয়। ঐ বৈঠকে শ্বশুর সোনা মিয়া ও তার পরিবারের লোকজন যৌতুকের কথা অস্বীকার করে বলেন তার ছেলে মখলিছ মিয়া দুবাই থেকে কানাডা যাওয়ার ব্যবস্থা করছে। এজন্য তারা ৫ লক্ষ টাকা আকলিমার পরিবারের কাছে দাবী করে। স্বামী মখলিছ প্রবাস থেকে মোবাইল ফোনে জানায় যদি এ টাকা তারা দিতে না পারে তাহলে আকলিমাকে কখনো শ্বশুরালয়ে ফিরিয়ে না নেয়া হুমকী দেয়। এরপর তারা বৈঠক থেকে চলে যায়। তারপরও গৃহবধূ স্বামীর সংসার আসল সংসার ভেবে শ্বশুর বাড়িতে ফিরে যায়। কিন্তু সেখানে যাওয়ার পর ঐ টাকার জন্য আবার তার উপর নির্যাত শুরু হলে, খবর পেয়ে তার পরিবারের লোকজন গত ২৫ এপ্রিল বিকালে সেখান থেকে উদ্ধার করে অসুস্থ অবস্থায় কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর নির্যাতিতা গৃহবধূ আকলিমা বাদী হয়ে স্বামী মখলিছ, শ্বশুর সোনা মিয়াসহ ৬ জনের বিরুদ্ধে মৌলভীবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যূনালে ২৯ এপ্রিল সোমবার একটি মামলা (নং-১২৬/১৯) দায়ের করেন।