ঢাকা ০৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইবি উপাচার্যকে ১০লাখ ঘুষ প্রস্তাব এক তরুনীর! Logo মামলায় জর্জরিত কুলাউড়ার ছাত্রদল নেতা মিতুল পালিয়ে আছেন প্রবাসে Logo ২৫ মার্চ গণহত্যা দিবসে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শাবি ছাত্রলীগের কার্যক্রম শুরু Logo থিয়েটার কুবির ইফতার মাহফিল Logo রাজধানীর শান্তিনগর বাজার নিয়ে শত কোটি টাকার লুটপাট Logo ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমানের মৃত্যুতে শাবি শিক্ষক সমিতির শোক Logo ঢাবি শিক্ষক ড. জিয়া রহমানের মৃত্যুতে শাবি উপাচার্যের শোক প্রকাশ Logo ময়মনসিংহ স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন সভাপতি সজীব, সম্পাদক আশিক Logo পুরান ঢাকায় জুতার কারখানার আগুন Logo রাশিয়ায় কনসার্ট হলে বন্দুক হামলার নিহত ৬০, দায় স্বীকার আইএসের




‘আমি কিন্তু খুব চঞ্চল!’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৩:০২ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯ ১০২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক |
২০১৬ সালে মডেলিং দিয়ে শোবিজে যাত্রা শুরু কাজল সুবর্ণ’র। ইউরো জিরা পানির বিজ্ঞাপনে নিলয়ের বিপরীতে কাজ করে আলোচনায় আসেন কাজল। এরপর বিজ্ঞাপনের পাশাপাশি টিভি নাটকেও দেখা যায় তাকে। এ পর্যন্ত মাহফুজ আহমেদ, সিয়াম আহমেদ, আফরান নিশো’সহ জনপ্রিয় তারকাদের সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে কাজলের।

এর মধ্যে মাহফুজ আহমেদের সঙ্গে ফিজআপের বিজ্ঞাপনে কাজ করা নিয়ে বেশি উচ্ছ্বাস প্রকাশ করলেন তিনি। উচ্ছ্বাসের কারণ জানতে চাইলে কাজল বলেন, ‘আগে থেকেই আমি মাহফুজ আহমেদের ফ্যান। ফলে শুটিংয়ের সময় যখনই ওনার দিকে লুক দিচ্ছিলাম তখনই ক্রাশ খেয়ে যাই এবং আউলা হয়ে যাই। এ কারণে একটা শট বারবার দিতে হয়েছে।’

মাই ডিয়ার দাদা ভাই, আবাসিক হোটেলসহ বেশ কিছু নাটকে অভিনয় করে প্রশংসিত হন কাজল সুবর্ণ। ‘মাই ডিয়ার দাদা ভাই’ নাটকে কাজলের বিপরীতে কাজ করেন আফরান নিশো। এ ছাড়া তার অভিনীত এবার ঈদে প্রচারিত ‘বাবা’ নাটকটিও বেশ প্রশংসিত হয়।

কাজল বলেন, ‘বাবা, নাটকে অভিনয়ের কারণে আমি বেশি প্রশংসা পেয়েছি। মজার ব্যাপার হচ্ছে একদিন উবারে করে যাচ্ছিলাম। ড্রাইভার আমার বাবা নাটক দেখার কথা উল্লেখ করে বলে সে আমার কাছ থেকে ভাড়া নিবে না। আমি জোর করেও ভাড়া দিতে পারিনি। শেষে গাড়িতে বসেই তার সঙ্গে সেলফি তুলতে হয়।’

শুধু নাটক নয়, ইদানীং সিনেমাতে কাজ করারও প্রস্তাব পাচ্ছেন। ব্যাটেবলে না মেলায় কাজ করছেন না বলে জানান তিনি। আগে থেকেই সিনেমায় কাজ করার ইচ্ছে ছিল কিনা জানতে চাইলে কাজল বলেন, ‘না। আগে থেকে সিনেমায় কাজ করার কোন ইচ্ছে ছিল না। তবে একদিন সিনেমা দেখার সময় হঠাৎ করে সিনেমার বিরতিতে পর্দায় দেখলাম আমার অভিনীত একটি টিভিসি দেখাচ্ছে। সেই টিভিসিতে আমাকে এত সুন্দর দেখাচ্ছে যে, আমি সিদ্ধান্ত নেই সিনেমায় অভিনয় করব।’

সিনেমার নায়িকা হতে চান, কিন্তু নায়িকা হতে কি যোগ্যতা লাগে? এমন প্রশ্নের জবাবে কাজল বলেন, ‘আমি মনে করি শুধু মেকআপ করলেই নায়িকা হওয়া যায় না। নাচ, অভিনয়, সময়ানুবর্তিতা, ধৈর্য এসব অবশ্যই প্রয়োজন।’

জানতে চাইলাম এসব যোগ্যতা কাজলের আছে কিনা? জবাবে হাসতে হাসতেই বললেন, ‘যেহেতু সিনেমায় কাজ করব, সে জন্য নিজেকে প্রস্তুত করে তুলছি। ছোটবেলা থেকেই নাচতে পারি, অভিনয়টাও মোটামুটি জানি। আশা করি সমস্যা হবে না।’

কাজলের সঙ্গে কথা বলা শেষ, কাজল উঠে দাঁড়াবেন-ঠিক এমন সময়ে খল খল করে হেসে বললেন, আরেকটা কথা লিখতে কিন্তু ভুল করবেন না-আমি কিন্তু খুব চঞ্চল!

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




‘আমি কিন্তু খুব চঞ্চল!’

আপডেট সময় : ১১:৪৩:০২ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯

নিজস্ব প্রতিবেদক |
২০১৬ সালে মডেলিং দিয়ে শোবিজে যাত্রা শুরু কাজল সুবর্ণ’র। ইউরো জিরা পানির বিজ্ঞাপনে নিলয়ের বিপরীতে কাজ করে আলোচনায় আসেন কাজল। এরপর বিজ্ঞাপনের পাশাপাশি টিভি নাটকেও দেখা যায় তাকে। এ পর্যন্ত মাহফুজ আহমেদ, সিয়াম আহমেদ, আফরান নিশো’সহ জনপ্রিয় তারকাদের সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে কাজলের।

এর মধ্যে মাহফুজ আহমেদের সঙ্গে ফিজআপের বিজ্ঞাপনে কাজ করা নিয়ে বেশি উচ্ছ্বাস প্রকাশ করলেন তিনি। উচ্ছ্বাসের কারণ জানতে চাইলে কাজল বলেন, ‘আগে থেকেই আমি মাহফুজ আহমেদের ফ্যান। ফলে শুটিংয়ের সময় যখনই ওনার দিকে লুক দিচ্ছিলাম তখনই ক্রাশ খেয়ে যাই এবং আউলা হয়ে যাই। এ কারণে একটা শট বারবার দিতে হয়েছে।’

মাই ডিয়ার দাদা ভাই, আবাসিক হোটেলসহ বেশ কিছু নাটকে অভিনয় করে প্রশংসিত হন কাজল সুবর্ণ। ‘মাই ডিয়ার দাদা ভাই’ নাটকে কাজলের বিপরীতে কাজ করেন আফরান নিশো। এ ছাড়া তার অভিনীত এবার ঈদে প্রচারিত ‘বাবা’ নাটকটিও বেশ প্রশংসিত হয়।

কাজল বলেন, ‘বাবা, নাটকে অভিনয়ের কারণে আমি বেশি প্রশংসা পেয়েছি। মজার ব্যাপার হচ্ছে একদিন উবারে করে যাচ্ছিলাম। ড্রাইভার আমার বাবা নাটক দেখার কথা উল্লেখ করে বলে সে আমার কাছ থেকে ভাড়া নিবে না। আমি জোর করেও ভাড়া দিতে পারিনি। শেষে গাড়িতে বসেই তার সঙ্গে সেলফি তুলতে হয়।’

শুধু নাটক নয়, ইদানীং সিনেমাতে কাজ করারও প্রস্তাব পাচ্ছেন। ব্যাটেবলে না মেলায় কাজ করছেন না বলে জানান তিনি। আগে থেকেই সিনেমায় কাজ করার ইচ্ছে ছিল কিনা জানতে চাইলে কাজল বলেন, ‘না। আগে থেকে সিনেমায় কাজ করার কোন ইচ্ছে ছিল না। তবে একদিন সিনেমা দেখার সময় হঠাৎ করে সিনেমার বিরতিতে পর্দায় দেখলাম আমার অভিনীত একটি টিভিসি দেখাচ্ছে। সেই টিভিসিতে আমাকে এত সুন্দর দেখাচ্ছে যে, আমি সিদ্ধান্ত নেই সিনেমায় অভিনয় করব।’

সিনেমার নায়িকা হতে চান, কিন্তু নায়িকা হতে কি যোগ্যতা লাগে? এমন প্রশ্নের জবাবে কাজল বলেন, ‘আমি মনে করি শুধু মেকআপ করলেই নায়িকা হওয়া যায় না। নাচ, অভিনয়, সময়ানুবর্তিতা, ধৈর্য এসব অবশ্যই প্রয়োজন।’

জানতে চাইলাম এসব যোগ্যতা কাজলের আছে কিনা? জবাবে হাসতে হাসতেই বললেন, ‘যেহেতু সিনেমায় কাজ করব, সে জন্য নিজেকে প্রস্তুত করে তুলছি। ছোটবেলা থেকেই নাচতে পারি, অভিনয়টাও মোটামুটি জানি। আশা করি সমস্যা হবে না।’

কাজলের সঙ্গে কথা বলা শেষ, কাজল উঠে দাঁড়াবেন-ঠিক এমন সময়ে খল খল করে হেসে বললেন, আরেকটা কথা লিখতে কিন্তু ভুল করবেন না-আমি কিন্তু খুব চঞ্চল!