ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মঙ্গল শোভাযাত্রা – তাসফিয়া ফারহানা ঐশী Logo সাস্টিয়ান ব্রাহ্মণবাড়িয়া এর ইফতার মাহফিল সম্পন্ন Logo কুবির চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার ও পূর্নমিলনী Logo অধ্যাপক জহীর উদ্দিন আহমেদের মায়ের মৃত্যুতে শাবির মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্ত চিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ পরিষদের শোক প্রকাশ Logo শাবির অধ্যাপক জহীর উদ্দিনের মায়ের মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ Logo বিশ কোটিতে গণপূর্তের প্রধান হওয়ার মিশনে ‘ছাত্রদল ক্যাডার প্রকৌশলী’! Logo দূর্নীতির রাক্ষস ফায়ার সার্ভিসের এডি আনোয়ার! Logo ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতি হওয়া শাহজালাল বিশ্ববিদ্যালয়ে অবকাঠামোর সংস্কার শুরু Logo বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির দাবিতে শাবিপ্রবি ছাত্রলীগের মানববন্ধন Logo কুবি উপাচার্যের বক্তব্যের প্রমাণ দিতে শিক্ষক সমিতির সাত দিনের আল্টিমেটাম




হাস্যোজ্জ্বল আর বুদ্ধিদীপ্ত মুন্নি আক্তারের গল্প

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০১৯ ১৮০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার;
ক্যাম্পাসের সবাই তাকে চিনত এক নামে। সদা হাস্যোজ্জ্বল আর বুদ্ধিদীপ্ত মেয়েটি বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বাদল ব্যাপারীর সঙ্গে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মরত। ক্যাম্পাসের যেখানে ঘটনা সেখানেই ছিল তার সরব উপস্থিতি। পড়ালেখা করেছেন গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ১১তম ব্যাচে। নাম মুন্নি আক্তার।

রাজবাড়ীর মেয়ে মুন্নি ২০১৪ সালে ভর্তি হওয়ার পর থেকে বিভাগের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ ও সঞ্চালনার পাশাপাশি খেলাধুলায় মেলে ধরেন নিজের প্রতিভা। এর স্বীকৃতিস্বরূপ নিজের ঝুলিতে পুরেছেন নানা পুরস্কার। ২০১৮ সালে ক্যাম্পাসের ‘সেরা ফিচার লেখক’ নির্বাচিত হন। এ সবকিছুর পেছনে তাকে উৎসাহ জুগিয়েছেন বন্ধুবান্ধব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পরিবারের সদস্যরা।
দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ‘গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (গবিসাস) পঞ্চম কমিটির (২০১৭-১৮) সাধারণ সম্পাদক ছিলেন। তিনিই ছিলেন দেশের বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রথম নারী সাধারণ সম্পাদক। এছাড়া বিশ্ববিদ্যালয় পরিবেশ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতিও ছিলেন তিনি। এখন গবিসাসের ষষ্ঠ কমিটির উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।
তিনি ক্যাম্পাস সাংবাদিকতা শুরু করেন ২০১৬ সালে। ক্যাম্পাসলাইভ২৪ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন। পরে জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কাজ করেন। কর্মব্যস্ততার মাঝে এখনও বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত ফিচার লিখছেন। লেখালেখি ও সাংবাদিকতার প্রতি বেশ আগ্রহ ছিল তার। বিতার্কিক হিসেবে পরিচিত ছিলেন কলেজজীবনে। ‘বিতর্ক করার রসদ জোগাতে সব সময় বই ও পত্রিকা পড়তে উৎসাহ দিতেন মা। ওই সময়েই সাংবাদিকতার প্রতি আমার ভালো লাগার শুরু,’ বলেন মুন্নি।
তিনি বলেন, ‘ক্যাম্পাস সাংবাদিকতা হচ্ছে সাংবাদিকতার আঁতুড়ঘর। একজন দক্ষ, সৎ ও সাহসী গণমাধ্যমকর্মী তৈরির প্রাথমিক শিক্ষালয় হিসেবে ক্যাম্পাস সাংবাদিকতাকে বিবেচনা করে এর বিকাশে সবাইকে আন্তরিক হতে হবে। সাংবাদিকতার বাইরে মুন্নির আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে ভ্রমণ। তিনি বলেন, আমি পৃথিবীটাকে নিজের মতো করে দেখতে চাই। বন্ধু, আড্ডা ও লেখালেখি এ নিয়েই আমার পথচলা। অবসর সময়ে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে সময় কাটাই। তাদের পরিবেশ সম্পর্কে সচেতন করি। এ সময়টাই আমার সবচেয়ে ভালো লাগে।’
মুন্নি জানান তার স্বপ্নের কথা ‘ভালো আইনজীবী হয়ে নিজের অর্জিত জ্ঞান দেশের উন্নয়নে ব্যয় করতে চাই। অধিকারবঞ্চিত শিশুদের শিক্ষার প্রসারে কাজ করে যেতে চাই। আমি স্বপ্ন দেখি, বাংলাদেশের সব শিশু একদিন শিক্ষার সুযোগ পাবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




হাস্যোজ্জ্বল আর বুদ্ধিদীপ্ত মুন্নি আক্তারের গল্প

আপডেট সময় : ০৩:১৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০১৯

স্টাফ রিপোর্টার;
ক্যাম্পাসের সবাই তাকে চিনত এক নামে। সদা হাস্যোজ্জ্বল আর বুদ্ধিদীপ্ত মেয়েটি বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বাদল ব্যাপারীর সঙ্গে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মরত। ক্যাম্পাসের যেখানে ঘটনা সেখানেই ছিল তার সরব উপস্থিতি। পড়ালেখা করেছেন গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ১১তম ব্যাচে। নাম মুন্নি আক্তার।

রাজবাড়ীর মেয়ে মুন্নি ২০১৪ সালে ভর্তি হওয়ার পর থেকে বিভাগের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ ও সঞ্চালনার পাশাপাশি খেলাধুলায় মেলে ধরেন নিজের প্রতিভা। এর স্বীকৃতিস্বরূপ নিজের ঝুলিতে পুরেছেন নানা পুরস্কার। ২০১৮ সালে ক্যাম্পাসের ‘সেরা ফিচার লেখক’ নির্বাচিত হন। এ সবকিছুর পেছনে তাকে উৎসাহ জুগিয়েছেন বন্ধুবান্ধব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পরিবারের সদস্যরা।
দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ‘গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (গবিসাস) পঞ্চম কমিটির (২০১৭-১৮) সাধারণ সম্পাদক ছিলেন। তিনিই ছিলেন দেশের বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রথম নারী সাধারণ সম্পাদক। এছাড়া বিশ্ববিদ্যালয় পরিবেশ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতিও ছিলেন তিনি। এখন গবিসাসের ষষ্ঠ কমিটির উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।
তিনি ক্যাম্পাস সাংবাদিকতা শুরু করেন ২০১৬ সালে। ক্যাম্পাসলাইভ২৪ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন। পরে জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কাজ করেন। কর্মব্যস্ততার মাঝে এখনও বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত ফিচার লিখছেন। লেখালেখি ও সাংবাদিকতার প্রতি বেশ আগ্রহ ছিল তার। বিতার্কিক হিসেবে পরিচিত ছিলেন কলেজজীবনে। ‘বিতর্ক করার রসদ জোগাতে সব সময় বই ও পত্রিকা পড়তে উৎসাহ দিতেন মা। ওই সময়েই সাংবাদিকতার প্রতি আমার ভালো লাগার শুরু,’ বলেন মুন্নি।
তিনি বলেন, ‘ক্যাম্পাস সাংবাদিকতা হচ্ছে সাংবাদিকতার আঁতুড়ঘর। একজন দক্ষ, সৎ ও সাহসী গণমাধ্যমকর্মী তৈরির প্রাথমিক শিক্ষালয় হিসেবে ক্যাম্পাস সাংবাদিকতাকে বিবেচনা করে এর বিকাশে সবাইকে আন্তরিক হতে হবে। সাংবাদিকতার বাইরে মুন্নির আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে ভ্রমণ। তিনি বলেন, আমি পৃথিবীটাকে নিজের মতো করে দেখতে চাই। বন্ধু, আড্ডা ও লেখালেখি এ নিয়েই আমার পথচলা। অবসর সময়ে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে সময় কাটাই। তাদের পরিবেশ সম্পর্কে সচেতন করি। এ সময়টাই আমার সবচেয়ে ভালো লাগে।’
মুন্নি জানান তার স্বপ্নের কথা ‘ভালো আইনজীবী হয়ে নিজের অর্জিত জ্ঞান দেশের উন্নয়নে ব্যয় করতে চাই। অধিকারবঞ্চিত শিশুদের শিক্ষার প্রসারে কাজ করে যেতে চাই। আমি স্বপ্ন দেখি, বাংলাদেশের সব শিশু একদিন শিক্ষার সুযোগ পাবে।’