ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা আমাদের অঙ্গীকারঃ ড. তৌফিক রহমান চৌধুরী  Logo মেট্রোপলিটন ইউনিভার্সিটির নতুন বাসের উদ্বোধন Logo মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের ভূমিকা অগ্রগণ্য: ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক Logo মঙ্গল শোভাযাত্রা – তাসফিয়া ফারহানা ঐশী Logo সাস্টিয়ান ব্রাহ্মণবাড়িয়া এর ইফতার মাহফিল সম্পন্ন Logo কুবির চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার ও পূর্নমিলনী Logo অধ্যাপক জহীর উদ্দিন আহমেদের মায়ের মৃত্যুতে শাবির মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্ত চিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ পরিষদের শোক প্রকাশ Logo শাবির অধ্যাপক জহীর উদ্দিনের মায়ের মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ Logo বিশ কোটিতে গণপূর্তের প্রধান হওয়ার মিশনে ‘ছাত্রদল ক্যাডার প্রকৌশলী’! Logo দূর্নীতির রাক্ষস ফায়ার সার্ভিসের এডি আনোয়ার!




দিল্লি কীভাবে দখল করতে হয়, তৃণমূল জানে: মমতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯ ১২২ বার পড়া হয়েছে

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, দিল্লি কী ভাবে দখল করতে হয়, তৃণমূল জানে। বিজেপি কিছুতেই ক্ষমতায় ফিরবে না। মুর্শিদাবাদে আরএসএসের সাহায্য নিয়ে লড়ছে কংগ্রেস।আঞ্চলিক দলগুলোকে সঙ্গে নিয়ে তৃণমূলই সরকার গড়বে। শুক্রবার বহরমপুরের এক সভায় তিনি এসব কথা বলেন।

‘বিয়াল্লিশে বিয়াল্লিশ’— এই স্লোগান নিয়েই কয়েকমাস আগ থেকে দলের সভা, মিছিল, পোস্টারে দলটির উপস্থিতি।

ভারতীয় গণমাধ্যম জানায় নির্বাচনী জনসভাগুলোতে মমতা বাংলার সব আসনে তৃণমূলকে জেতানোর আহ্বান জানাচ্ছেন। তৃণমূলই এ বার দিল্লির সরকার গঠনের চাবিকাঠি হয়ে উঠতে চলেছে বলেও গত কয়েক দিন ধরে তিনি দাবি করছেন।

জনসভায় মমতা বলেন, আপনার ভোটটা তৃণমূল কংগ্রেসকে দিন। তার কারণ এ বারের বাংলা সালটা হচ্ছে ১৪২৬। ১৪২৬, বাংলা চায় বিয়াল্লিশে বিয়াল্লিশ। তিনি বলেন, বিয়াল্লিশটা সিট দিন, দিল্লি কীভাবে কাঁপাতে হয় আমরা জানি। দিল্লি কী করে দখল করতে হয় আমরা জানি। দিল্লিতে কীভাবে সরকার গড়তে হয় আমরা জানি।

জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল কংগ্রেসই সবাইকে নিয়ে সরকার গড়বে। উত্তরপ্রদেশ, বাংলা সবাইকে নিয়ে একসঙ্গে করব আমরা। কোনো অসুবিধা নেই। তিনি বলেন, সরকার গঠন করতে বিজেপি পারবে না, নিশ্চিন্ত থাকুন। আঞ্চলিক দলগুলো মিলেমিশে সরকার গড়বে।

দেশটির গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী মমতার প্রস্তাবিত ফেডারেল ফ্রন্টযদি সরকার গড়ে, তাহলে তিনিই প্রধানমন্ত্রী হবেন এমন কোনো মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় করেননি। তৃণমূলকেই প্রধান শাসক দল হিসেবে গ্রহণ করে সরকার গঠন করতে হবে এমন কোনো শর্তও মমতা বন্দ্যোপাধ্যায় রাখেননি।

কিন্তু এবার সরকার গঠনে বাংলা আর উত্তরপ্রদেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মন্তব্য করে মমতা বন্দ্যোপাধ্যায় এ কথাও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে, তৃতীয় শক্তি সরকার গঠন করলে যে দু’তিনটি দল সবচেয়ে বড় ভূমিকা নেবে, তার মধ্যে তৃণমূল অন্যতম।

বাংলা থেকে ৪২টি আসন যদি তৃণমূল জেতে, তা হলে লোকসভায় তৃণমূলই যে তৃতীয় বৃহত্তম শক্তি হবে, তা নিশ্চিত। কারণ বিজেপি ও কংগ্রেসকে বাদ রাখলে অন্য কোনো দল এতগুলো আসনে জিততে পারবে না। সে ক্ষেত্রে সম্ভাব্য ফেডারেল ফ্রন্টের নেতৃত্ব যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই থাকবে, তা নিয়ে সংশয়ের অবকাশ কম।

সূত্র: আনন্দ বাজার

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




দিল্লি কীভাবে দখল করতে হয়, তৃণমূল জানে: মমতা

আপডেট সময় : ১১:৩৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, দিল্লি কী ভাবে দখল করতে হয়, তৃণমূল জানে। বিজেপি কিছুতেই ক্ষমতায় ফিরবে না। মুর্শিদাবাদে আরএসএসের সাহায্য নিয়ে লড়ছে কংগ্রেস।আঞ্চলিক দলগুলোকে সঙ্গে নিয়ে তৃণমূলই সরকার গড়বে। শুক্রবার বহরমপুরের এক সভায় তিনি এসব কথা বলেন।

‘বিয়াল্লিশে বিয়াল্লিশ’— এই স্লোগান নিয়েই কয়েকমাস আগ থেকে দলের সভা, মিছিল, পোস্টারে দলটির উপস্থিতি।

ভারতীয় গণমাধ্যম জানায় নির্বাচনী জনসভাগুলোতে মমতা বাংলার সব আসনে তৃণমূলকে জেতানোর আহ্বান জানাচ্ছেন। তৃণমূলই এ বার দিল্লির সরকার গঠনের চাবিকাঠি হয়ে উঠতে চলেছে বলেও গত কয়েক দিন ধরে তিনি দাবি করছেন।

জনসভায় মমতা বলেন, আপনার ভোটটা তৃণমূল কংগ্রেসকে দিন। তার কারণ এ বারের বাংলা সালটা হচ্ছে ১৪২৬। ১৪২৬, বাংলা চায় বিয়াল্লিশে বিয়াল্লিশ। তিনি বলেন, বিয়াল্লিশটা সিট দিন, দিল্লি কীভাবে কাঁপাতে হয় আমরা জানি। দিল্লি কী করে দখল করতে হয় আমরা জানি। দিল্লিতে কীভাবে সরকার গড়তে হয় আমরা জানি।

জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল কংগ্রেসই সবাইকে নিয়ে সরকার গড়বে। উত্তরপ্রদেশ, বাংলা সবাইকে নিয়ে একসঙ্গে করব আমরা। কোনো অসুবিধা নেই। তিনি বলেন, সরকার গঠন করতে বিজেপি পারবে না, নিশ্চিন্ত থাকুন। আঞ্চলিক দলগুলো মিলেমিশে সরকার গড়বে।

দেশটির গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী মমতার প্রস্তাবিত ফেডারেল ফ্রন্টযদি সরকার গড়ে, তাহলে তিনিই প্রধানমন্ত্রী হবেন এমন কোনো মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় করেননি। তৃণমূলকেই প্রধান শাসক দল হিসেবে গ্রহণ করে সরকার গঠন করতে হবে এমন কোনো শর্তও মমতা বন্দ্যোপাধ্যায় রাখেননি।

কিন্তু এবার সরকার গঠনে বাংলা আর উত্তরপ্রদেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মন্তব্য করে মমতা বন্দ্যোপাধ্যায় এ কথাও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে, তৃতীয় শক্তি সরকার গঠন করলে যে দু’তিনটি দল সবচেয়ে বড় ভূমিকা নেবে, তার মধ্যে তৃণমূল অন্যতম।

বাংলা থেকে ৪২টি আসন যদি তৃণমূল জেতে, তা হলে লোকসভায় তৃণমূলই যে তৃতীয় বৃহত্তম শক্তি হবে, তা নিশ্চিত। কারণ বিজেপি ও কংগ্রেসকে বাদ রাখলে অন্য কোনো দল এতগুলো আসনে জিততে পারবে না। সে ক্ষেত্রে সম্ভাব্য ফেডারেল ফ্রন্টের নেতৃত্ব যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই থাকবে, তা নিয়ে সংশয়ের অবকাশ কম।

সূত্র: আনন্দ বাজার