ঢাকা ০১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা আমাদের অঙ্গীকারঃ ড. তৌফিক রহমান চৌধুরী  Logo মেট্রোপলিটন ইউনিভার্সিটির নতুন বাসের উদ্বোধন Logo মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের ভূমিকা অগ্রগণ্য: ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক Logo মঙ্গল শোভাযাত্রা – তাসফিয়া ফারহানা ঐশী Logo সাস্টিয়ান ব্রাহ্মণবাড়িয়া এর ইফতার মাহফিল সম্পন্ন Logo কুবির চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার ও পূর্নমিলনী Logo অধ্যাপক জহীর উদ্দিন আহমেদের মায়ের মৃত্যুতে শাবির মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্ত চিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ পরিষদের শোক প্রকাশ Logo শাবির অধ্যাপক জহীর উদ্দিনের মায়ের মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ Logo বিশ কোটিতে গণপূর্তের প্রধান হওয়ার মিশনে ‘ছাত্রদল ক্যাডার প্রকৌশলী’! Logo দূর্নীতির রাক্ষস ফায়ার সার্ভিসের এডি আনোয়ার!




অরুণাচলে মুখ্যমন্ত্রীর কনভয় থেকে ২ কোটি টাকা উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০১৯ ১২৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক; অরুণাচলের পাসিঘাটে বৃহস্পতিবার সকালে সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর কয়েক ঘণ্টা আগে মাঝরাতে সেখানকার মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর কনভয় তল্লাশি করে নগদ প্রায় দু’কোটি টাকা উদ্ধার করা হয়েছে।

মোদির সভা শুরুর আগেই পুরো ঘটনাটি তুলে ধরে কংগ্রেস বলছে ‘চৌকিদারই চোর’। টাকা দিয়ে ভোট কেনার সব থেকে বড় ঘটনা এটি। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনকে আহ্বান জানানো হয়েছে।

তিনটি গাড়িতে তল্লাশি চালিয়ে ১ কোটি ৮০ লাখ টাকার বেশি উদ্ধার ধরেন দুই নারী কর্মকর্তা। এদের মধ্যে একজন নির্বাচন কমিশনের খরচের উপর নজরদারি করা পর্যবেক্ষক সমৃতা কৌর গিল। অন্যজন পাসিঘাটের জেলাশাসক কিন্নি সিং।

ফ্লাইং স্কোয়াড, পুলিশ ও কমিশনের পর্যবেক্ষকরা সিয়াং অতিথিশালায় মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর কনভয়ের গাড়িগুলোতে তল্লাশি করে। অতিথিশালায় মুখ্যমন্ত্রী পেমা খান্ডু নিজেও সে সময় উপস্থিত ছিলেন। বিষয়টি দিল্লির নজরে এনে কংগ্রেসের রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, নরেন্দ্র মোদি ও পেমা খান্ডুর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত কমিশনের।

রণদীপ সিং সুরজেওয়ালা আরও বলেন, মুখ্যমন্ত্রী, প্রদেশের সভাপতি ও এবারের প্রার্থী তাপির গাওয়ের কনভয়ের গাড়িতে মোদির সভার জন্যই টাকা আনা হচ্ছিল। পেমা পদত্যাগ করুন এবং দুই প্রার্থীকে অযোগ্য ঘোষণা করুক কমিশন।

তবে পেমা খান্ডু বলেন, এক প্রার্থীর গাড়িতে টাকা পাওয়া গেছে। এই দায়িত্ব তার। টাকার ব্যাপারে আমি কিছু জানি না। প্রদেশের সভাপতি বিষয়টি দেখছেন। আর প্রদেশের সভাপতি গাও বলছেন, টাকার উৎস প্রার্থী বলতে পারবেন। হারের ভয়ে কংগ্রেস তাদের হেনস্থার চেষ্টা করছে।

আসলে যুব কংগ্রেসের দেওয়া খবরের ভিত্তিতেই ওই গাড়িগুলোতে তল্লাশি করা হয়। আর মেবো বিধানসভা কেন্দ্রের প্রার্থী ডেংগি প্রেমে বলেন, টাকা তার ছেলের। তিনিই গাড়ি চালাচ্ছিলেন। কমিশনের নোটিসও গিয়েছে ডেংগির কাছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




অরুণাচলে মুখ্যমন্ত্রীর কনভয় থেকে ২ কোটি টাকা উদ্ধার

আপডেট সময় : ১১:১২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০১৯

আন্তর্জাতিক ডেস্ক; অরুণাচলের পাসিঘাটে বৃহস্পতিবার সকালে সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর কয়েক ঘণ্টা আগে মাঝরাতে সেখানকার মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর কনভয় তল্লাশি করে নগদ প্রায় দু’কোটি টাকা উদ্ধার করা হয়েছে।

মোদির সভা শুরুর আগেই পুরো ঘটনাটি তুলে ধরে কংগ্রেস বলছে ‘চৌকিদারই চোর’। টাকা দিয়ে ভোট কেনার সব থেকে বড় ঘটনা এটি। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনকে আহ্বান জানানো হয়েছে।

তিনটি গাড়িতে তল্লাশি চালিয়ে ১ কোটি ৮০ লাখ টাকার বেশি উদ্ধার ধরেন দুই নারী কর্মকর্তা। এদের মধ্যে একজন নির্বাচন কমিশনের খরচের উপর নজরদারি করা পর্যবেক্ষক সমৃতা কৌর গিল। অন্যজন পাসিঘাটের জেলাশাসক কিন্নি সিং।

ফ্লাইং স্কোয়াড, পুলিশ ও কমিশনের পর্যবেক্ষকরা সিয়াং অতিথিশালায় মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর কনভয়ের গাড়িগুলোতে তল্লাশি করে। অতিথিশালায় মুখ্যমন্ত্রী পেমা খান্ডু নিজেও সে সময় উপস্থিত ছিলেন। বিষয়টি দিল্লির নজরে এনে কংগ্রেসের রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, নরেন্দ্র মোদি ও পেমা খান্ডুর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত কমিশনের।

রণদীপ সিং সুরজেওয়ালা আরও বলেন, মুখ্যমন্ত্রী, প্রদেশের সভাপতি ও এবারের প্রার্থী তাপির গাওয়ের কনভয়ের গাড়িতে মোদির সভার জন্যই টাকা আনা হচ্ছিল। পেমা পদত্যাগ করুন এবং দুই প্রার্থীকে অযোগ্য ঘোষণা করুক কমিশন।

তবে পেমা খান্ডু বলেন, এক প্রার্থীর গাড়িতে টাকা পাওয়া গেছে। এই দায়িত্ব তার। টাকার ব্যাপারে আমি কিছু জানি না। প্রদেশের সভাপতি বিষয়টি দেখছেন। আর প্রদেশের সভাপতি গাও বলছেন, টাকার উৎস প্রার্থী বলতে পারবেন। হারের ভয়ে কংগ্রেস তাদের হেনস্থার চেষ্টা করছে।

আসলে যুব কংগ্রেসের দেওয়া খবরের ভিত্তিতেই ওই গাড়িগুলোতে তল্লাশি করা হয়। আর মেবো বিধানসভা কেন্দ্রের প্রার্থী ডেংগি প্রেমে বলেন, টাকা তার ছেলের। তিনিই গাড়ি চালাচ্ছিলেন। কমিশনের নোটিসও গিয়েছে ডেংগির কাছে।