ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ




আবুল হাসানাত আবদুল্লাহ’র আত্মীয় পরিচয়ে পুরান ঢাকায় আরিফের দখল সন্ত্রাস!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১ ২৫২ বার পড়া হয়েছে

কলিম শরাফী: নিজেকে কখনো পরিচয় দেন যুবলীগ নেতা, কখনো সাংবাদিক, কখনো বরিশালের আওয়ামী লীগের সেনিয়াবাদ বংশের পরিচয় দিয়ে ভয়-ভীতি দেখিয়ে দখল-বাণিজ্যে চাঁদাবাজিসহ তার বিভিন্ন অসামাজিক কার্যকলাপে রাজধানীর পুরান ঢাকার জনসাধারণের কাছে আতঙ্ক হয়ে উঠেছে বাউফলের আরিফ সন্যমত। বিশেষ করে তার দখলের গ্রাসে অতিষ্ঠ হয়ে পড়েছেন কোতোয়ালি বাসী।

অভিযোগের তথ্যসূত্রে জানা যায়, ঢাকার নবাব এস্টেটের মালিকানাধীন কোতোয়ালী শহর ঢাকা মৌজার খতিয়ান নং৫১১৯ সি এস দাগ নং১১ জমির পরিমাণ০,৬১ একর এর দাগের ওয়াজ ঘাটস্থ রেংকিং হাউজের মূল ভবনের নিচতলায়৫১৪ বর্গফুট এর একটি কক্ষ১৮/০১/২০১৬সনে লীজ প্রাপ্ত হইয়া ভূমি সংস্কার বোর্ডের গাড়িচালক মামুন সরকার জমি ভোগ দখল করতে গেলে সন্ত্রাসী আরিফ তার সঙ্গ সাথী নিয়ে মামুন সরকারকে মারধোর করে মেরে ফেলার হুমকি দেন ও ১৫ থেকে ২০ জন সন্ত্রাসী বাহিনী দিয়ে মামুন সরকারকে তাড়িয়ে দেয়।

এ বিষয়ে ভুক্তভুগী মামুন সরকার বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি জিডি করেন যাহার নাম্বার১১৪৫ কাউন্সিলর এর কাছে বহিরাগত অবৈধ দখলদারদের উচ্ছেদের অভিযোগ দেওয়া আছে এ বিষয়ে থানা ও কাউন্সিলর এর কাছে বক্তব্য জানতে চাইলে তারা অভিযোগের বিষয়টি সত্যতা পোষণ করেন কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও দখলদারিত্বের কাছ থেকে জমি পাচ্ছে না মামুন সরকার।

এছাড়া আরিফ ভূমি সংস্কার বোর্ডের জমিতে গ্যারেজ বানিয়ে ২০ থেকে ৩০ টা ভ্যান রাখে প্রত্যেক ভ্যান থেকে একদিনে ভাড়া নিচ্ছে ৫০ টাকা ভূমি সংস্কার বোর্ডের জমি দখল করে গ্যাস, পানি, বিদ্যুৎ,অবৈধভাবে ব্যবহার করে এবং কলার আরদ্ধে সাংবাদিকের ক্ষমতা দেখিয়ে ব্যবসায়ীদের দিচ্ছেন ফরমালিন জাতীয় মেডিসিন বিক্রয় করে এছাড়াও তার নামে ক্যাসিনো কেলেঙ্কারি সহ এলাকায় খাবার হোটেলে চাঁদাবাজির অভিযোগ ও আছে এমনকি তিনি এক সময় বিএনপির তেজগাঁও শ্রমিকদল করতেন,এখন তিনি নামের শেষে সেরনিয়াবাদ লাগিয়ে বরিশালের মেয়র এর বংশের লোক বলে পরিচয় দিয়ে কোতোয়ালী যুবলীগের সাথে সংযুক্ত হয়ে করেছেন দখলদারিত্ব ও চাঁদাবাজী, এলাকা সূত্রে জানা যায় তার নাম হচ্ছে আরিফ সন‍্যামত পিতা মৃত্যু ফয়জর সন্যামত তাদের স্থায়ী ঠিকানা পটুয়াখালীর বাউফল উপজেলার চর রঘুনাথদি গ্রামে। ডাকঘর সিংহের কাটি থানা।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দখলবাজ আরিফ সন‍্যামত একজন প্রতারক, বিভিন্ন জায়গায় সুবিধা পাওয়ার জন্য আরিফ বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নেতা আবুল হাসানাত আবদুল্লাহর সেরনিয়াবাদ বংশের পরিচয় দিয়ে আসছে এবং তিনি দাবি করেন আমি বরিশালের আগৈলঝাড়ার আওয়ামী লীগের ঐতিহ্যবাহী সেরনিয়াবাদ বংশের পরিচয় এমনকি আবুল হাসনাত আবদুল্লাহ ও মেয়র সাদিক আবদুল্লাহ তার খুব কাছের লোক বলেও বিভিন্ন স্থানে পরিচয় দিয়েছেন।

এসব প্রতারণা ও দখলদারিত্বের বিষয় রাজধানীর কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে ঘটনার সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




আবুল হাসানাত আবদুল্লাহ’র আত্মীয় পরিচয়ে পুরান ঢাকায় আরিফের দখল সন্ত্রাস!

আপডেট সময় : ০৪:৪৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১

কলিম শরাফী: নিজেকে কখনো পরিচয় দেন যুবলীগ নেতা, কখনো সাংবাদিক, কখনো বরিশালের আওয়ামী লীগের সেনিয়াবাদ বংশের পরিচয় দিয়ে ভয়-ভীতি দেখিয়ে দখল-বাণিজ্যে চাঁদাবাজিসহ তার বিভিন্ন অসামাজিক কার্যকলাপে রাজধানীর পুরান ঢাকার জনসাধারণের কাছে আতঙ্ক হয়ে উঠেছে বাউফলের আরিফ সন্যমত। বিশেষ করে তার দখলের গ্রাসে অতিষ্ঠ হয়ে পড়েছেন কোতোয়ালি বাসী।

অভিযোগের তথ্যসূত্রে জানা যায়, ঢাকার নবাব এস্টেটের মালিকানাধীন কোতোয়ালী শহর ঢাকা মৌজার খতিয়ান নং৫১১৯ সি এস দাগ নং১১ জমির পরিমাণ০,৬১ একর এর দাগের ওয়াজ ঘাটস্থ রেংকিং হাউজের মূল ভবনের নিচতলায়৫১৪ বর্গফুট এর একটি কক্ষ১৮/০১/২০১৬সনে লীজ প্রাপ্ত হইয়া ভূমি সংস্কার বোর্ডের গাড়িচালক মামুন সরকার জমি ভোগ দখল করতে গেলে সন্ত্রাসী আরিফ তার সঙ্গ সাথী নিয়ে মামুন সরকারকে মারধোর করে মেরে ফেলার হুমকি দেন ও ১৫ থেকে ২০ জন সন্ত্রাসী বাহিনী দিয়ে মামুন সরকারকে তাড়িয়ে দেয়।

এ বিষয়ে ভুক্তভুগী মামুন সরকার বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি জিডি করেন যাহার নাম্বার১১৪৫ কাউন্সিলর এর কাছে বহিরাগত অবৈধ দখলদারদের উচ্ছেদের অভিযোগ দেওয়া আছে এ বিষয়ে থানা ও কাউন্সিলর এর কাছে বক্তব্য জানতে চাইলে তারা অভিযোগের বিষয়টি সত্যতা পোষণ করেন কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও দখলদারিত্বের কাছ থেকে জমি পাচ্ছে না মামুন সরকার।

এছাড়া আরিফ ভূমি সংস্কার বোর্ডের জমিতে গ্যারেজ বানিয়ে ২০ থেকে ৩০ টা ভ্যান রাখে প্রত্যেক ভ্যান থেকে একদিনে ভাড়া নিচ্ছে ৫০ টাকা ভূমি সংস্কার বোর্ডের জমি দখল করে গ্যাস, পানি, বিদ্যুৎ,অবৈধভাবে ব্যবহার করে এবং কলার আরদ্ধে সাংবাদিকের ক্ষমতা দেখিয়ে ব্যবসায়ীদের দিচ্ছেন ফরমালিন জাতীয় মেডিসিন বিক্রয় করে এছাড়াও তার নামে ক্যাসিনো কেলেঙ্কারি সহ এলাকায় খাবার হোটেলে চাঁদাবাজির অভিযোগ ও আছে এমনকি তিনি এক সময় বিএনপির তেজগাঁও শ্রমিকদল করতেন,এখন তিনি নামের শেষে সেরনিয়াবাদ লাগিয়ে বরিশালের মেয়র এর বংশের লোক বলে পরিচয় দিয়ে কোতোয়ালী যুবলীগের সাথে সংযুক্ত হয়ে করেছেন দখলদারিত্ব ও চাঁদাবাজী, এলাকা সূত্রে জানা যায় তার নাম হচ্ছে আরিফ সন‍্যামত পিতা মৃত্যু ফয়জর সন্যামত তাদের স্থায়ী ঠিকানা পটুয়াখালীর বাউফল উপজেলার চর রঘুনাথদি গ্রামে। ডাকঘর সিংহের কাটি থানা।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দখলবাজ আরিফ সন‍্যামত একজন প্রতারক, বিভিন্ন জায়গায় সুবিধা পাওয়ার জন্য আরিফ বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নেতা আবুল হাসানাত আবদুল্লাহর সেরনিয়াবাদ বংশের পরিচয় দিয়ে আসছে এবং তিনি দাবি করেন আমি বরিশালের আগৈলঝাড়ার আওয়ামী লীগের ঐতিহ্যবাহী সেরনিয়াবাদ বংশের পরিচয় এমনকি আবুল হাসনাত আবদুল্লাহ ও মেয়র সাদিক আবদুল্লাহ তার খুব কাছের লোক বলেও বিভিন্ন স্থানে পরিচয় দিয়েছেন।

এসব প্রতারণা ও দখলদারিত্বের বিষয় রাজধানীর কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে ঘটনার সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে।