ঢাকা ১২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ




পটুয়াখালীতে জমি দখলের চেষ্টায় রাতের আধারে ঘর নির্মাণ, থানায় অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১ ৯০ বার পড়া হয়েছে

পটুয়াখালী প্রতনিধি:

পটুয়াখালী পৌরসভাধীন কলের পুকুরের উত্তর পাড়ে মোঃ নাসির উদ্দিন খান এর মেয়ে নাদিয়া খান পিংকি (২৭) এর পটুয়াখালী মৌজাধীন জেএল নং-৩৮, খতিয়ান নং-৮৩৩৪, দাগ নং- ৫৭৪২,৫৭৪৩ সহ মোট জমির পরিমান ০.০১৯০ একর। উক্ত জমি অবৈধভাবে দখলের চেষ্টায় ২১ এপ্রিল রাত আনুমানিক ১১ থেকে ২২এপ্রিল ভোর ৫টার দিয়ে রাবেয়া বেগম রুমি গং একটি টিন সেড ঘর নির্মান করে একটি সাইবোর্ড টানিয়ে দেয়। এঘটনায় পিংকির বাবা নাসির উদ্দিন খান বাদী হয়ে সদর থানায় রাবেয়া বেগম রুমি(৪২), মোঃ ফরিদ উদ্দিন খান বিপ্লব (৫০), মোঃ নিজাম উদ্দিন খান(৪৮), মোঃ মিজানুর রহমান শাহাদাত(৩৭), মোঃ ইমরান খান জনি (৩০), মোঃ জালাল খান(৫৫), মোঃ আবির খান (২৮), মোঃ হৃদয় খান(২৬), মোসাঃ ফাতেমা আক্তার সিমা (৪০), মোসাঃ আলেয়া বেগম (৬০) সর্ব সাং- কলের পুকুরের উত্তর পাড় এবং মোঃ সাইমুন (৪৪) সাং-চানমারি রোড পটুয়াখালীকে বিবাদী করে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগ সুত্রে জানা যায়, বাদী এবং বিবাদীরা সকলে একই এলাকায় বসবাস করে। বিবাদীরা এলাকায় প্রভাবশালী ও জনবলে বলিয়ান হওয়ায় শালিস ব্যবস্থা ও আইনের তোয়াক্কা করে না। বিবাদীদের সাথে বাদীর মেয়ে নাদিয়া খান পিংকি এর উপরোক্ত তফসিল বর্নিত জমি নিয়ে বিরোধ চলে আসছে। পিংকি ঢাকায় থাকায় তার উক্ত জমির দেখা শুনা করে তার বাবা নাসির উদ্দিন খান। বিবাদীরা পূর্বে প্রায়ই উক্ত জমি দখলের বিভিন্ন অপচেষ্টা চালায় বাধা দিলে দাবায় ধমকায় এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। ঘটনার দিন বাদী তার মেয়ের জায়গায় ঘর নির্মাণের বিষয় জানতে গেলে বিবাদিরা প্রাণ নাশের ভয় ভীতি দেখায় এবং লাঠিসোটা নিয়ে মারধরের চেষ্ঠা চালায়। বিবদিদের সাথে ঝামেলায় লিপ্ত হলে আইন শৃঙ্খলার অবনতি ঘটবে দেখে বাদী সদর থানায় লিখিত অভিযোগ জানায়। থানা থেকে উক্তস্থান পরিদর্শন করেছে এবং মিমাংসা না হওয়া পর্যন্ত কোন ভাবেই যেন আইন শৃঙ্খলার অবনতি না হয় সেদিকে খেয়াল রাখতে নিদের্শন নিয়েছেন। ##

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




পটুয়াখালীতে জমি দখলের চেষ্টায় রাতের আধারে ঘর নির্মাণ, থানায় অভিযোগ

আপডেট সময় : ০৮:৪০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১

পটুয়াখালী প্রতনিধি:

পটুয়াখালী পৌরসভাধীন কলের পুকুরের উত্তর পাড়ে মোঃ নাসির উদ্দিন খান এর মেয়ে নাদিয়া খান পিংকি (২৭) এর পটুয়াখালী মৌজাধীন জেএল নং-৩৮, খতিয়ান নং-৮৩৩৪, দাগ নং- ৫৭৪২,৫৭৪৩ সহ মোট জমির পরিমান ০.০১৯০ একর। উক্ত জমি অবৈধভাবে দখলের চেষ্টায় ২১ এপ্রিল রাত আনুমানিক ১১ থেকে ২২এপ্রিল ভোর ৫টার দিয়ে রাবেয়া বেগম রুমি গং একটি টিন সেড ঘর নির্মান করে একটি সাইবোর্ড টানিয়ে দেয়। এঘটনায় পিংকির বাবা নাসির উদ্দিন খান বাদী হয়ে সদর থানায় রাবেয়া বেগম রুমি(৪২), মোঃ ফরিদ উদ্দিন খান বিপ্লব (৫০), মোঃ নিজাম উদ্দিন খান(৪৮), মোঃ মিজানুর রহমান শাহাদাত(৩৭), মোঃ ইমরান খান জনি (৩০), মোঃ জালাল খান(৫৫), মোঃ আবির খান (২৮), মোঃ হৃদয় খান(২৬), মোসাঃ ফাতেমা আক্তার সিমা (৪০), মোসাঃ আলেয়া বেগম (৬০) সর্ব সাং- কলের পুকুরের উত্তর পাড় এবং মোঃ সাইমুন (৪৪) সাং-চানমারি রোড পটুয়াখালীকে বিবাদী করে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগ সুত্রে জানা যায়, বাদী এবং বিবাদীরা সকলে একই এলাকায় বসবাস করে। বিবাদীরা এলাকায় প্রভাবশালী ও জনবলে বলিয়ান হওয়ায় শালিস ব্যবস্থা ও আইনের তোয়াক্কা করে না। বিবাদীদের সাথে বাদীর মেয়ে নাদিয়া খান পিংকি এর উপরোক্ত তফসিল বর্নিত জমি নিয়ে বিরোধ চলে আসছে। পিংকি ঢাকায় থাকায় তার উক্ত জমির দেখা শুনা করে তার বাবা নাসির উদ্দিন খান। বিবাদীরা পূর্বে প্রায়ই উক্ত জমি দখলের বিভিন্ন অপচেষ্টা চালায় বাধা দিলে দাবায় ধমকায় এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। ঘটনার দিন বাদী তার মেয়ের জায়গায় ঘর নির্মাণের বিষয় জানতে গেলে বিবাদিরা প্রাণ নাশের ভয় ভীতি দেখায় এবং লাঠিসোটা নিয়ে মারধরের চেষ্ঠা চালায়। বিবদিদের সাথে ঝামেলায় লিপ্ত হলে আইন শৃঙ্খলার অবনতি ঘটবে দেখে বাদী সদর থানায় লিখিত অভিযোগ জানায়। থানা থেকে উক্তস্থান পরিদর্শন করেছে এবং মিমাংসা না হওয়া পর্যন্ত কোন ভাবেই যেন আইন শৃঙ্খলার অবনতি না হয় সেদিকে খেয়াল রাখতে নিদের্শন নিয়েছেন। ##