ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ




প্রাইভেটকারে করে ছাগল চুরির চেষ্টা, ছাত্রলীগ নেতা আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১ ৮১ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি | মাদারীপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তুহিন দর্জিকে (৩০) ছাগল চুরির অপরাধে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পুরোনো ফেরিঘাট এলাকার মাদারীপুর-শিবচর আঞ্চলিক সড়কের ওপর থেকে একটি প্রাইভেটকারসহ তাকে আটক করা হয়।

তুহিন দর্জি শহরের ইটেরপুল এলাকা ও জেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং ঘটমাঝি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির দর্জির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তুহিন দর্জি সোমবার দুপুরে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পুরোনো ফেরিঘাট এলাকার রাস্তার পাশ থেকে লোকমান মালত নামের এক ব্যক্তির একটি ছাগল চুরি করে প্রাইভেটকারে নিয়ে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় লোকজন ‘চোর চোর’ বলে চিৎকার করেন। ওই সময় শিবচর থেকে একটি পুলিশের গাড়ি রাস্তা দিয়ে মাদারীপুরে আসছিল। পুলিশের গাড়িটি প্রাইভেটকারটি সামনে থেকে আটকে ফেলে গাড়ির মধ্য থেকে একটি ছাগলসহ তুহিন দর্জিকে আটক করে। পরে পুলিশ সাদা রঙের প্রাইভেটকার, ছাগলসহ তাকে থানায় নিয়ে আসে।

ছাগলের মালিক লোকমান মালত বলেন, ‘ঘাস খাওয়ার জন্য বাড়িসংলগ্ন রাস্তার পাশে আমি ছাগলটিকে বেঁধে রাখি। হঠাৎ করে একটি সাদা প্রাইভেটকার থেকে তুহিন নেমে আমার ছাগলটি গাড়িতে উঠিয়ে নিয়ে যাচ্ছিলেন। এসময় আমরা ধাওয়া করি এবং পথিমধ্যে পুলিশ এসে প্রাইভেটকারসহ তাকে ধরে ফেলে। আমি এর বিচার চাই।’

জেলা ছাত্রলীগের সভাপতি মো. জাহিদ হোসেন অনিক বলেন, ‘আমি ছাগল চুরির ঘটনা শুনেছি। যদি এ ঘটনা সত্য হয় তাহলে আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব।’

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




প্রাইভেটকারে করে ছাগল চুরির চেষ্টা, ছাত্রলীগ নেতা আটক

আপডেট সময় : ০৯:৫৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১

জেলা প্রতিনিধি | মাদারীপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তুহিন দর্জিকে (৩০) ছাগল চুরির অপরাধে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পুরোনো ফেরিঘাট এলাকার মাদারীপুর-শিবচর আঞ্চলিক সড়কের ওপর থেকে একটি প্রাইভেটকারসহ তাকে আটক করা হয়।

তুহিন দর্জি শহরের ইটেরপুল এলাকা ও জেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং ঘটমাঝি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির দর্জির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তুহিন দর্জি সোমবার দুপুরে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পুরোনো ফেরিঘাট এলাকার রাস্তার পাশ থেকে লোকমান মালত নামের এক ব্যক্তির একটি ছাগল চুরি করে প্রাইভেটকারে নিয়ে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় লোকজন ‘চোর চোর’ বলে চিৎকার করেন। ওই সময় শিবচর থেকে একটি পুলিশের গাড়ি রাস্তা দিয়ে মাদারীপুরে আসছিল। পুলিশের গাড়িটি প্রাইভেটকারটি সামনে থেকে আটকে ফেলে গাড়ির মধ্য থেকে একটি ছাগলসহ তুহিন দর্জিকে আটক করে। পরে পুলিশ সাদা রঙের প্রাইভেটকার, ছাগলসহ তাকে থানায় নিয়ে আসে।

ছাগলের মালিক লোকমান মালত বলেন, ‘ঘাস খাওয়ার জন্য বাড়িসংলগ্ন রাস্তার পাশে আমি ছাগলটিকে বেঁধে রাখি। হঠাৎ করে একটি সাদা প্রাইভেটকার থেকে তুহিন নেমে আমার ছাগলটি গাড়িতে উঠিয়ে নিয়ে যাচ্ছিলেন। এসময় আমরা ধাওয়া করি এবং পথিমধ্যে পুলিশ এসে প্রাইভেটকারসহ তাকে ধরে ফেলে। আমি এর বিচার চাই।’

জেলা ছাত্রলীগের সভাপতি মো. জাহিদ হোসেন অনিক বলেন, ‘আমি ছাগল চুরির ঘটনা শুনেছি। যদি এ ঘটনা সত্য হয় তাহলে আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব।’

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।