ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মঙ্গল শোভাযাত্রা – তাসফিয়া ফারহানা ঐশী Logo সাস্টিয়ান ব্রাহ্মণবাড়িয়া এর ইফতার মাহফিল সম্পন্ন Logo কুবির চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার ও পূর্নমিলনী Logo অধ্যাপক জহীর উদ্দিন আহমেদের মায়ের মৃত্যুতে শাবির মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্ত চিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ পরিষদের শোক প্রকাশ Logo শাবির অধ্যাপক জহীর উদ্দিনের মায়ের মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ Logo বিশ কোটিতে গণপূর্তের প্রধান হওয়ার মিশনে ‘ছাত্রদল ক্যাডার প্রকৌশলী’! Logo দূর্নীতির রাক্ষস ফায়ার সার্ভিসের এডি আনোয়ার! Logo ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতি হওয়া শাহজালাল বিশ্ববিদ্যালয়ে অবকাঠামোর সংস্কার শুরু Logo বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির দাবিতে শাবিপ্রবি ছাত্রলীগের মানববন্ধন Logo কুবি উপাচার্যের বক্তব্যের প্রমাণ দিতে শিক্ষক সমিতির সাত দিনের আল্টিমেটাম




আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০ ৮৭ বার পড়া হয়েছে

আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস। এবারের প্রতিপাদ্য -বৈশ্বিক মহামারির বার্তা, প্রবীণ সেবায় নতুন মাত্রা। প্রবীণদের নিসঙ্গতা কমিয়ে তাদের শারীরিক ও মানসিক যত্নের জন্য প্রয়োজন তরুণদের নৈতিকতা বোধ।

এছাড়াও প্রবীণদের সমস্যার সমাধানে সরকারকে গড়ে তুলতে হবে বিশেষ জনশক্তিও। এমনটিই বলছেন বিশেষজ্ঞরা।

জীবনের শেষ অধ্যায়। দয়া নয় সম্মান; অনুগ্রহ নয় পরিবারের ভালোবাসা চান প্রবীণরা। একসময়ের দাপিয়ে বেড়ানো শরীর, শত ঝড়েও মুশরে না পরা মন এখন যেন সহজেই হাঁপিয়ে ওঠে। পরিবারের সময় নেই তাদের সময় দেয়ার। কেন বেশি খিদে পায়, কিংবা কেন খেতে ইচ্ছে হয় না তার কারণ জানা নেই। অনেকের চড়া রাগ তো অনেকের অভিমান। তাতেও যেন বিরক্ত চারপাশ।কারও আবার আগের মত কিছুই মনে থাকে না।

বাংলাদেশ এজিং সাপোর্ট ফোরামের সভাপতি হাসান আলী বলছেন, পরিবারের অবহেরার কারণেই প্রবীণদের রাগ অভিমান বাড়ে। সরকারি উদ্যোগে অনেক পেশাদার সেবা কর্মী নিয়োগ দেয়া গেলে প্রবীনরা সেবা পাবে।

সারা জীবনের অর্জিত সম্পত্তি এখন যেন তার নয়। অনেক সন্তান তাও হাতিয়ে নিতে চায়। নানা কারণে কখনও শারীরিক কখনও হতে হয় মানসিক নির্যাতনের শিকার।

ফোরাম ফর দ্য রাইটস অব দ্য এল্ডারলি’র সভাপতি মেজর জেনারেল(অব.) জীবন কানাই দাস জানান, জাতীয় প্রবীণ নীতিমাল হয়েছে আইন হয়েছে। এসবের আলোকে কর্মকান্ড পরিচালনা করা উচিত।

প্রবীণদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে জাতিসংঘ ১৯৯০ সালে প্রতিবছর পহেলা অক্টোবরকে আন্তর্জাতিক প্রবীণ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। বাংলাদেশেও পালিত হয় দিবসটি।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেব অনুযায়ি বাংলাদেশে প্রবীণদের সংখ্যা এক কোটি ২০ লাখেরও বেশি। যা মোট জনসংখ্যার প্রায় নয় শতাংশ। ২০৫০ সালে দেশের ২৩ শতাংশ মানুষ প্রবীণ হবেন। তাই ভুলে গেলে চলবে না যে আজ যে নবীন কাল সে প্রবীণ।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস 

আপডেট সময় : ০৯:২০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০

আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস। এবারের প্রতিপাদ্য -বৈশ্বিক মহামারির বার্তা, প্রবীণ সেবায় নতুন মাত্রা। প্রবীণদের নিসঙ্গতা কমিয়ে তাদের শারীরিক ও মানসিক যত্নের জন্য প্রয়োজন তরুণদের নৈতিকতা বোধ।

এছাড়াও প্রবীণদের সমস্যার সমাধানে সরকারকে গড়ে তুলতে হবে বিশেষ জনশক্তিও। এমনটিই বলছেন বিশেষজ্ঞরা।

জীবনের শেষ অধ্যায়। দয়া নয় সম্মান; অনুগ্রহ নয় পরিবারের ভালোবাসা চান প্রবীণরা। একসময়ের দাপিয়ে বেড়ানো শরীর, শত ঝড়েও মুশরে না পরা মন এখন যেন সহজেই হাঁপিয়ে ওঠে। পরিবারের সময় নেই তাদের সময় দেয়ার। কেন বেশি খিদে পায়, কিংবা কেন খেতে ইচ্ছে হয় না তার কারণ জানা নেই। অনেকের চড়া রাগ তো অনেকের অভিমান। তাতেও যেন বিরক্ত চারপাশ।কারও আবার আগের মত কিছুই মনে থাকে না।

বাংলাদেশ এজিং সাপোর্ট ফোরামের সভাপতি হাসান আলী বলছেন, পরিবারের অবহেরার কারণেই প্রবীণদের রাগ অভিমান বাড়ে। সরকারি উদ্যোগে অনেক পেশাদার সেবা কর্মী নিয়োগ দেয়া গেলে প্রবীনরা সেবা পাবে।

সারা জীবনের অর্জিত সম্পত্তি এখন যেন তার নয়। অনেক সন্তান তাও হাতিয়ে নিতে চায়। নানা কারণে কখনও শারীরিক কখনও হতে হয় মানসিক নির্যাতনের শিকার।

ফোরাম ফর দ্য রাইটস অব দ্য এল্ডারলি’র সভাপতি মেজর জেনারেল(অব.) জীবন কানাই দাস জানান, জাতীয় প্রবীণ নীতিমাল হয়েছে আইন হয়েছে। এসবের আলোকে কর্মকান্ড পরিচালনা করা উচিত।

প্রবীণদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে জাতিসংঘ ১৯৯০ সালে প্রতিবছর পহেলা অক্টোবরকে আন্তর্জাতিক প্রবীণ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। বাংলাদেশেও পালিত হয় দিবসটি।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেব অনুযায়ি বাংলাদেশে প্রবীণদের সংখ্যা এক কোটি ২০ লাখেরও বেশি। যা মোট জনসংখ্যার প্রায় নয় শতাংশ। ২০৫০ সালে দেশের ২৩ শতাংশ মানুষ প্রবীণ হবেন। তাই ভুলে গেলে চলবে না যে আজ যে নবীন কাল সে প্রবীণ।