ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বুড়িচংয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা ইউএনও’র! Logo ইবি উপাচার্যকে ১০লাখ ঘুষ প্রস্তাব এক তরুনীর! Logo মামলায় জর্জরিত কুলাউড়ার ছাত্রদল নেতা মিতুল পালিয়ে আছেন প্রবাসে Logo ২৫ মার্চ গণহত্যা দিবসে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শাবি ছাত্রলীগের কার্যক্রম শুরু Logo থিয়েটার কুবির ইফতার মাহফিল Logo রাজধানীর শান্তিনগর বাজার নিয়ে শত কোটি টাকার লুটপাট Logo ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমানের মৃত্যুতে শাবি শিক্ষক সমিতির শোক Logo ঢাবি শিক্ষক ড. জিয়া রহমানের মৃত্যুতে শাবি উপাচার্যের শোক প্রকাশ Logo ময়মনসিংহ স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন সভাপতি সজীব, সম্পাদক আশিক Logo পুরান ঢাকায় জুতার কারখানার আগুন




শরীয়তপুরে অফিস কক্ষে মাদক সেবন, সাংবাদিককে মারধর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০ ৪৮ বার পড়া হয়েছে

শরীয়তপুর প্র‌তি‌নি‌ধি: শরীয়তপু‌রে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান মৃদুলের অফিস কক্ষে মাদক‌ সেব‌নের দৃশ্য ধারণ করায় লাঞ্ছিত করা হ‌য়ে‌ছে দুই টি‌ভি সাংবা‌দিককে।6

গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দি‌কে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান মৃদুলের অফিস ক‌ক্ষে এ ঘটনা ঘ‌টে। এ ঘটনায় জেলার শীর্ষ কর্মকর্তা‌দের অব‌হিত ক‌রে পালং ম‌ডেল থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবা‌দিক।

লাঞ্ছনার শিকার সাংবা‌দিকরা হ‌লেন, শরীয়তপুর ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপ‌তি, এটিএন বাংলা ও এটিএন নিউজ এবং বাংলা‌দেশ প্র‌তি‌দি‌নের জেলা প্র‌তি‌নি‌ধি রোকনুজ্জামান পার‌ভেজ এবং যুগ্ন সম্পাদক ও গা‌জি টি‌ভির প্র‌তি‌নি‌ধি মো. মা‌নিক মোল্লা। লাঞ্ছিত করার ঘটনায় সংগঠ‌নের পক্ষ থে‌কে তীব্র নিন্দা ও প‌তিবাদ জানা‌নো হ‌য়ে‌ছে।

রোকনুজ্জামান পার‌ভেজ বলেন, শরীয়তপু‌রে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এক‌টি নির্মাণাধীন কা‌জের ইস্টিমেট চে‌য়ে নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান মৃদুলকে ফোন দেওয়া হয়। এরপর বিকেলে তি‌নি অফিসে র‌য়ে‌ছেনব ব‌লে সাংবা‌দিক মা‌নিক মোল্লা‌কে ফোন দেন। প‌রে পাঁচটার দি‌কে শরীয়তপু‌রে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যাল‌য়ে আমরা যাই। গি‌য়ে দুইতলায় উঠে নির্বাহী প্রকৌশলী অফিস ক‌ক্ষে ঢু‌কেই সিগা‌রেট খে‌তে দে‌খি। প‌রে ভেতরেই গাঁজার গন্ধ পাই। এ সময় আমার স‌ঙ্গে থাকা গা‌জি টি‌ভির সাংবা‌দিক মনিক মোল্লা ওই মাদকসেব‌নের দৃশ্য ক্যা‌মেরায় ধার‌ণ করার চেষ্টা ক‌রে। তখন নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান মৃদুল উত্তেজিত হ‌য়ে আমা‌দের মার‌পিট করার চেষ্টা ক‌রে এবং নি‌চের গেইট আট‌কে দেন। ওই সময় ঘটনা‌টি জেলার শীর্ষ কর্মকর্তা ও সাংবা‌দিক‌দের মু‌ঠো‌ফো‌নে জানা‌নোর চেষ্টা ক‌রেন। কিছু সময় পর মোবাইল ক্যা‌মেরা ছি‌নি‌য়ে নি‌য়ে যান। এ ঘটনায় মামলা করার জন্য থানায় অভিযোগ ক‌রে‌ছেন এই সি‌নিয়র সাংবা‌দিক।

পালং ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম উদ্দিন বলেন, সাংবাদিকদের সঙ্গে খারাপ ব্যবহার করার একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




শরীয়তপুরে অফিস কক্ষে মাদক সেবন, সাংবাদিককে মারধর

আপডেট সময় : ০৩:১৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০

শরীয়তপুর প্র‌তি‌নি‌ধি: শরীয়তপু‌রে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান মৃদুলের অফিস কক্ষে মাদক‌ সেব‌নের দৃশ্য ধারণ করায় লাঞ্ছিত করা হ‌য়ে‌ছে দুই টি‌ভি সাংবা‌দিককে।6

গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দি‌কে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান মৃদুলের অফিস ক‌ক্ষে এ ঘটনা ঘ‌টে। এ ঘটনায় জেলার শীর্ষ কর্মকর্তা‌দের অব‌হিত ক‌রে পালং ম‌ডেল থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবা‌দিক।

লাঞ্ছনার শিকার সাংবা‌দিকরা হ‌লেন, শরীয়তপুর ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপ‌তি, এটিএন বাংলা ও এটিএন নিউজ এবং বাংলা‌দেশ প্র‌তি‌দি‌নের জেলা প্র‌তি‌নি‌ধি রোকনুজ্জামান পার‌ভেজ এবং যুগ্ন সম্পাদক ও গা‌জি টি‌ভির প্র‌তি‌নি‌ধি মো. মা‌নিক মোল্লা। লাঞ্ছিত করার ঘটনায় সংগঠ‌নের পক্ষ থে‌কে তীব্র নিন্দা ও প‌তিবাদ জানা‌নো হ‌য়ে‌ছে।

রোকনুজ্জামান পার‌ভেজ বলেন, শরীয়তপু‌রে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এক‌টি নির্মাণাধীন কা‌জের ইস্টিমেট চে‌য়ে নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান মৃদুলকে ফোন দেওয়া হয়। এরপর বিকেলে তি‌নি অফিসে র‌য়ে‌ছেনব ব‌লে সাংবা‌দিক মা‌নিক মোল্লা‌কে ফোন দেন। প‌রে পাঁচটার দি‌কে শরীয়তপু‌রে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যাল‌য়ে আমরা যাই। গি‌য়ে দুইতলায় উঠে নির্বাহী প্রকৌশলী অফিস ক‌ক্ষে ঢু‌কেই সিগা‌রেট খে‌তে দে‌খি। প‌রে ভেতরেই গাঁজার গন্ধ পাই। এ সময় আমার স‌ঙ্গে থাকা গা‌জি টি‌ভির সাংবা‌দিক মনিক মোল্লা ওই মাদকসেব‌নের দৃশ্য ক্যা‌মেরায় ধার‌ণ করার চেষ্টা ক‌রে। তখন নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান মৃদুল উত্তেজিত হ‌য়ে আমা‌দের মার‌পিট করার চেষ্টা ক‌রে এবং নি‌চের গেইট আট‌কে দেন। ওই সময় ঘটনা‌টি জেলার শীর্ষ কর্মকর্তা ও সাংবা‌দিক‌দের মু‌ঠো‌ফো‌নে জানা‌নোর চেষ্টা ক‌রেন। কিছু সময় পর মোবাইল ক্যা‌মেরা ছি‌নি‌য়ে নি‌য়ে যান। এ ঘটনায় মামলা করার জন্য থানায় অভিযোগ ক‌রে‌ছেন এই সি‌নিয়র সাংবা‌দিক।

পালং ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম উদ্দিন বলেন, সাংবাদিকদের সঙ্গে খারাপ ব্যবহার করার একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।