ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মঙ্গল শোভাযাত্রা – তাসফিয়া ফারহানা ঐশী Logo সাস্টিয়ান ব্রাহ্মণবাড়িয়া এর ইফতার মাহফিল সম্পন্ন Logo কুবির চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার ও পূর্নমিলনী Logo অধ্যাপক জহীর উদ্দিন আহমেদের মায়ের মৃত্যুতে শাবির মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্ত চিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ পরিষদের শোক প্রকাশ Logo শাবির অধ্যাপক জহীর উদ্দিনের মায়ের মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ Logo বিশ কোটিতে গণপূর্তের প্রধান হওয়ার মিশনে ‘ছাত্রদল ক্যাডার প্রকৌশলী’! Logo দূর্নীতির রাক্ষস ফায়ার সার্ভিসের এডি আনোয়ার! Logo ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতি হওয়া শাহজালাল বিশ্ববিদ্যালয়ে অবকাঠামোর সংস্কার শুরু Logo বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির দাবিতে শাবিপ্রবি ছাত্রলীগের মানববন্ধন Logo কুবি উপাচার্যের বক্তব্যের প্রমাণ দিতে শিক্ষক সমিতির সাত দিনের আল্টিমেটাম




অবৈধ ড্রেজার তৈরি করে বরিশালের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তার বালু উত্তলন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৪:৪০ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯ ৯১ বার পড়া হয়েছে

বরিশাল প্রতিনিধিঃ

ধান গবেষণা ইনস্টিটিউট বরিশাল এর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর এর অর্থায়ন ও তত্বাবধানে তৈরি করে চলা অবৈধ ড্রেজার নিয়ে এলকায় ও সর্বস্তরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায় গত ৬ সেপ্টেম্বর একটি সংবাদের ভিত্তিতে বরিশাল ধান গবেষণা ইনস্টিটিউট এর মোহাম্মদপুর এর ফার্মের কাছে গেলে স্থানীয় লোকজন ও সাংবাদিকরা দেখেন একটি আত্মঘাতী ড্রেজার ওই ধান গবেষণা ইনস্টিটিউট এর প্রাচীর ঘেষেই অবৈধভাবে বালু উত্তোলন করে এবং একই ইনস্টিটিউট এর বিশাল ফাঁকা জমি ভরাট কাজ করছে। কর্তব্যরত গার্ড জানান বড় স্যার এর নির্দেশে বালু ভরাট চলছে। সত্যতা যাচাইয়ে ড্রেজারটির পরিচালনা করা কর্মচারীকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ওই ইনস্টিটিউট এর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড.আলমগীর এর প্রায় এক লক্ষ টাকা ব্যায়ে অবৈধ ড্রেজারটি তৈরি করেছেন এবং তার নির্দেশেই এখানে বালু ভরাট চলছে বলেও দাবী করেন। এসময় ইনস্টিটিউট এর কেয়ার টেকার খলিল ও স্থানীয় লৌহ শ্রমিক নেতা নুরুও উপস্থিত ছিলেন। কেয়ারটেকার খলিল সাংবাদিকদের বলেন ” এটা একটি প্রজেক্টেরকাজ। এটা আলমগীর স্যার এর তত্বাবধানে আছে। আপনারা তার সাথে কথা বলেন৷

এ বিষয়ে অবৈধ ড্রেজার পরিচালক নাগর জানান ” ড্রেজারের ১ লক্ষাধিক টাকাই স্যারের( ড. আলমগীর) এর । তিনিই বলেছেন বালু ভরাট করতে। আমি শুধু বেতনে কাজ করি পাঁচ জন শ্রমিকসহ অবৈধভাবে ড্রেজার তৈরি ও পরিচালনা সমন্ধে ধান গবেষণা ইনস্টিটিউট বরিশাল এর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলমগীর সাংবাদিকদের বলেন, আমি এটা করতে বলিনি ওই শ্রমিক নিজেই এটা করেছে সে ভয়ে আমার নাম বলেছে । টাকা আমিও দেইনি ড্রেজার তৈরিতে তবে সরকারি জমি ভরাট করতেই ওটা চালাতো নাগর। আর ড্রেজার সমন্ধে আমার ধারনাও কম। এতে কি এমন ক্ষতি হয়, তা আমার জানা নেই এবং এটা নিয়ে লেখার দরকার নেই। আমি কাল থেকে ড্রেজার চালাবো না।

অথচ, অবৈধভাবে ড্রেজার পরিচালনা ও বালু ভরাটের কারন সমন্ধে কিছুই বলেননি ড. আলমগীর ।

এবং তাকে এই অবৈধ মেশিনে বালু উত্তলন করার বিষয়ে আইনানুগ ব্যাবস্থা নিতে বললেও কোন ধরনের ব্যাবস্থা না নিয়েই অবৈধ ড্রেজারটি নিজ্ব হেফাজতে রাখেন৷ এবং উক্ত কাজে ব্যাবহৃত শ্রমিকদেরও কোন ব্যাবস্থা নেন নি তিনি যাতে স্পষ্ট হয় সে নিজেই এই অবৈধ ড্রেজার তৈরি করার নির্দেশ দিয়েছেন।

স্থানীয়দের লোকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, কোন কারনে স্বার্থে এক লাখ টাকা খরচ করে ওই অবৈধ ড্রেজার তৈরি করেছেন অবশ্যই কোনো মতলব আছে। বালু উত্তলন বাবদ সরকারের দপ্তরে কত টাকা বিল চেয়েছিলেন তা খতিয়ে দেখা দরকার। স্থানীয় অনেকেই আশংকা করেন বড় অঙ্কের প্রজেক্ট ও বিলের বিষয় রয়েছে এখানে। আর তাই এই নিজস্ব পদ্ধতিতে তৈরি অবৈধ ড্রেজার পরিচালনা করে কাজের অর্থ বৈজ্ঞানিক নিজেই হজম করার পায়তারা করেছেন।

বরিশালে ড্রেজারের মাধ্যমে বালু উত্তলনকারীদের ইতিমধ্যেই মেয়র ও মন্ত্রী হুশিয়ারি দিয়েছেন অথচ সরকারি কাজেই সরকারি কর্মকর্তা অবৈধ ড্রেজার তৈরি করে এতদিন বালু উত্তলন করে আসছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




অবৈধ ড্রেজার তৈরি করে বরিশালের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তার বালু উত্তলন!

আপডেট সময় : ০৯:৩৪:৪০ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯

বরিশাল প্রতিনিধিঃ

ধান গবেষণা ইনস্টিটিউট বরিশাল এর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর এর অর্থায়ন ও তত্বাবধানে তৈরি করে চলা অবৈধ ড্রেজার নিয়ে এলকায় ও সর্বস্তরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায় গত ৬ সেপ্টেম্বর একটি সংবাদের ভিত্তিতে বরিশাল ধান গবেষণা ইনস্টিটিউট এর মোহাম্মদপুর এর ফার্মের কাছে গেলে স্থানীয় লোকজন ও সাংবাদিকরা দেখেন একটি আত্মঘাতী ড্রেজার ওই ধান গবেষণা ইনস্টিটিউট এর প্রাচীর ঘেষেই অবৈধভাবে বালু উত্তোলন করে এবং একই ইনস্টিটিউট এর বিশাল ফাঁকা জমি ভরাট কাজ করছে। কর্তব্যরত গার্ড জানান বড় স্যার এর নির্দেশে বালু ভরাট চলছে। সত্যতা যাচাইয়ে ড্রেজারটির পরিচালনা করা কর্মচারীকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ওই ইনস্টিটিউট এর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড.আলমগীর এর প্রায় এক লক্ষ টাকা ব্যায়ে অবৈধ ড্রেজারটি তৈরি করেছেন এবং তার নির্দেশেই এখানে বালু ভরাট চলছে বলেও দাবী করেন। এসময় ইনস্টিটিউট এর কেয়ার টেকার খলিল ও স্থানীয় লৌহ শ্রমিক নেতা নুরুও উপস্থিত ছিলেন। কেয়ারটেকার খলিল সাংবাদিকদের বলেন ” এটা একটি প্রজেক্টেরকাজ। এটা আলমগীর স্যার এর তত্বাবধানে আছে। আপনারা তার সাথে কথা বলেন৷

এ বিষয়ে অবৈধ ড্রেজার পরিচালক নাগর জানান ” ড্রেজারের ১ লক্ষাধিক টাকাই স্যারের( ড. আলমগীর) এর । তিনিই বলেছেন বালু ভরাট করতে। আমি শুধু বেতনে কাজ করি পাঁচ জন শ্রমিকসহ অবৈধভাবে ড্রেজার তৈরি ও পরিচালনা সমন্ধে ধান গবেষণা ইনস্টিটিউট বরিশাল এর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলমগীর সাংবাদিকদের বলেন, আমি এটা করতে বলিনি ওই শ্রমিক নিজেই এটা করেছে সে ভয়ে আমার নাম বলেছে । টাকা আমিও দেইনি ড্রেজার তৈরিতে তবে সরকারি জমি ভরাট করতেই ওটা চালাতো নাগর। আর ড্রেজার সমন্ধে আমার ধারনাও কম। এতে কি এমন ক্ষতি হয়, তা আমার জানা নেই এবং এটা নিয়ে লেখার দরকার নেই। আমি কাল থেকে ড্রেজার চালাবো না।

অথচ, অবৈধভাবে ড্রেজার পরিচালনা ও বালু ভরাটের কারন সমন্ধে কিছুই বলেননি ড. আলমগীর ।

এবং তাকে এই অবৈধ মেশিনে বালু উত্তলন করার বিষয়ে আইনানুগ ব্যাবস্থা নিতে বললেও কোন ধরনের ব্যাবস্থা না নিয়েই অবৈধ ড্রেজারটি নিজ্ব হেফাজতে রাখেন৷ এবং উক্ত কাজে ব্যাবহৃত শ্রমিকদেরও কোন ব্যাবস্থা নেন নি তিনি যাতে স্পষ্ট হয় সে নিজেই এই অবৈধ ড্রেজার তৈরি করার নির্দেশ দিয়েছেন।

স্থানীয়দের লোকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, কোন কারনে স্বার্থে এক লাখ টাকা খরচ করে ওই অবৈধ ড্রেজার তৈরি করেছেন অবশ্যই কোনো মতলব আছে। বালু উত্তলন বাবদ সরকারের দপ্তরে কত টাকা বিল চেয়েছিলেন তা খতিয়ে দেখা দরকার। স্থানীয় অনেকেই আশংকা করেন বড় অঙ্কের প্রজেক্ট ও বিলের বিষয় রয়েছে এখানে। আর তাই এই নিজস্ব পদ্ধতিতে তৈরি অবৈধ ড্রেজার পরিচালনা করে কাজের অর্থ বৈজ্ঞানিক নিজেই হজম করার পায়তারা করেছেন।

বরিশালে ড্রেজারের মাধ্যমে বালু উত্তলনকারীদের ইতিমধ্যেই মেয়র ও মন্ত্রী হুশিয়ারি দিয়েছেন অথচ সরকারি কাজেই সরকারি কর্মকর্তা অবৈধ ড্রেজার তৈরি করে এতদিন বালু উত্তলন করে আসছিলেন।