ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বুড়িচংয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা ইউএনও’র! Logo ইবি উপাচার্যকে ১০লাখ ঘুষ প্রস্তাব এক তরুনীর! Logo মামলায় জর্জরিত কুলাউড়ার ছাত্রদল নেতা মিতুল পালিয়ে আছেন প্রবাসে Logo ২৫ মার্চ গণহত্যা দিবসে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শাবি ছাত্রলীগের কার্যক্রম শুরু Logo থিয়েটার কুবির ইফতার মাহফিল Logo রাজধানীর শান্তিনগর বাজার নিয়ে শত কোটি টাকার লুটপাট Logo ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমানের মৃত্যুতে শাবি শিক্ষক সমিতির শোক Logo ঢাবি শিক্ষক ড. জিয়া রহমানের মৃত্যুতে শাবি উপাচার্যের শোক প্রকাশ Logo ময়মনসিংহ স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন সভাপতি সজীব, সম্পাদক আশিক Logo পুরান ঢাকায় জুতার কারখানার আগুন




ধানের দাম কম নিয়ে প্রধানমন্ত্রী চি‌ন্তিত : কৃষিমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৬:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০১৯ ৪৮ বার পড়া হয়েছে

বিশেষ সংবাদদাতা ;

কৃ‌ষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক ব‌লে‌ছেন, ধা‌নের দাম ক‌মে যাওয়া নি‌য়ে প্রধানমন্ত্রী খুবই চি‌ন্তিত। বিষয়‌টি নি‌য়ে গত শুক্রবারও তি‌নি ও খাদ্যমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সা‌থে কথা ব‌লে‌ছেন। সরকা‌রের স‌র্বোচ্চ মহ‌লে এ সমস্যা সমাধা‌নের চিন্তা ভাবনা চল‌ছে।

ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলা‌দেশ (আইই‌ডি‌বি), কৃ‌ষি তথ্য সা‌র্ভিস (এআইএস) ও বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের (বি‌সি‌জেএফ) যৌথ আয়োজনে শ‌নিবার (১৮ মে) রাজধানীর আই‌ডিই‌বি সে‌মিনার হ‌লে ‘জলবায়ু প‌রিবর্তন : কৃ‌ষি খা‌তের চ্যা‌লেঞ্জ’ শীর্ষক এক সে‌মিনা‌রে প্রধান অ‌তি‌থির বক্তব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

কৃ‌ষিমন্ত্রী ব‌লেন, এই মুহূর্তে ধান কি‌নে সরকা‌রের প‌ক্ষে দাম বাড়া‌নোর সু‌যোগ নেই। ধানের দাম অস্বাভাবিকভাবে কম হলেও দ্রুত এর সমাধান কঠিন। আমা‌দের‌কে হয়‌তো কিছুটা সে‌ক্রিফাইস কর‌তে হ‌বে। ত‌বে সরকারে খ‌ুব স‌চেতন। এ সঙ্কট নিরসনে সী‌মিত পর্যা‌য়ে চাল রফতানির চিন্তা ভাবনা করা হচ্ছে।

সারাদেশ থেকে চাষীদের নির্বাচন করা কঠিন হওয়ায় সরাসরি কৃষকের কাছ থেকে ধান বা চাল কেনা সম্ভব হচ্ছে না বলে জানান মন্ত্রী।

আইই‌ডি‌বির সাধারণ সম্পাদক শামসুর রহমা‌নের সভাপ‌তি‌ত্বে ও বি‌সি‌জেএফ সভাপ‌তি‌ কাওসার রহমা‌নের সঞ্চালনায় অনুষ্ঠা‌নে বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন পল্লী কর্মসহায়ক ফাউ‌ন্ডেশনের (পি‌কেএসএফ) চেয়ারম্যান ড. খ‌লীকুজ্জামান আহমদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিজেএফ সাধারণ সম্পাদক মোতাহার হোসেন। প্রবন্ধ উপস্থাপন করেন বিসিজেএফ প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রসূন আশীষ ও কৃষি তথ্য সার্ভিসের পরিচালক ড. মো. নুরুল ইসলাম।

এছাড়া অন্যান্যদের মাঝে আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাবেক কৃষি সচিব ড. আনোয়ার ফারুক, চ্যানেল আইয়ের রফিকুল বাসার, চ্যানেল-২৪ এর জোবায়ের আল মাহমুদ ও কোস্ট ট্রাস্ট বিডির মো. রেজাউল করিম চৌধুরী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




ধানের দাম কম নিয়ে প্রধানমন্ত্রী চি‌ন্তিত : কৃষিমন্ত্রী

আপডেট সময় : ০৯:৫৬:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০১৯

বিশেষ সংবাদদাতা ;

কৃ‌ষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক ব‌লে‌ছেন, ধা‌নের দাম ক‌মে যাওয়া নি‌য়ে প্রধানমন্ত্রী খুবই চি‌ন্তিত। বিষয়‌টি নি‌য়ে গত শুক্রবারও তি‌নি ও খাদ্যমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সা‌থে কথা ব‌লে‌ছেন। সরকা‌রের স‌র্বোচ্চ মহ‌লে এ সমস্যা সমাধা‌নের চিন্তা ভাবনা চল‌ছে।

ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলা‌দেশ (আইই‌ডি‌বি), কৃ‌ষি তথ্য সা‌র্ভিস (এআইএস) ও বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের (বি‌সি‌জেএফ) যৌথ আয়োজনে শ‌নিবার (১৮ মে) রাজধানীর আই‌ডিই‌বি সে‌মিনার হ‌লে ‘জলবায়ু প‌রিবর্তন : কৃ‌ষি খা‌তের চ্যা‌লেঞ্জ’ শীর্ষক এক সে‌মিনা‌রে প্রধান অ‌তি‌থির বক্তব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

কৃ‌ষিমন্ত্রী ব‌লেন, এই মুহূর্তে ধান কি‌নে সরকা‌রের প‌ক্ষে দাম বাড়া‌নোর সু‌যোগ নেই। ধানের দাম অস্বাভাবিকভাবে কম হলেও দ্রুত এর সমাধান কঠিন। আমা‌দের‌কে হয়‌তো কিছুটা সে‌ক্রিফাইস কর‌তে হ‌বে। ত‌বে সরকারে খ‌ুব স‌চেতন। এ সঙ্কট নিরসনে সী‌মিত পর্যা‌য়ে চাল রফতানির চিন্তা ভাবনা করা হচ্ছে।

সারাদেশ থেকে চাষীদের নির্বাচন করা কঠিন হওয়ায় সরাসরি কৃষকের কাছ থেকে ধান বা চাল কেনা সম্ভব হচ্ছে না বলে জানান মন্ত্রী।

আইই‌ডি‌বির সাধারণ সম্পাদক শামসুর রহমা‌নের সভাপ‌তি‌ত্বে ও বি‌সি‌জেএফ সভাপ‌তি‌ কাওসার রহমা‌নের সঞ্চালনায় অনুষ্ঠা‌নে বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন পল্লী কর্মসহায়ক ফাউ‌ন্ডেশনের (পি‌কেএসএফ) চেয়ারম্যান ড. খ‌লীকুজ্জামান আহমদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিজেএফ সাধারণ সম্পাদক মোতাহার হোসেন। প্রবন্ধ উপস্থাপন করেন বিসিজেএফ প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রসূন আশীষ ও কৃষি তথ্য সার্ভিসের পরিচালক ড. মো. নুরুল ইসলাম।

এছাড়া অন্যান্যদের মাঝে আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাবেক কৃষি সচিব ড. আনোয়ার ফারুক, চ্যানেল আইয়ের রফিকুল বাসার, চ্যানেল-২৪ এর জোবায়ের আল মাহমুদ ও কোস্ট ট্রাস্ট বিডির মো. রেজাউল করিম চৌধুরী প্রমুখ।