ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বুড়িচংয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা ইউএনও’র! Logo ইবি উপাচার্যকে ১০লাখ ঘুষ প্রস্তাব এক তরুনীর! Logo মামলায় জর্জরিত কুলাউড়ার ছাত্রদল নেতা মিতুল পালিয়ে আছেন প্রবাসে Logo ২৫ মার্চ গণহত্যা দিবসে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শাবি ছাত্রলীগের কার্যক্রম শুরু Logo থিয়েটার কুবির ইফতার মাহফিল Logo রাজধানীর শান্তিনগর বাজার নিয়ে শত কোটি টাকার লুটপাট Logo ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমানের মৃত্যুতে শাবি শিক্ষক সমিতির শোক Logo ঢাবি শিক্ষক ড. জিয়া রহমানের মৃত্যুতে শাবি উপাচার্যের শোক প্রকাশ Logo ময়মনসিংহ স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন সভাপতি সজীব, সম্পাদক আশিক Logo পুরান ঢাকায় জুতার কারখানার আগুন




ব্লগার ওয়াশিকুর রহমান ওরফে বাবু হত্যা মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০১৯ ১৩০ বার পড়া হয়েছে

ঘটনার তারিখ ও সময়ঃ ৩০/০৬/২০১৫ খ্রিঃ, সময়ঃ- সকাল ০৯.৩০ টা ।

ঘটনাস্থলঃ তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন ৪/২ দক্ষিণ বেগুনবাড়ীস্থ রাস্তার উপর।

বাদীঃ মোঃ মনির হোসেন মাসুদ (ভিকটিমের বোন জামাই)।

মামলা নং ও তারিখ: তেজগাঁও শিল্পাঞ্চল থানার মামলা নং ২৭, তারিখ-৩০/০৩/২০১৫ ইং।

ধারাঃ ৩০২/৩৪ পেনাল কোড।

তদন্তকারী সংস্থাঃ গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ, ডিএমপি, ঢাকা।

মোট অভিযুক্তঃ ০৮ জন।

মোট সাক্ষীঃ ৪০ জন।

মোট নিহতঃ ০১ জন (ওয়াশিকুর রহমান ওরফে বাবু)।

মোট আলামতঃ ১৮ টি।

ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারায় জবানবন্দিঃ ০১ (এক) জন।

এজাহারের সংক্ষিপ্ত বিবরণঃ বাদী মোঃ মনির হোসেন মাসুদ অভিযোগ করেন যে তার শ্যালক ওয়াশিকুর রহমান ওরফে বাবু ইং-৩০/০৩/২০১৮ তারিখ সকাল ০৯.৩০ টায় তার ভাড়া বাসা ৪/৩/এ বিসমিল্লাহ মঞ্জিল থেকে কর্মস্থল মতিঝিলস্থ ৪৯ নং ফারইস্ট এ্যভিয়েশন এর উদ্দেশ্যে রওনা হলে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন ৪/২ দক্ষিণ বেগুনবাড়ীস্থ রাস্তার উপর আসা মাত্র পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওৎ পেতে থাকা আসামী ১। জিকরুল্লাহ (১৯), ২। আরিফুল ইসলাম (১৯), ৩। তাহের ও ৪। মাসুদ’গণ তাদের হাতে থাকা চাপাতি দিয়ে হত্যার উদ্দেশ্যে বাদীর শ্যালকের মুখমন্ডল, মাথা ও গলায় এলোপাথারি ভাবে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতার ডাক চিৎকারে পার্শ্বে টহলরত পুলিশ জনগণের সহায়তায় জিকরুল্লাহ এবং আরিফুল ইসলামকে রক্তমাখা চাপাতিসহ হাতেনাতে ধৃত করে এবং টহলরত পুলিশ বাদীর শ্যালককে জরুরী ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া যায়। কর্তব্যরত ডাক্তার ওয়াশিকুর রহমান ওরফে বাবুকে মৃত ঘোষণা করেন।

তদন্তঃ চাঞ্চল্যকর এই মামলাটির তদন্তভার গ্রহণ করে গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ, ডিএমপি, ঢাকা। তাদের নিবিড় তদন্তে সংঘবদ্ধ উগ্রপন্থী জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের ০৮ সদস্য জড়িত থাকার তথ্য প্রমাণ পায়। তাদের মধ্যে ০৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ৩ জনের মধ্যে ০১ জন বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। আসামীদের ০৫ জন পলাতক আছে।

গ্রেফতারকৃত ০৩ জন হলোঃ

১। জিকরুল্লাহ ওরফে হাসান (১৯), পিতা-মঈন উদ্দিন, সাং-গজারিয়া কান্দি, থানা-রায়পুরা, জেলা-নরসিংদী। এ/পি বাসা নং-৮৬/এ নয়া নগর দক্ষিন কাজলা. থানা-যাত্রাবাড়ী, ঢাকা।

২। মোঃ আরিফুল ইসলাম ওরফে আরিফ ওরফে এরফান ওরফে মূশফিক (১৯), পিতা-তাজুল ইসলাম, সাং-বারকাউনিয়া, থানা-তিতাস, জেলা-কুমিল্লা, এ/পি কাউনিয়াবাদস্থ লাইন নং-১২, ব্লক-বি, বাসা নং-৩, মিরপুর-১১, থানা-পল্লবী, ডিএমপি, ঢাকা, এবং এ/পি বাসা নং-৮৬/এ নয়া নগর দক্ষিন কাজলা. থানা-যাত্রাবাড়ী, ঢাকা।

৩। মোঃ সাইফুল ইসলাম ওরফে মনসুর (২৩), পিতা-শাহাদৎ হোসেন, সাং-নরহরিপুর, থানা-মনোহরগঞ্জ, জেলা-কুমিল্লা। এ/পি বাসা নং-৮৬/এ নয়া নগর দক্ষিন কাজলা. থানা-যাত্রাবাড়ী, ঢাকা।

মামলার বর্তমান অবস্থাঃ মামলাটি বিজ্ঞ আদালতে বিচারাধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




ব্লগার ওয়াশিকুর রহমান ওরফে বাবু হত্যা মামলা

আপডেট সময় : ০১:৪৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০১৯

ঘটনার তারিখ ও সময়ঃ ৩০/০৬/২০১৫ খ্রিঃ, সময়ঃ- সকাল ০৯.৩০ টা ।

ঘটনাস্থলঃ তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন ৪/২ দক্ষিণ বেগুনবাড়ীস্থ রাস্তার উপর।

বাদীঃ মোঃ মনির হোসেন মাসুদ (ভিকটিমের বোন জামাই)।

মামলা নং ও তারিখ: তেজগাঁও শিল্পাঞ্চল থানার মামলা নং ২৭, তারিখ-৩০/০৩/২০১৫ ইং।

ধারাঃ ৩০২/৩৪ পেনাল কোড।

তদন্তকারী সংস্থাঃ গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ, ডিএমপি, ঢাকা।

মোট অভিযুক্তঃ ০৮ জন।

মোট সাক্ষীঃ ৪০ জন।

মোট নিহতঃ ০১ জন (ওয়াশিকুর রহমান ওরফে বাবু)।

মোট আলামতঃ ১৮ টি।

ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারায় জবানবন্দিঃ ০১ (এক) জন।

এজাহারের সংক্ষিপ্ত বিবরণঃ বাদী মোঃ মনির হোসেন মাসুদ অভিযোগ করেন যে তার শ্যালক ওয়াশিকুর রহমান ওরফে বাবু ইং-৩০/০৩/২০১৮ তারিখ সকাল ০৯.৩০ টায় তার ভাড়া বাসা ৪/৩/এ বিসমিল্লাহ মঞ্জিল থেকে কর্মস্থল মতিঝিলস্থ ৪৯ নং ফারইস্ট এ্যভিয়েশন এর উদ্দেশ্যে রওনা হলে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন ৪/২ দক্ষিণ বেগুনবাড়ীস্থ রাস্তার উপর আসা মাত্র পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওৎ পেতে থাকা আসামী ১। জিকরুল্লাহ (১৯), ২। আরিফুল ইসলাম (১৯), ৩। তাহের ও ৪। মাসুদ’গণ তাদের হাতে থাকা চাপাতি দিয়ে হত্যার উদ্দেশ্যে বাদীর শ্যালকের মুখমন্ডল, মাথা ও গলায় এলোপাথারি ভাবে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতার ডাক চিৎকারে পার্শ্বে টহলরত পুলিশ জনগণের সহায়তায় জিকরুল্লাহ এবং আরিফুল ইসলামকে রক্তমাখা চাপাতিসহ হাতেনাতে ধৃত করে এবং টহলরত পুলিশ বাদীর শ্যালককে জরুরী ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া যায়। কর্তব্যরত ডাক্তার ওয়াশিকুর রহমান ওরফে বাবুকে মৃত ঘোষণা করেন।

তদন্তঃ চাঞ্চল্যকর এই মামলাটির তদন্তভার গ্রহণ করে গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ, ডিএমপি, ঢাকা। তাদের নিবিড় তদন্তে সংঘবদ্ধ উগ্রপন্থী জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের ০৮ সদস্য জড়িত থাকার তথ্য প্রমাণ পায়। তাদের মধ্যে ০৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ৩ জনের মধ্যে ০১ জন বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। আসামীদের ০৫ জন পলাতক আছে।

গ্রেফতারকৃত ০৩ জন হলোঃ

১। জিকরুল্লাহ ওরফে হাসান (১৯), পিতা-মঈন উদ্দিন, সাং-গজারিয়া কান্দি, থানা-রায়পুরা, জেলা-নরসিংদী। এ/পি বাসা নং-৮৬/এ নয়া নগর দক্ষিন কাজলা. থানা-যাত্রাবাড়ী, ঢাকা।

২। মোঃ আরিফুল ইসলাম ওরফে আরিফ ওরফে এরফান ওরফে মূশফিক (১৯), পিতা-তাজুল ইসলাম, সাং-বারকাউনিয়া, থানা-তিতাস, জেলা-কুমিল্লা, এ/পি কাউনিয়াবাদস্থ লাইন নং-১২, ব্লক-বি, বাসা নং-৩, মিরপুর-১১, থানা-পল্লবী, ডিএমপি, ঢাকা, এবং এ/পি বাসা নং-৮৬/এ নয়া নগর দক্ষিন কাজলা. থানা-যাত্রাবাড়ী, ঢাকা।

৩। মোঃ সাইফুল ইসলাম ওরফে মনসুর (২৩), পিতা-শাহাদৎ হোসেন, সাং-নরহরিপুর, থানা-মনোহরগঞ্জ, জেলা-কুমিল্লা। এ/পি বাসা নং-৮৬/এ নয়া নগর দক্ষিন কাজলা. থানা-যাত্রাবাড়ী, ঢাকা।

মামলার বর্তমান অবস্থাঃ মামলাটি বিজ্ঞ আদালতে বিচারাধীন।