ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা আমাদের অঙ্গীকারঃ ড. তৌফিক রহমান চৌধুরী  Logo মেট্রোপলিটন ইউনিভার্সিটির নতুন বাসের উদ্বোধন Logo মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের ভূমিকা অগ্রগণ্য: ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক Logo মঙ্গল শোভাযাত্রা – তাসফিয়া ফারহানা ঐশী Logo সাস্টিয়ান ব্রাহ্মণবাড়িয়া এর ইফতার মাহফিল সম্পন্ন Logo কুবির চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার ও পূর্নমিলনী Logo অধ্যাপক জহীর উদ্দিন আহমেদের মায়ের মৃত্যুতে শাবির মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্ত চিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ পরিষদের শোক প্রকাশ Logo শাবির অধ্যাপক জহীর উদ্দিনের মায়ের মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ Logo বিশ কোটিতে গণপূর্তের প্রধান হওয়ার মিশনে ‘ছাত্রদল ক্যাডার প্রকৌশলী’! Logo দূর্নীতির রাক্ষস ফায়ার সার্ভিসের এডি আনোয়ার!




ভুল করে ক্যানসারের চিকিৎসা দেওয়া হয়েছিল এরশাদকে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০১৯ ৭৮ বার পড়া হয়েছে

রংপুর প্রতিনিধি |
জাতীয় পার্টির চেয়ারম্যান, সংসদের বিরোধী দলীয় নেতা ও সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ ভুল চিকিৎসার শিকার হয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। ভুল করে তাকে ক্যানসারের চিকিৎসা দেওয়া হয়েছে।

এরশাদের চিকিৎসার বিষয়ে এই অভিযোগ করেন জাতীয় পার্টির মহাসচিব ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙা।

রোববার দুপুরে এরশাদের সফর সঙ্গী হিসেবে রংপুরে এলে তিনি সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন।

চার দিনের সফরে রংপুরে আসেন হুসেইন মুহম্মদ এরশাদ। রোববার দুপুরে হেলিকপ্টারযোগে রংপুর সেনানিবাসে অবতরণ করেন।

সেনানিবাস থেকে প্রথমে তার নির্মাণাধীন বাসভবন পল্লি নিবাসে যান। সেখান থেকে নগরীর গ্র্যান্ড প্যালেস হোটেলে ওঠেন। সেখানে জাপা নেতা কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। এ সময় তিনি হুইল চেয়ারে করে চলাফেরা করেন।

তিনি উপস্থিত সাংবাদিক ও জাপা নেতা কর্মীদের সঙ্গে কোন কথা না বলে হোটেলে তার নির্ধারিত কক্ষে চলে যান। তবে এ সময় জাপা মহাসচিব মসিউর রহমান রাঙা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি অভিযোগ করে বলেন, জাপা চেয়ারম্যান এরশাদ ভুল চিকিৎসার কারণে গুরুতর অসুস্থ হয়েছেন। তার ভুল ডায়াগোনেসিস করা হয়েছে। ডায়াগনোসিসের রিপোর্টে ক্যানসারের কথা উল্লেখ করা হয়। সেই মতে তাকে ক্যানসারের চিকিৎসা দেওয়া হয়। ভুল ওষুধ প্রয়োগের ফলে তার স্বাস্থ্যের অবনতি ঘটে। লিভার ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। হাঁটা-চলা করতে পারতেন না। পরবর্তীতে তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে ভুল চিকিৎসার বিষয়টি ধরা পরে।

জাপা মহাসচিব বলেন, দলের চেয়ারম্যান চিকিৎসা শেষে দেশে ফেরার পর রংপুরে আসার আগ্রহ প্রকাশ করেছিলেন। তাই তিনি রংপুরে এসেছেন। সিঙ্গাপুরে চিকিৎসা নেওয়ার পর তিনি এখন অনেকটা সুস্থ। হুইল চেয়ার ছাড়াও চলা ফেরা করতে পারেন। রংপুর তথা দেশবাসীর দোয়ায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা করি।

জাপা মহাসচিব আরো বলেন, দলের চেয়ারম্যান দুদিন সংসদে গিয়েছিলেন। আশা করি সংসদের সমাপনী অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা হিসেবে যোগ দেবেন এবং বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন।

তিনি বিএনপি’র প্রসঙ্গে বলেন বিএনপি এখন নাই পার্টি। বিএনপি’র অস্তিত্ব নেই। জাতীয় পার্টি সংসদে বিরোধী দলের ভূমিকা দায়িত্বশীলতার সঙ্গে পালন করবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) মো. খালেদ আখতার, মহানগর জাপার সভাপতি ও রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তাফা, সাধারণ সম্পাদক ইয়াসির আহমেদ, জেলা জাপার সাধারণ সম্পাদক ফখর-উজ- জামান জাহাঙ্গির প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




ভুল করে ক্যানসারের চিকিৎসা দেওয়া হয়েছিল এরশাদকে

আপডেট সময় : ১০:৫৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০১৯

রংপুর প্রতিনিধি |
জাতীয় পার্টির চেয়ারম্যান, সংসদের বিরোধী দলীয় নেতা ও সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ ভুল চিকিৎসার শিকার হয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। ভুল করে তাকে ক্যানসারের চিকিৎসা দেওয়া হয়েছে।

এরশাদের চিকিৎসার বিষয়ে এই অভিযোগ করেন জাতীয় পার্টির মহাসচিব ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙা।

রোববার দুপুরে এরশাদের সফর সঙ্গী হিসেবে রংপুরে এলে তিনি সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন।

চার দিনের সফরে রংপুরে আসেন হুসেইন মুহম্মদ এরশাদ। রোববার দুপুরে হেলিকপ্টারযোগে রংপুর সেনানিবাসে অবতরণ করেন।

সেনানিবাস থেকে প্রথমে তার নির্মাণাধীন বাসভবন পল্লি নিবাসে যান। সেখান থেকে নগরীর গ্র্যান্ড প্যালেস হোটেলে ওঠেন। সেখানে জাপা নেতা কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। এ সময় তিনি হুইল চেয়ারে করে চলাফেরা করেন।

তিনি উপস্থিত সাংবাদিক ও জাপা নেতা কর্মীদের সঙ্গে কোন কথা না বলে হোটেলে তার নির্ধারিত কক্ষে চলে যান। তবে এ সময় জাপা মহাসচিব মসিউর রহমান রাঙা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি অভিযোগ করে বলেন, জাপা চেয়ারম্যান এরশাদ ভুল চিকিৎসার কারণে গুরুতর অসুস্থ হয়েছেন। তার ভুল ডায়াগোনেসিস করা হয়েছে। ডায়াগনোসিসের রিপোর্টে ক্যানসারের কথা উল্লেখ করা হয়। সেই মতে তাকে ক্যানসারের চিকিৎসা দেওয়া হয়। ভুল ওষুধ প্রয়োগের ফলে তার স্বাস্থ্যের অবনতি ঘটে। লিভার ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। হাঁটা-চলা করতে পারতেন না। পরবর্তীতে তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে ভুল চিকিৎসার বিষয়টি ধরা পরে।

জাপা মহাসচিব বলেন, দলের চেয়ারম্যান চিকিৎসা শেষে দেশে ফেরার পর রংপুরে আসার আগ্রহ প্রকাশ করেছিলেন। তাই তিনি রংপুরে এসেছেন। সিঙ্গাপুরে চিকিৎসা নেওয়ার পর তিনি এখন অনেকটা সুস্থ। হুইল চেয়ার ছাড়াও চলা ফেরা করতে পারেন। রংপুর তথা দেশবাসীর দোয়ায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা করি।

জাপা মহাসচিব আরো বলেন, দলের চেয়ারম্যান দুদিন সংসদে গিয়েছিলেন। আশা করি সংসদের সমাপনী অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা হিসেবে যোগ দেবেন এবং বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন।

তিনি বিএনপি’র প্রসঙ্গে বলেন বিএনপি এখন নাই পার্টি। বিএনপি’র অস্তিত্ব নেই। জাতীয় পার্টি সংসদে বিরোধী দলের ভূমিকা দায়িত্বশীলতার সঙ্গে পালন করবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) মো. খালেদ আখতার, মহানগর জাপার সভাপতি ও রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তাফা, সাধারণ সম্পাদক ইয়াসির আহমেদ, জেলা জাপার সাধারণ সম্পাদক ফখর-উজ- জামান জাহাঙ্গির প্রমুখ।