ঢাকা ০২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ




আসো আরও একবার পাল্টাই- মেহেদী হাসান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০ ১৯৪ বার পড়া হয়েছে

এই দু’চার দিনেই বুঝে গেছি মুক্ত বাতাসের কি গুরুত্ব আর পৃথিবীর মায়া কি জিনিস। কোথাও হঠাৎ এক অদ্ভুত বন্দিদশা ভর করেছে চিন্তাজগতে, কেন যেন পজেটিভ কিছু মাথায়ই আসে না, সেটা হোক স্মৃতিতে বা ভবিষ্যৎ ভাবনায়। কিসের যেন একটা স্থবিরতা পুরো মগজে আর শিরায়। চিরায়ত গতি নেই কোনো সম্পর্কেও।ছন্দপতন হয়েছে অর্থনীতিতে, এমনকি ছেদ পরেছে ঘুমেও। কোথাও থেকে একটা শ্রুতিমধুর খবরও আসেনা, এমনকি লাউডে একটা গান শোনা যায় নি অনেকদিন। অনাহার, অর্ধাহার আর জরাজীর্ণ সব ভিডিও টাইমলাইন জুড়ে। পৃথিবীময় সব মৃত্যু আর সীমাহীন লাশের সমাহার। ইদানিং কেউ আর রিয়াল -বার্সার গোলের স্কোর দেখেনা, ম্যাপে ক্লিক করে সর্বাধিক মৃত্যুর রেকর্ড গোনে। খুব সচেতনতার বানী আওড়ানোর প্রতিযোগিতা চলে সবদিকে, কথা একটাই মৃত্যু আসেছে ধেয়ে, ভাগো, নিজের মায়ায় কত কিছুই না তুচ্ছতায় ঢেকে গেল। ঘরের খিড়কিতেও লেগেছে মাকড়সার জাল, মানুষের হৃদয়েরটানে আর সুর বাজেনা।চারিদিকে আধো আস্ফালন, কার থেকে কে বেশী সচেতন আর সুরক্ষিত।
তবুও অদেখা সকালে আজকের সূর্যও জানান দিয়েছে আরেকটি নতুন দিন, অস্তাচলগামী হয়েছে আগের নিয়মে, শুধু আবীরের লাল রং চোখে পরেনি বহু মানবের, কোথাও রাতের পোকাগুলো জেগে উঠেছে আর কোথাও খালি পাতিলে চলে আরেকটা দিন দেখার সংগ্রাম।
শুধু আমাতেই নেই ঐ ভয়, ঐ শংকা। কেন যেন বারবার মনে বলে, বেচে থাকা মানেই তো শারীরিক উপস্থিতি নয়, কর্মেই বেচে রবো হয়তো তোমার শরীরে, তোমাদের আত্মায় অথবা একান্তেই অশরীরিণী কোনো বালুকাবেলায়।
আসো আরো একবার পাল্টাই।

লেখক: মেহেদি হাসান। তরুণ উদ্যোক্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




আসো আরও একবার পাল্টাই- মেহেদী হাসান

আপডেট সময় : ০৯:২৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০

এই দু’চার দিনেই বুঝে গেছি মুক্ত বাতাসের কি গুরুত্ব আর পৃথিবীর মায়া কি জিনিস। কোথাও হঠাৎ এক অদ্ভুত বন্দিদশা ভর করেছে চিন্তাজগতে, কেন যেন পজেটিভ কিছু মাথায়ই আসে না, সেটা হোক স্মৃতিতে বা ভবিষ্যৎ ভাবনায়। কিসের যেন একটা স্থবিরতা পুরো মগজে আর শিরায়। চিরায়ত গতি নেই কোনো সম্পর্কেও।ছন্দপতন হয়েছে অর্থনীতিতে, এমনকি ছেদ পরেছে ঘুমেও। কোথাও থেকে একটা শ্রুতিমধুর খবরও আসেনা, এমনকি লাউডে একটা গান শোনা যায় নি অনেকদিন। অনাহার, অর্ধাহার আর জরাজীর্ণ সব ভিডিও টাইমলাইন জুড়ে। পৃথিবীময় সব মৃত্যু আর সীমাহীন লাশের সমাহার। ইদানিং কেউ আর রিয়াল -বার্সার গোলের স্কোর দেখেনা, ম্যাপে ক্লিক করে সর্বাধিক মৃত্যুর রেকর্ড গোনে। খুব সচেতনতার বানী আওড়ানোর প্রতিযোগিতা চলে সবদিকে, কথা একটাই মৃত্যু আসেছে ধেয়ে, ভাগো, নিজের মায়ায় কত কিছুই না তুচ্ছতায় ঢেকে গেল। ঘরের খিড়কিতেও লেগেছে মাকড়সার জাল, মানুষের হৃদয়েরটানে আর সুর বাজেনা।চারিদিকে আধো আস্ফালন, কার থেকে কে বেশী সচেতন আর সুরক্ষিত।
তবুও অদেখা সকালে আজকের সূর্যও জানান দিয়েছে আরেকটি নতুন দিন, অস্তাচলগামী হয়েছে আগের নিয়মে, শুধু আবীরের লাল রং চোখে পরেনি বহু মানবের, কোথাও রাতের পোকাগুলো জেগে উঠেছে আর কোথাও খালি পাতিলে চলে আরেকটা দিন দেখার সংগ্রাম।
শুধু আমাতেই নেই ঐ ভয়, ঐ শংকা। কেন যেন বারবার মনে বলে, বেচে থাকা মানেই তো শারীরিক উপস্থিতি নয়, কর্মেই বেচে রবো হয়তো তোমার শরীরে, তোমাদের আত্মায় অথবা একান্তেই অশরীরিণী কোনো বালুকাবেলায়।
আসো আরো একবার পাল্টাই।

লেখক: মেহেদি হাসান। তরুণ উদ্যোক্তা।