সারা বাংলা
সন্ধান মিলেছে গলাচিপায় নিখোঁজ ১২ জেলের
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট |
ঘূর্ণিঝড় ‘বুলবুল’র কবলে পড়ে পটুয়াখালীর গলাচিপায় নিখোঁজ হওয়া ১২ জেলের সন্ধান মিলেছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) তারা গলাচিপায় ফিরবেন বলে জানিয়েছেন পরিবার। সন্ধান পাওয়া জেলেরা হলেন- গলাচিপা পক্ষিয়া গ্রামের রিপন খলিফা, তরিকুল, মনসুর, সেলিম, রিয়াজ, সাহা গাজী, চরখালী গ্রামের নিজাম মৃধা, রাজিব মৃধা, আলম হাওলাদার, মহিউদ্দিন ও মোকলেস মৃধা।
সোমবার (১১ নভেম্বর) রাতে পটুয়াখালীর গলাচিপা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ রফিকুল ইসলাম বলেন, ঝড়ের কবলে পড়ে তারা নিখোঁজ হন। তারা সুন্দরবনের মধ্যে আশ্রয় নিয়েছিলেন। তাদের কারো কোনো ক্ষতি হয়নি। তাদের নিয়ে আসার জন্য আত্মীয় স্বজন সুন্দরবন এলাকায় রওনা হয়েছেন।