ঢাকা ০১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মঙ্গল শোভাযাত্রা – তাসফিয়া ফারহানা ঐশী Logo সাস্টিয়ান ব্রাহ্মণবাড়িয়া এর ইফতার মাহফিল সম্পন্ন Logo কুবির চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার ও পূর্নমিলনী Logo অধ্যাপক জহীর উদ্দিন আহমেদের মায়ের মৃত্যুতে শাবির মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্ত চিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ পরিষদের শোক প্রকাশ Logo শাবির অধ্যাপক জহীর উদ্দিনের মায়ের মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ Logo বিশ কোটিতে গণপূর্তের প্রধান হওয়ার মিশনে ‘ছাত্রদল ক্যাডার প্রকৌশলী’! Logo দূর্নীতির রাক্ষস ফায়ার সার্ভিসের এডি আনোয়ার! Logo ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতি হওয়া শাহজালাল বিশ্ববিদ্যালয়ে অবকাঠামোর সংস্কার শুরু Logo বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির দাবিতে শাবিপ্রবি ছাত্রলীগের মানববন্ধন Logo কুবি উপাচার্যের বক্তব্যের প্রমাণ দিতে শিক্ষক সমিতির সাত দিনের আল্টিমেটাম




শারীরিক সম্পর্কের সময় খাট ভেঙেছে মেয়ে, লাখ টাকা ক্ষতিপূরণ চাইল মা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০১৯ ৬৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

মেয়ের হাতে বাড়ির দায়িত্ব দিয়ে কয়েকদিনের জন্য ঘুরতে গিয়েছিলেন মা। ফিরে এসে দেখেন বাড়ির অবস্থা বেশ খারাপ। তারপর নিজের ঘরে ঢুকতেই চোখ কপালে ওঠে তার। দেখেন, তার সাধের খাট ভেঙে রেখেছে মেয়ে। নতুন খাট কেনার জন্য মেয়ের কাছে ২০৯৯ মার্কিন ডলার ক্ষতিপূরণ চেয়েছেন ওই মা। বাংলাদেশি টাকায় যা প্রায় দেড় লাখ টাকার বেশি।

মেয়ের খাট ভাঙার কীর্তিতে বেজায় চটেছিলেন রিহোনা নিকোলে। বিষয়টি নিষ্পত্তির জন্য মেয়ে রিহাননকে তিনি ডেকেছিলেন ‘ট্রায়াল বাই কাইল’ নামের অস্ট্রেলিয়ার এক টিভি কোর্ট শোতে। এই শো-তে পারিবারিক বিভিন্ন সমস্যার সমাধান করেন শোয়ের সঞ্চালক কাইল স্যান্ডিল্যান্ডস।

সম্প্রতি সেই শোতে গিয়ে মেয়ের বিরুদ্ধে অভিযোগ এনে নিকোলে বলেন, ‘এক সপ্তাহের জন্য আমি সঙ্গীর সঙ্গে ঘুরতে গিয়েছিলাম। সে সময় মেয়ে বাড়িতে ছিল। আমার ঘরের বিছানা ও ব্যবহার করতেই পারে, তাতে কোনও সমস্যা নেই। কিন্তু আমি ফিরে এসে দেখি বাড়ি অগোছালো। ঘরে ঢুকতেই দেখি খাট ভেঙে পড়ে রয়েছে।’

কিন্তু এতেও মেয়ের কোনও হেলদোল না থাকাতেই চটেছেন নিকোলে। আর নতুন খাট কেনার জন্য চেয়েছেন ২০৯৯ মার্কিন ডলার ক্ষতিপূরণ।

মায়ের অভিযোগের জবাব দিতে গিয়ে মেয়ে রিহানন কাইলকে বলেন, ‘সঙ্গীর সঙ্গে শারীরিক সম্পর্কের সময় ভেঙে যায় মায়ের খাট।’ তখন কাইল বলেন, ‘তুমি অন্য ঘরে গেলে না কেন?’ উত্তরে রিহানন বলেন , ‘সত্যি বলতে, অন্য ঘরের বিছানায় আমার বন্ধুরা ব্যস্ত ছিল।’

রিহানন আরও বলেন, তিনি ওই ক্ষতিপূরণ দিতে পারবেন না। সবকিছু শুনে মা রিহোনার পক্ষেই মতো দেন কাইল। রিহাননকে বলেন, ‘তুমি খাট ভেঙেছ। তাই ক্ষতিপূরণ তোমাকেই দিতে হবে।’ আনন্দবাজার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




শারীরিক সম্পর্কের সময় খাট ভেঙেছে মেয়ে, লাখ টাকা ক্ষতিপূরণ চাইল মা

আপডেট সময় : ০৯:৫৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০১৯

আন্তর্জাতিক ডেস্ক

মেয়ের হাতে বাড়ির দায়িত্ব দিয়ে কয়েকদিনের জন্য ঘুরতে গিয়েছিলেন মা। ফিরে এসে দেখেন বাড়ির অবস্থা বেশ খারাপ। তারপর নিজের ঘরে ঢুকতেই চোখ কপালে ওঠে তার। দেখেন, তার সাধের খাট ভেঙে রেখেছে মেয়ে। নতুন খাট কেনার জন্য মেয়ের কাছে ২০৯৯ মার্কিন ডলার ক্ষতিপূরণ চেয়েছেন ওই মা। বাংলাদেশি টাকায় যা প্রায় দেড় লাখ টাকার বেশি।

মেয়ের খাট ভাঙার কীর্তিতে বেজায় চটেছিলেন রিহোনা নিকোলে। বিষয়টি নিষ্পত্তির জন্য মেয়ে রিহাননকে তিনি ডেকেছিলেন ‘ট্রায়াল বাই কাইল’ নামের অস্ট্রেলিয়ার এক টিভি কোর্ট শোতে। এই শো-তে পারিবারিক বিভিন্ন সমস্যার সমাধান করেন শোয়ের সঞ্চালক কাইল স্যান্ডিল্যান্ডস।

সম্প্রতি সেই শোতে গিয়ে মেয়ের বিরুদ্ধে অভিযোগ এনে নিকোলে বলেন, ‘এক সপ্তাহের জন্য আমি সঙ্গীর সঙ্গে ঘুরতে গিয়েছিলাম। সে সময় মেয়ে বাড়িতে ছিল। আমার ঘরের বিছানা ও ব্যবহার করতেই পারে, তাতে কোনও সমস্যা নেই। কিন্তু আমি ফিরে এসে দেখি বাড়ি অগোছালো। ঘরে ঢুকতেই দেখি খাট ভেঙে পড়ে রয়েছে।’

কিন্তু এতেও মেয়ের কোনও হেলদোল না থাকাতেই চটেছেন নিকোলে। আর নতুন খাট কেনার জন্য চেয়েছেন ২০৯৯ মার্কিন ডলার ক্ষতিপূরণ।

মায়ের অভিযোগের জবাব দিতে গিয়ে মেয়ে রিহানন কাইলকে বলেন, ‘সঙ্গীর সঙ্গে শারীরিক সম্পর্কের সময় ভেঙে যায় মায়ের খাট।’ তখন কাইল বলেন, ‘তুমি অন্য ঘরে গেলে না কেন?’ উত্তরে রিহানন বলেন , ‘সত্যি বলতে, অন্য ঘরের বিছানায় আমার বন্ধুরা ব্যস্ত ছিল।’

রিহানন আরও বলেন, তিনি ওই ক্ষতিপূরণ দিতে পারবেন না। সবকিছু শুনে মা রিহোনার পক্ষেই মতো দেন কাইল। রিহাননকে বলেন, ‘তুমি খাট ভেঙেছ। তাই ক্ষতিপূরণ তোমাকেই দিতে হবে।’ আনন্দবাজার।