ঢাকা ০২:০১ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মঙ্গল শোভাযাত্রা – তাসফিয়া ফারহানা ঐশী Logo সাস্টিয়ান ব্রাহ্মণবাড়িয়া এর ইফতার মাহফিল সম্পন্ন Logo কুবির চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার ও পূর্নমিলনী Logo অধ্যাপক জহীর উদ্দিন আহমেদের মায়ের মৃত্যুতে শাবির মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্ত চিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ পরিষদের শোক প্রকাশ Logo শাবির অধ্যাপক জহীর উদ্দিনের মায়ের মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ Logo বিশ কোটিতে গণপূর্তের প্রধান হওয়ার মিশনে ‘ছাত্রদল ক্যাডার প্রকৌশলী’! Logo দূর্নীতির রাক্ষস ফায়ার সার্ভিসের এডি আনোয়ার! Logo ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতি হওয়া শাহজালাল বিশ্ববিদ্যালয়ে অবকাঠামোর সংস্কার শুরু Logo বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির দাবিতে শাবিপ্রবি ছাত্রলীগের মানববন্ধন Logo কুবি উপাচার্যের বক্তব্যের প্রমাণ দিতে শিক্ষক সমিতির সাত দিনের আল্টিমেটাম




সিনেমার গানে নিয়মিত কন্ঠ দিচ্ছেন জনপ্রিয় শিল্পী রুখসার রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩০:৩৭ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০১৯ ৮৮ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক : ফোক গান নিয়েই দর্শকদের মাতিয়ে রাখতে চান রুখসার রহমান, বর্তমান সময়ের আলোচিত ফোক সঙ্গীত শিল্পী। নিয়মিত গাইছেন ষ্টেজ এবং টিভিতে। দেশ-বিদেশ ও টিভির লাইভে ফোক শিল্পী হিসেবে রুখসারের পরিচিতি বেশ। এবারে অপেক্ষা করছে রুখসারের কন্ঠে, গীতিকার ও সুরকার ইথুন বাবুর কথা ও সুরে চমৎকার দুটি গান। তার মধ্যে একটি গানের কাজ শেষ হয়েছে। গানটির শিরোনাম ‘পাগলা ছোকড়া’ গানটি ইবি মিউজিক থেকে মুক্তির অপেক্ষায় রয়েছে। রংধনু মিউজিকের আল আমিন খানের সুর ও সঙ্গীতে ‘বসন্তের কোকিল’ গীতিকার নীহার আহমেদ।

আরও অপেক্ষা করছে হৃদয়ের কম্পোজিশনে, গীতিকার ও সুরকার কাজল বিল্লাহর কথা ও সুরে চমৎকার ডুয়েট ফোক গান। কন্ঠ দিয়েছেন রুখসার রহমান ও কাজল বিল্লাহ। আসছে কুরবানী ঈদে গীতিকার তকবীর হোসাইন ও সুর সঙ্গীতে আল আমিন খানের রংধনু মিউজিক এর ব্যানারে দুটি গান ‘মনের ঘরে কষ্ঠের তালা’ ও ‘বসন্তের কোকিলে’।

তিনি জানান, আপাতত ষ্টেজ প্রোগ্রামের চাপটা একটু কম। বিগত কয়েক মাস অনেক বেশি ব্যস্ততার কারনে রেকর্ডিং ও টিভি প্রোগ্রামে অনিয়মিত ছিলাম। মাঝে মধ্যে শখের বসে কবিতা লিখে সময় পার করেন এই প্রজন্মের জনপ্রিয় এই কন্ঠ শিল্পী। এটা ভালবাসা ও পুরোরো অভ্যাস।

রোখসার রহমান শ্রোতাদের নিয়মিত একের পর এক নতুন নতুন গান উপহার দিতে চান। আর এভাবেই সঙ্গীত পিয়াসী মানুষের ভালবাসা দোয়া ও শুভ কামনাকে সঙ্গে নিয়ে আগামীর পথে এগিয়ে যেতে চান রুখসার রহমান। দর্শক শ্রোতাদের কাছে শিল্পীর প্রত্যাশা বাংলা গান শোনার। মা মাটি ও শেখরকে বাচিঁয়ে রাখুন। বাংলা গানকে নতুন প্রজন্মের কাছে পৌছে দিয়ে অপসংস্কৃতি থেকে বাংলা গানকে বাচিয়ে রাখার জোর দাবী জানান রুখসার রহমান।

এছাড়াও দেওয়ান নাজমুলের পরিচালনায় ‘তোরে কত ভালবাসি’ ছবিতে ছিপিছিপি পানি ও নিশানের পরিচালনায় ‘নারীর শক্তি’ ছবিতে দিল দিওয়ানা গানেও (ডুয়েট) কন্ঠ দিয়েছেন জনপ্রিয় কন্ঠ শিল্পী রুখসার রহমান।
এর আগে গেল ঈদেও সঙ্গীতার ব্যানারে ‘ফুল গাছটি’ গানের ভিডিও রিলিজ হয়েছিল। সিলেটের বিভিন্ন লোকেশনে। গানটির মিউজিক ডিরেক্টর ছিলেন সূচী শামস।

এ পর্যন্ত রুখসার তিনটি এ্যালবাম বের হয়েছে। তার প্রথম এ্যালবাম ‘ভালবাসার বাতি’ ২০০৭ সালে রিলিজ হয়। এই এ্যালবামের সুরকার ও গীতিকার ছিলেন-আহম্মেদ রিজভী, রাজেশ, প্রদীপ সাহা, মাহমুদ জুয়েল, আজাদ মিন্টু ও সামস উদ্দিন হীরা। দ্বিতীয় ডুয়েট এ্যালবাম ‘ভুল মানুষ ভালবেসেছি’ তৃতীয় এ্যালবাম ‘ডিজিটাল প্রেমিক’।

গত ১৫ বছর বিদেশে ষ্টেজ শো- করেছেন রুখসার রহমান। মালয়েশিয়া, দুবাই, কাতার এবং ভারতসহ বিভিন্ন দেশে। অচিরেই ইউরোপ এবং আমেরিকায় যাচ্ছেন কনসার্টে। ১৯৯৮ সালে শাপলা কুড়ি থেকে লোক সঙ্গীতে পুরস্কার পান। স্বীকৃতি স্বরুপ বাবিসাস, এজেএফবি অ্যাওর্য়াড পুরস্কার পেয়েছেন বিভিন্ন সামাজিক সংগঠন থেকে। রুখসার ফোক শিল্পী হিসেবে নিজেকে দেশ বাসির কাছে পৌছে দিতে চান। কারন সে যেখানে গান করতে গিয়েছেন সেখানেই ফোক গানে সবাই তাকে উৎসাহ দিয়েছেন।

রুখসার রহমান সকালের সংবাদকে বলেন, দেশের মানুষ মাটির গান শুনতে বেশি ভাল বাসেন। তাই আজীবন মাটি ও মানুষের গান গাইতে চাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




সিনেমার গানে নিয়মিত কন্ঠ দিচ্ছেন জনপ্রিয় শিল্পী রুখসার রহমান

আপডেট সময় : ০৭:৩০:৩৭ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০১৯

বিনোদন প্রতিবেদক : ফোক গান নিয়েই দর্শকদের মাতিয়ে রাখতে চান রুখসার রহমান, বর্তমান সময়ের আলোচিত ফোক সঙ্গীত শিল্পী। নিয়মিত গাইছেন ষ্টেজ এবং টিভিতে। দেশ-বিদেশ ও টিভির লাইভে ফোক শিল্পী হিসেবে রুখসারের পরিচিতি বেশ। এবারে অপেক্ষা করছে রুখসারের কন্ঠে, গীতিকার ও সুরকার ইথুন বাবুর কথা ও সুরে চমৎকার দুটি গান। তার মধ্যে একটি গানের কাজ শেষ হয়েছে। গানটির শিরোনাম ‘পাগলা ছোকড়া’ গানটি ইবি মিউজিক থেকে মুক্তির অপেক্ষায় রয়েছে। রংধনু মিউজিকের আল আমিন খানের সুর ও সঙ্গীতে ‘বসন্তের কোকিল’ গীতিকার নীহার আহমেদ।

আরও অপেক্ষা করছে হৃদয়ের কম্পোজিশনে, গীতিকার ও সুরকার কাজল বিল্লাহর কথা ও সুরে চমৎকার ডুয়েট ফোক গান। কন্ঠ দিয়েছেন রুখসার রহমান ও কাজল বিল্লাহ। আসছে কুরবানী ঈদে গীতিকার তকবীর হোসাইন ও সুর সঙ্গীতে আল আমিন খানের রংধনু মিউজিক এর ব্যানারে দুটি গান ‘মনের ঘরে কষ্ঠের তালা’ ও ‘বসন্তের কোকিলে’।

তিনি জানান, আপাতত ষ্টেজ প্রোগ্রামের চাপটা একটু কম। বিগত কয়েক মাস অনেক বেশি ব্যস্ততার কারনে রেকর্ডিং ও টিভি প্রোগ্রামে অনিয়মিত ছিলাম। মাঝে মধ্যে শখের বসে কবিতা লিখে সময় পার করেন এই প্রজন্মের জনপ্রিয় এই কন্ঠ শিল্পী। এটা ভালবাসা ও পুরোরো অভ্যাস।

রোখসার রহমান শ্রোতাদের নিয়মিত একের পর এক নতুন নতুন গান উপহার দিতে চান। আর এভাবেই সঙ্গীত পিয়াসী মানুষের ভালবাসা দোয়া ও শুভ কামনাকে সঙ্গে নিয়ে আগামীর পথে এগিয়ে যেতে চান রুখসার রহমান। দর্শক শ্রোতাদের কাছে শিল্পীর প্রত্যাশা বাংলা গান শোনার। মা মাটি ও শেখরকে বাচিঁয়ে রাখুন। বাংলা গানকে নতুন প্রজন্মের কাছে পৌছে দিয়ে অপসংস্কৃতি থেকে বাংলা গানকে বাচিয়ে রাখার জোর দাবী জানান রুখসার রহমান।

এছাড়াও দেওয়ান নাজমুলের পরিচালনায় ‘তোরে কত ভালবাসি’ ছবিতে ছিপিছিপি পানি ও নিশানের পরিচালনায় ‘নারীর শক্তি’ ছবিতে দিল দিওয়ানা গানেও (ডুয়েট) কন্ঠ দিয়েছেন জনপ্রিয় কন্ঠ শিল্পী রুখসার রহমান।
এর আগে গেল ঈদেও সঙ্গীতার ব্যানারে ‘ফুল গাছটি’ গানের ভিডিও রিলিজ হয়েছিল। সিলেটের বিভিন্ন লোকেশনে। গানটির মিউজিক ডিরেক্টর ছিলেন সূচী শামস।

এ পর্যন্ত রুখসার তিনটি এ্যালবাম বের হয়েছে। তার প্রথম এ্যালবাম ‘ভালবাসার বাতি’ ২০০৭ সালে রিলিজ হয়। এই এ্যালবামের সুরকার ও গীতিকার ছিলেন-আহম্মেদ রিজভী, রাজেশ, প্রদীপ সাহা, মাহমুদ জুয়েল, আজাদ মিন্টু ও সামস উদ্দিন হীরা। দ্বিতীয় ডুয়েট এ্যালবাম ‘ভুল মানুষ ভালবেসেছি’ তৃতীয় এ্যালবাম ‘ডিজিটাল প্রেমিক’।

গত ১৫ বছর বিদেশে ষ্টেজ শো- করেছেন রুখসার রহমান। মালয়েশিয়া, দুবাই, কাতার এবং ভারতসহ বিভিন্ন দেশে। অচিরেই ইউরোপ এবং আমেরিকায় যাচ্ছেন কনসার্টে। ১৯৯৮ সালে শাপলা কুড়ি থেকে লোক সঙ্গীতে পুরস্কার পান। স্বীকৃতি স্বরুপ বাবিসাস, এজেএফবি অ্যাওর্য়াড পুরস্কার পেয়েছেন বিভিন্ন সামাজিক সংগঠন থেকে। রুখসার ফোক শিল্পী হিসেবে নিজেকে দেশ বাসির কাছে পৌছে দিতে চান। কারন সে যেখানে গান করতে গিয়েছেন সেখানেই ফোক গানে সবাই তাকে উৎসাহ দিয়েছেন।

রুখসার রহমান সকালের সংবাদকে বলেন, দেশের মানুষ মাটির গান শুনতে বেশি ভাল বাসেন। তাই আজীবন মাটি ও মানুষের গান গাইতে চাই।