ঢাকা ১২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মঙ্গল শোভাযাত্রা – তাসফিয়া ফারহানা ঐশী Logo সাস্টিয়ান ব্রাহ্মণবাড়িয়া এর ইফতার মাহফিল সম্পন্ন Logo কুবির চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার ও পূর্নমিলনী Logo অধ্যাপক জহীর উদ্দিন আহমেদের মায়ের মৃত্যুতে শাবির মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্ত চিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ পরিষদের শোক প্রকাশ Logo শাবির অধ্যাপক জহীর উদ্দিনের মায়ের মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ Logo বিশ কোটিতে গণপূর্তের প্রধান হওয়ার মিশনে ‘ছাত্রদল ক্যাডার প্রকৌশলী’! Logo দূর্নীতির রাক্ষস ফায়ার সার্ভিসের এডি আনোয়ার! Logo ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতি হওয়া শাহজালাল বিশ্ববিদ্যালয়ে অবকাঠামোর সংস্কার শুরু Logo বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির দাবিতে শাবিপ্রবি ছাত্রলীগের মানববন্ধন Logo কুবি উপাচার্যের বক্তব্যের প্রমাণ দিতে শিক্ষক সমিতির সাত দিনের আল্টিমেটাম




গণমাধ্যমকে মির্জা ফখরুলের ধন্যবাদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯ ৮৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, আমরা আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করে উদ্বেগ জানিয়েছিলাম। আপনারা (গণমাধ্যম) তা অত্যন্ত গুরুত্ব দিয়ে প্রকাশ করেছেন। সে কারণে সংবাদ সম্মেলনের পরদিন সরকার ম্যাডামের (খালেদা জিয়া) দাঁতের চিকিৎসা করিয়েছে। যদিও এখনও উনার শারীরিক অবস্থা খুবই খারাপ। অনেক চিকিৎসা বাকি। আমরা দ্রুত সেসব চিকিৎসার উদ্যোগ নিতে দাবি জানাচ্ছি।

সোমবার (২৪ জুলাই) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি গণমাধ্যমকে এ ধন্যবাদ জানান। বৈঠক সন্ধ্যা সোয়া ৭টায় শুরু হয়ে শেষ হয় রাত সোয়া ৯টার পর।

মির্জা ফখরুল বলেন, আজকের বৈঠকে আমাদের প্রধান আলোচনার বিষয় ছিল খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে পর্যালোচনা। দাঁতের চিকিৎসাটা হয়েছে। আমাদের দ্বিতীয় এজেন্ডা ছিল বিভিন্ন বিভাগীয় শহরে আমাদের নেত্রীর মুক্তির জন্য সমাবেশ। ইতোমধ্যেই তিনটি বিভাগে আমাদের সমাবেশ শেষ হয়েছে। বাকিগুলো দেশের বন্যা ও ডেঙ্গু পরিস্থিতির কারণে কিছুটা বিলম্ব ঘটছে। আশাকরি বন্যা পরিস্থিতির উন্নতি হলে বাকি সমাবেশগুলোও আমরা শিগগিরিই শেষ করবো।

তিনি বলেন, দেশের বন্যাদুর্গত অঞ্চলে আমাদের ত্রাণ তৎপরতা জোরদারভাবে চলছে। স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বে ত্রাণ কমিটি কাজ করে যাচ্ছে। দলের সিনিয়র নেতারা বিভিন্ন বন্যাপীড়িত জেলায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন।

বিএনপি মহাসচিব বলেন, বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আমার দেশের কৃষকগণ। বন্যায় কৃষকদের ফসলের মাঠ একেবারে ধ্বংস হয়ে গেছে। সেজন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, কৃষকদের ক্ষতি পুষিয়ে উঠতে খুব দ্রুত সহজভাবে বিনা সুদে তাদের ঋণ দিতে হবে। এছাড়া, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কৃষকদের কাছ থেকে এনজিওরা যেন ঋণের টাকা আদায় করতে না পারে, সেজন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, আমরা অত্যন্ত ক্ষোভের সঙ্গে, হতাশার সঙ্গে লক্ষ করেছি সরকার ডেঙ্গু নিয়ে অবহেলা করেছে। একদিকে মেয়ররা কখনও বলছে যে, ডেঙ্গু নিয়ে বাড়িয়ে বলা হচ্ছে। আবার বলছে, তারা পেরে উঠছে না। অর্থাৎ সরকার ডেঙ্গু নিয়ে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দুই সিটি করপোরেশন ডেঙ্গু নির্মূলে যে ওষুধগুলো ব্যবহার করছে তা কোনো কাজে আসছে না। কিন্তু ইতোমধ্যেই তারা ৫০ কোটি টাকা ব্যয় করে ফেলেছে। অথচ আমার এলাকায় মশা আগের মতোই আছে। দিনদিন হাসপাতালগুলোয় ডেঙ্গু আক্রান্ত রোগীতে ভরে যাচ্ছে। আমাদের দলের সিনিয়র নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর বীরউত্তম, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুর ছোট সন্তানসহ অসংখ্য মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

ফখরুল বলেন, সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়ে বিএনপির বিরুদ্ধে প্রতিদিন মিথ্যা প্রলাপ বকছে। তারা বলছে, ডেঙ্গু নিয়ে বিএনপি মিথ্যা গুজব ছড়াচ্ছে। আমরা তাদের এ মিথ্যা বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ সরকার সব ক্ষেত্রে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে তাদের ব্যর্থতা ঢাকতেই মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে।

জানা গেছে, কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, ছাত্রদলের চলমান সংকট নিরসন ও বর্তমান রাজনীতির সার্বিক পরিস্থিতি নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু।
লন্ডন থেকে স্কাইপির মাধ্যমে বৈঠকে যুক্ত হয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




গণমাধ্যমকে মির্জা ফখরুলের ধন্যবাদ

আপডেট সময় : ০৭:২৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯

নিজস্ব প্রতিবেদক;

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, আমরা আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করে উদ্বেগ জানিয়েছিলাম। আপনারা (গণমাধ্যম) তা অত্যন্ত গুরুত্ব দিয়ে প্রকাশ করেছেন। সে কারণে সংবাদ সম্মেলনের পরদিন সরকার ম্যাডামের (খালেদা জিয়া) দাঁতের চিকিৎসা করিয়েছে। যদিও এখনও উনার শারীরিক অবস্থা খুবই খারাপ। অনেক চিকিৎসা বাকি। আমরা দ্রুত সেসব চিকিৎসার উদ্যোগ নিতে দাবি জানাচ্ছি।

সোমবার (২৪ জুলাই) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি গণমাধ্যমকে এ ধন্যবাদ জানান। বৈঠক সন্ধ্যা সোয়া ৭টায় শুরু হয়ে শেষ হয় রাত সোয়া ৯টার পর।

মির্জা ফখরুল বলেন, আজকের বৈঠকে আমাদের প্রধান আলোচনার বিষয় ছিল খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে পর্যালোচনা। দাঁতের চিকিৎসাটা হয়েছে। আমাদের দ্বিতীয় এজেন্ডা ছিল বিভিন্ন বিভাগীয় শহরে আমাদের নেত্রীর মুক্তির জন্য সমাবেশ। ইতোমধ্যেই তিনটি বিভাগে আমাদের সমাবেশ শেষ হয়েছে। বাকিগুলো দেশের বন্যা ও ডেঙ্গু পরিস্থিতির কারণে কিছুটা বিলম্ব ঘটছে। আশাকরি বন্যা পরিস্থিতির উন্নতি হলে বাকি সমাবেশগুলোও আমরা শিগগিরিই শেষ করবো।

তিনি বলেন, দেশের বন্যাদুর্গত অঞ্চলে আমাদের ত্রাণ তৎপরতা জোরদারভাবে চলছে। স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বে ত্রাণ কমিটি কাজ করে যাচ্ছে। দলের সিনিয়র নেতারা বিভিন্ন বন্যাপীড়িত জেলায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন।

বিএনপি মহাসচিব বলেন, বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আমার দেশের কৃষকগণ। বন্যায় কৃষকদের ফসলের মাঠ একেবারে ধ্বংস হয়ে গেছে। সেজন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, কৃষকদের ক্ষতি পুষিয়ে উঠতে খুব দ্রুত সহজভাবে বিনা সুদে তাদের ঋণ দিতে হবে। এছাড়া, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কৃষকদের কাছ থেকে এনজিওরা যেন ঋণের টাকা আদায় করতে না পারে, সেজন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, আমরা অত্যন্ত ক্ষোভের সঙ্গে, হতাশার সঙ্গে লক্ষ করেছি সরকার ডেঙ্গু নিয়ে অবহেলা করেছে। একদিকে মেয়ররা কখনও বলছে যে, ডেঙ্গু নিয়ে বাড়িয়ে বলা হচ্ছে। আবার বলছে, তারা পেরে উঠছে না। অর্থাৎ সরকার ডেঙ্গু নিয়ে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দুই সিটি করপোরেশন ডেঙ্গু নির্মূলে যে ওষুধগুলো ব্যবহার করছে তা কোনো কাজে আসছে না। কিন্তু ইতোমধ্যেই তারা ৫০ কোটি টাকা ব্যয় করে ফেলেছে। অথচ আমার এলাকায় মশা আগের মতোই আছে। দিনদিন হাসপাতালগুলোয় ডেঙ্গু আক্রান্ত রোগীতে ভরে যাচ্ছে। আমাদের দলের সিনিয়র নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর বীরউত্তম, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুর ছোট সন্তানসহ অসংখ্য মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

ফখরুল বলেন, সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়ে বিএনপির বিরুদ্ধে প্রতিদিন মিথ্যা প্রলাপ বকছে। তারা বলছে, ডেঙ্গু নিয়ে বিএনপি মিথ্যা গুজব ছড়াচ্ছে। আমরা তাদের এ মিথ্যা বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ সরকার সব ক্ষেত্রে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে তাদের ব্যর্থতা ঢাকতেই মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে।

জানা গেছে, কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, ছাত্রদলের চলমান সংকট নিরসন ও বর্তমান রাজনীতির সার্বিক পরিস্থিতি নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু।
লন্ডন থেকে স্কাইপির মাধ্যমে বৈঠকে যুক্ত হয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।