ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মঙ্গল শোভাযাত্রা – তাসফিয়া ফারহানা ঐশী Logo সাস্টিয়ান ব্রাহ্মণবাড়িয়া এর ইফতার মাহফিল সম্পন্ন Logo কুবির চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার ও পূর্নমিলনী Logo অধ্যাপক জহীর উদ্দিন আহমেদের মায়ের মৃত্যুতে শাবির মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্ত চিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ পরিষদের শোক প্রকাশ Logo শাবির অধ্যাপক জহীর উদ্দিনের মায়ের মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ Logo বিশ কোটিতে গণপূর্তের প্রধান হওয়ার মিশনে ‘ছাত্রদল ক্যাডার প্রকৌশলী’! Logo দূর্নীতির রাক্ষস ফায়ার সার্ভিসের এডি আনোয়ার! Logo ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতি হওয়া শাহজালাল বিশ্ববিদ্যালয়ে অবকাঠামোর সংস্কার শুরু Logo বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির দাবিতে শাবিপ্রবি ছাত্রলীগের মানববন্ধন Logo কুবি উপাচার্যের বক্তব্যের প্রমাণ দিতে শিক্ষক সমিতির সাত দিনের আল্টিমেটাম




লোকালয়ে বাঘ, পিটিয়ে মারল গ্রামবাসী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৮:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯ ৮৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ 
লোকালয়ে ঢুকে পড়া একটি বাঘকে গণপিটুনি দিয়ে নির্মমভাবে হত্যা করেছে ভারতের স্থানীয় গ্রামবাসী। মোবাইলে ধারণ করা ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া জানানো শুরু হলে ঘটনার সঙ্গে যুক্ত চারজনকে গ্রেফতার করে পুলিশ।

ভারতে বাঘসহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী হত্যার ঘটনা যে দিন দিন বেড়েই চলেছে এটি তার সর্বশেষ উদাহরণ। তবে স্থানীয় কর্মকর্তারা বলছেন, বাঘটি লোকালয়ে ঢোকার পর গ্রামবাসীদের আক্রমণ করে। বাঘের আক্রমণে আহত নয়জনের মধ্যে একজনকে হাসপাতালে নেয়ার পর মারা গেছেন।

বিশেষজ্ঞরা এর জন্য বন্যপ্রাণীদের অভয়ারণ্য এবং পর্যাপ্ত খাবার ব্যবস্থা না থাকাকেই দায়ী করছেন। তারা বলছেন শুধু বাঘ নয় সব ধরনের বন্যপ্রজাতি তীব্র খাদ্য সংকটে পড়েছে। তাই তারা লোকালয়ে ঢুকে পড়তে বাধ্য হচ্ছে।

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের উত্তরপ্রদেশের ঘটনাটি ঘটেছে। জেলা ম্যাজিস্ট্রেট বৈভব শ্রীবাস্তব বলেন, প্রদেশের পিলিভিত নামক একটি অভয়ারণ্য থেকে বাঘটি লোকালয়ে ঢুকে পড়লে হত্যার শিকার হয়।

বৈভব শ্রীবাস্তব জানালেন, বাঘটি গ্রামে ঢোকার বিপুলসংখ্যক সশস্ত্র মানুষ সেটিকে ঘিরে ফেলে। তারা চারদিকে এটিকে ফাঁদে ফেলার পর বিভিন্ন অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যা করে। গ্রামবাসীদের সবার হাতে ছিল কাঠের লাঠি এবং বর্শা।

ম্যাজিস্ট্রেট জানালেন বাঘটি হত্যার ঘটনায় ৩৩ জন জড়িত থাকলেও এখন পর্যন্ত মাত্র চারজনকে গ্রেফতার করা গেছে। ম্যাজিস্ট্রেট জানালেন, মূলত বাঘটি যখন মানুষের ওপর আক্রমণ করে তখনই গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে ওঠে।

ফোনে ধারণ করা ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ক্ষিপ্ত গ্রামবাসী বাঘটিকে চারদিক থেকে নানাভাবে আঘাত করছে। বাঘটি কাবু হয়ে গেলেও তারা সেটি মারতে থাকে। একপর্যায়ে বাঘটি মাটিতে লুটিয়ে পড়ে। তারপর মৃত্যু নিশ্চিত করে ক্ষান্ত দেন গ্রামবাসীরা।

২০১৮ সালে গোটা ভারতে বাঘের নির্মম আক্রমণের শিকার হয়ে প্রায় ৩০ জন মানুষ প্রাণ হারান। আর একইসঙ্গে মানুষের হাতে ৬০টিরও বেশি বাঘের মৃত্যু কিংবা হত্যা করা হয়। গোটা বিশ্বের মোট বাঘের অর্ধেকের বেশির বাস ভারতে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




লোকালয়ে বাঘ, পিটিয়ে মারল গ্রামবাসী

আপডেট সময় : ১০:৫৮:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯

আন্তর্জাতিক ডেস্কঃ 
লোকালয়ে ঢুকে পড়া একটি বাঘকে গণপিটুনি দিয়ে নির্মমভাবে হত্যা করেছে ভারতের স্থানীয় গ্রামবাসী। মোবাইলে ধারণ করা ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া জানানো শুরু হলে ঘটনার সঙ্গে যুক্ত চারজনকে গ্রেফতার করে পুলিশ।

ভারতে বাঘসহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী হত্যার ঘটনা যে দিন দিন বেড়েই চলেছে এটি তার সর্বশেষ উদাহরণ। তবে স্থানীয় কর্মকর্তারা বলছেন, বাঘটি লোকালয়ে ঢোকার পর গ্রামবাসীদের আক্রমণ করে। বাঘের আক্রমণে আহত নয়জনের মধ্যে একজনকে হাসপাতালে নেয়ার পর মারা গেছেন।

বিশেষজ্ঞরা এর জন্য বন্যপ্রাণীদের অভয়ারণ্য এবং পর্যাপ্ত খাবার ব্যবস্থা না থাকাকেই দায়ী করছেন। তারা বলছেন শুধু বাঘ নয় সব ধরনের বন্যপ্রজাতি তীব্র খাদ্য সংকটে পড়েছে। তাই তারা লোকালয়ে ঢুকে পড়তে বাধ্য হচ্ছে।

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের উত্তরপ্রদেশের ঘটনাটি ঘটেছে। জেলা ম্যাজিস্ট্রেট বৈভব শ্রীবাস্তব বলেন, প্রদেশের পিলিভিত নামক একটি অভয়ারণ্য থেকে বাঘটি লোকালয়ে ঢুকে পড়লে হত্যার শিকার হয়।

বৈভব শ্রীবাস্তব জানালেন, বাঘটি গ্রামে ঢোকার বিপুলসংখ্যক সশস্ত্র মানুষ সেটিকে ঘিরে ফেলে। তারা চারদিকে এটিকে ফাঁদে ফেলার পর বিভিন্ন অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যা করে। গ্রামবাসীদের সবার হাতে ছিল কাঠের লাঠি এবং বর্শা।

ম্যাজিস্ট্রেট জানালেন বাঘটি হত্যার ঘটনায় ৩৩ জন জড়িত থাকলেও এখন পর্যন্ত মাত্র চারজনকে গ্রেফতার করা গেছে। ম্যাজিস্ট্রেট জানালেন, মূলত বাঘটি যখন মানুষের ওপর আক্রমণ করে তখনই গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে ওঠে।

ফোনে ধারণ করা ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ক্ষিপ্ত গ্রামবাসী বাঘটিকে চারদিক থেকে নানাভাবে আঘাত করছে। বাঘটি কাবু হয়ে গেলেও তারা সেটি মারতে থাকে। একপর্যায়ে বাঘটি মাটিতে লুটিয়ে পড়ে। তারপর মৃত্যু নিশ্চিত করে ক্ষান্ত দেন গ্রামবাসীরা।

২০১৮ সালে গোটা ভারতে বাঘের নির্মম আক্রমণের শিকার হয়ে প্রায় ৩০ জন মানুষ প্রাণ হারান। আর একইসঙ্গে মানুষের হাতে ৬০টিরও বেশি বাঘের মৃত্যু কিংবা হত্যা করা হয়। গোটা বিশ্বের মোট বাঘের অর্ধেকের বেশির বাস ভারতে।